বিখ্যাত তেলেগু কবি মঞ্চানা-র ‘’কেয়ূর বাছ চরিতারামু’’ কাব্য গ্রন্থ টি রাজা কেয়ূর বাহু-র কাহিনী নিয়ে লেখা । কাহিনীটি চারটি অধ্যায়ে বিভক্ত এবং এখন থেকে সাতশো বছর আগে,ত্রয়োদশ শতাব্দীতে,পুঁথির আকারে প্রথম প্রকাশিত হয় । দীর্ঘ- কবিতাটিতে মানুষ ,পশু,পাখি ইত্যাদি নিয়ে নানা ছোট ছোট গল্প ও কাহিনী ছড়িয়ে আছে ।
মঞ্চানাও কিন্তু তাঁর কাহিনীর মূল উপাদান অপরের কাছ থেকে নিয়েছেন । নবম শতাব্দীতে কবি রাজশেখর ‘’বিদ্যাশালা ডঞ্জিকা’’ নামে একটি নাটক রচনা করেন । কবি মঞ্চানা ঐ নাটকটির কাছে অনেক দিন থেকেই ঋণী । তবে নাটকে নেই এমন বাইশটি ছোট গল্প তাঁর দীর্ঘ কবিতাটিতে সংকলিত হয়েছে । তাঁর সমকালীন তেলেগু লোকসাহিত্য যেসব গল্প কাহিনী খুবই জনপ্রিয় ছিল , সম্ভবত সেগুলিকেই তিনি কাজে লাগিয়েছেন।
এই সংকলনে গল্পগুলি যদিও কবির রচনা থেকে সংগ্রহীত তবু প্রয়জনের খাতিরে সেগুলিকে সামান্য পরিবর্তন করা হয়েছে বলে মনে হয় ।
Awshadharon! Thank you for these amazing gems.
ReplyDeleteWelcome
DeleteThanxs a lot Indra Da.
ReplyDelete