বেদে অন্য সকল দেবতা অপেক্ষা ইন্দ্রের উল্লেখ বেশীবার আছে । ঋকবেদের স্ত্রোত্রের এক চতুর্থাংশ তাঁকেই সম্বোধন করে রচিত হয়েছে।
ইন্দ্র ও বৃত্রের যুদ্ধের সর্বাপেক্ষা প্রাচীন উল্লেখ পাওয়া যায় ঋকবেদে, সেখানে বৃত্রকে অনাবৃষ্টির অসুর বলে বর্ণনা করা হয়েছে । ইন্দ্র অসুরটিকে বধ করে জলকে বন্ধনমুক্ত করেন এবং বৃত্রের সংহারকর্তা বলে অভিহিত হন । ঋকবেদে ইন্দ্রকে একাধারে স্নেহময় বন্ধু ,ভ্রাতা,পিতা ও মাতা বলে প্রশংসা করা হয়েছে। কিন্তু খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে বৈষ্ণব ধর্মের উদয়ের পরে ইন্দ্র বিষ্ণুর নিকটে তাঁর শ্রেষ্ঠতার আসন হারালেন।
পৌরাণিক বৃত্তান্ত সমূহে দেখা যায় ইন্দ্র যখনই বপদে পড়েন তখনি বিষ্ণুর শরণাপন্ন হন । তিনি বার বার অসুর কর্তিৃক পরাজিত হন এবং বিষ্ণুর উপদেশ ও অনুগ্রহ পেলে তবে বিজয় লাভ করতে সমর্থ হন ।
ইন্দ্রের সঙ্গে তাঁর মহাশত্রু বৃত্রের সংঘর্ষের এই কাহিনী ভগবত্ পুরান থেকে নেওয়া হয়েছে । বেদ ও মহাভারতে বর্ণিত কাহিনীর সঙ্গে এর পার্থক্য আছে ।
ইন্দ্রজাল কমিকস্ ০৫১-১০০ ai sonkhyagulor jonno adhir agrohe opekkha kore achhi.
ReplyDeleteলিংক ডাউন করেছি। পি ডি এফ করার কাজ চলছে।
DeleteShilpir painting khub sundor.
ReplyDeleteঠিক।
DeleteVitankar স্যারের অসাধারণ ছবি.. খুব গতিময়, action packed এই কমিক্সটা..
ReplyDeleteঠিক
DeleteThanxs Indra Da.
ReplyDelete