Tuesday, September 5, 2023

Post # 1152 Bengali Amarchitra Katha 360

                                                                  ডাউনলোড করুন

  কয়েক দশকের ব্রিটিশ শাসনের অত্যাচার ও অন্যায় সহ্য করে বহু ত্যাগ ও প্রাণের বিনিময়ে ১৯৪৭সালের ১৫ই অগাস্ট মুক্তির স্বাদ পেয়েছিল দেশ ৷ বিদেশি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে, দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে সেদিন স্বাধীনতার এক অনির্বাণ জ্যোতি জ্বেলেছিল ভারতবাসী ৷ যা আজও স্বগর্বে প্রজ্জ্বলিত ৷ ওইদিন লালকেল্লা থেকে প্রথমবারের জন্য উত্তোলিত হয়েছিল স্বাধীন ভারতের জাতীয় পতাকা, তেরঙা ৷ উত্তোলন করেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ৷ বড় সাধের সেই স্বাধীনতা ৷ গর্বের, আবেগের, দেশের কোটি কোটি নাগরিকের পরিচয়ের সেই স্বাধীনতা নানা পথ পেরিয়ে 76 বছর পার করেছে। বলা যায় ১৯৪৭ সালের ১৫ অগাস্ট যে  চারা গাছ মাথা তুলেছিল আজ তা 76 বছরের মহীরূহ ৷

আজ দেশ যে স্বাধীনতার 76 বছর উদযাপন করছে , তার কৃতিত্বের সর্বপ্রথম দাবিদার নাম জানা-অজানা এমন বহু স্বাধীনতা সংগ্রামী যাঁরা ব্রিটিশ দাসত্ব-শৃঙ্খল মোচনে লড়েছিলেন ৷







 

No comments:

Post a Comment