Wednesday, October 30, 2019

Post # 861 Baishakhi Purnimar Rate By Mayukh Chowdhury

                                                                        ডাউনলোড করুন


 শিল্পী ময়ূখ চৌধুরী । আজ তাঁর তেইশতম মৃত্যু বার্ষিকী ....আজকের দিনে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চরম আর্থিক দুর্দশা ও অবহেলার মধ্যে তাঁর মৃত্যু হয়।
শ্রদ্ধায় স্মরণে...  তাঁর স্মৃতিতে আজ থাকছে  'বৈশাখী পূর্ণিমার রাতে' ... এটি প্রথম প্রকাশ হয়েছিল কিশোর ভারতী পূজা সংখ্যা  ১৩৮০ অর্থাৎ ১৯৭৩ সালের পূজা সংখ্যায়... এর পর পত্রভারতী থেকে বই আকারে প্রকাশ পায়... পরে ময়ূখ চৌধুরী কমিকস্‌ সমগ্র তে ও স্থান পায়।   









Thursday, October 17, 2019

Post # 860 Bengali Indrajal Comics Vol.25 No.44

                                                                        ডাউনলোড করুন



   আমার অনুমতি ছাড়া আমার ব্লগের ক্লোন তৈরি  বা  কোন ফেসবুক গ্রুপ এ বেতাল সমগ্র বা ম্যানড্রেক সমগ্র তৈরি করে দিলে স্রেফ ব্লগ প্রাইভেট করে দেওয়া হবে ...কেবল চেনা মানুষ দের ই অ্যাক্সেস দেওয়া হবে সেখানে... হ্যাঁ ঠিক ই ধরেছেন  'মলাট গ্রুপ' এ কদিন আগের ঘটে যাওয়া ঘটনা টির কথা বলছি... যদিও 'মলাটের'  অ্যাডমিনরা আমার পরিচিত... তাঁরা পরে পোস্ট টি ডিলিট করেন... ধন্যবাদ তাঁদের।   









এই ট্রি- লজিরআগের গল্প টি দুটি পর্বে। 
 


 ম্যানড্রেকের গল্প গুলি খুব সুন্দর ভাবে সাজান হয়েছিল... যেমন জাদু প্রদর্শনী তে বের হয়ে ম্যানড্রেক ও লোথার অনেক গুলি ঘটনার সন্মুখিন হয়ে ছিল যেমন ভৌতিক নগর,মরুভুমির আতঙ্ক,সোনার শহর এল ডোরাদো ... ইত্যাদি... আবার পাহাড়ি পথে জাদু কলেজ এ যাবার পথে ও বিষাক্ত চোখ , বিজন পথের বিস্ময়,কাঁচের প্রাসাদ, অসম্ভবের দেশে... ইত্যাদি... 
 ঠিক সেই রকম ই এই ট্রি-লজি তে ম্যানড্রেকের পুরনো বন্ধু  ক্যাপ্টেন জন ... নিজেই একটি জাহাজের মালিক... সঙ্গে তিনি একজন আবিস্কারক ও... তাঁর জাহাজের নাম 'ক্রেকেন'... যার অর্থ 'সাগর দানব' । ক্যাপ্টেন জন তাঁর জাহাজে আমন্ত্রন জানালো ম্যানড্রেককে...তাঁদের আগের একটি গল্প দুটি খণ্ডে প্রকাশ হয়েছিল যথাক্রমে খণ্ড ২৫ সংখ্যা ১৪ ও খণ্ড ২৫ সংখ্যা ১৫ তে... আজ সেই ট্রি - লজির পরবর্তী গল্প থাকছে। 





 






Wednesday, October 2, 2019

Post # 859 Western Comics Saradiya 1972

                                                                         ডাউনলোড করুন
 
    
বাঙালির শ্রেষ্ঠ উৎসব গুলির মধ্যে শারদীযইয়া দূর্গোৎসব অন্যতম তাই এই উৎসবের দিন গুলি তে অনেকের দাবি ছিল  ওয়েস্টার্ন কমিকস্‌ এর জন্য...সেই বিখ্যাত  ওয়েস্টার্ন কমিকস্‌ এর ১৯৭২ সালের  শারদীয়া সংখ্যা টি থাকছে  আপনাদের জন্য...এই সংখ্যা টি তে থাকছে ৩ টি গল্প...এর বাকি সংখ্যা গুলি কবে পাবেন   ? ... অবস্যই ইন্দ্রজাল শেষ হলে ...