সব কাহিনীর একটা শুরু আছে । বোবা ‘রাজ পুত্রর’-র কাহিনী প্রথম জানা গেছিলো তিব্বতের বৌদ্ধ গাথা থেকে। তবে পণ্ডিতেরা অনুমান করেন এটি সংস্কৃত আর পলি ভাষা থেকে অনুবাদ , মূল কাহিনী হারিয়ে গেছে । আজ থেকে এক হাজার বছর বা তার ও আগে ভারত থেকে বৌদ্ধ সন্ন্যাসীরা তিব্বত যাতায়াত শুরু করেছিলেন । তাঁদের প্রধান উদ্দেশ্য ছিল সেখানে বৌদ্ধ ধর্মের প্রচার করা ।এই কাহিনীতেও সেই ধর্মের ছোঁয়া লেগে আছে ।
বড়দের জন্য লেখা এই গল্প আশাকরি ছোটদের ও ভালো লাগবে ।
No comments:
Post a Comment