Sunday, February 28, 2021

Post # 1033 Bengali Amarchitra Katha 198

                                                              ডাউনলোড করুন

 

মানুষের গায়ের জোর,মনের জোর ,বীরত্ব,পৌরুষ খুব ই ভাল । একজন মানুষের এসব থাকাই উচিত । কিন্তু তা নিয়ে স্পর্ধা করার আত্মতৃপ্তির আগুনে ভোগার কোন মানেই হয়না , মানুষকে জানতে হবে এসব শক্তি সে অর্জন করেছে কিসের জন্য ? স্পর্ধা করার জন্য ? নাকি তার বীরত্ব ও পৌরুষের অন্য অর্থ আছে, তার অন্য কাজ আছে  ?

আশা করাযায় এখানের তিনটি গল্পের মাধ্যমে সঠিক উত্তর পাওয়া যাবে । তবে মহাভারত তন্ন তন্ন করে খুঁজলেও এই গল্পটি পাওয়া যাবেনা,তবে কোথাও তো আছে এমন এক মজার গল্প, আছে দক্ষিণ ভারতের লোক সাহিত্যে ।

অর্জুনকে নিয়ে এখানে মোট তিনটি গল্প আছে এই বইতে ।  




 

2 comments:

  1. অর্জুনের গল্প আসলেই সুন্দর। ধন্যবাদ দাদা।

    ReplyDelete