হিন্দুদের মুখ্য দেবতার মধ্যে শিব তৃতীয়, ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণু রক্ষণের আর শিব ধ্বংসের দেবতা ।সম্ভবত সেই কারনেই বলা হয় ...হর হর মহাদেব । ধ্বংসের দেবতা হলেও শিব কিন্তু ভয়ঙ্কর নন। তিনি বিষ্ণুর মতোই জনপ্রিয় । দূরআত্মার তিনি যম আর ধার্মিকের তিনি প্রিয় ।
হিন্দুদের লোকগাথায় শিবকে কিন্তু তিনটি রুপেই দেখতে পাওয়া যায় । কখনো তিনি স্রষ্টা ,কখনো রক্ষক কখনো বা তিনি ধ্বংসের দেবতা। এলিফান্টা গুহার মহেশ মূর্তিতে এই তিনটি রুপেরই সংমিশ্রণ ঘটেছে ।
অর্জুন ও শিবের সাক্ষাৎ মহাভারতের বিভিন্ন নাটকীয় মুহূর্তের একটি । ভক্ত অর্জুন একজন যোদ্ধা তাই শিব তাঁর কাছে এসেছেন যোদ্ধা ‘’কিরাতের’’ বেশে । ভক্তের সঙ্গে মহাদেবের যুদ্ধের কাহিনীটিও খুবই উপভোগ্য।
ধীবর শিবের কাহিনী তামিল সাহিত্য থেকে এবং মার্কণ্ডেও-র গল্পটি ‘স্কন্দ পুরান’ থেকে আরহন করা হয়েছে এই বইতে ।
Ei boi ta Chaya Publication er list e show korche, kintu kono shop e khuje pachhi na.
ReplyDeleteছায়ার আটটি বইয়ের লিস্টে এটা নেই । সেটা "হর পার্বতী"।
DeleteThanxs Indra Da.
ReplyDelete