ভারতীয় গল্পমালার মধ্যে বিষ্ণু শর্মা বিরচিত পঞ্চতন্ত্রের কাহিনীর নানাবিধ ভাষা বর্তমান , এর মধ্যে বাসুভগ ভট্টের ভাষা একেবারে দুষ্প্রাপ্য । সৌভাগ্যবশত কানাড়ি ভাষায় দুর্গাসীমা বিরচিত দ্বাদশ শতক কর্ণাটক পঞ্চতন্ত্রম্-এ উপরুক্ত ভাষ্যের সন্ধান পাওয়া গেছে । মধ্যে বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রে সংযোজিত হয়নি এমন কুড়িটি ভাষ্যের মধ্যে রয়েছে । বর্তমান অমর চিত্র কথা টির কাহিনী দুর্গাসীমার পঞ্চতন্ত্র থেকে সংগ্রহীত ।
No comments:
Post a Comment