সপ্তম ও দশম শতাব্দীর মধ্যভাগে তিব্বতে বৌদ্ধ ধর্ম অনুপ্রবেশ করে ।
চতুর্দশ শতাব্দীতে পলি আর সংস্কৃত ভাষা থেকে বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থগুলি তিব্বতী ভাষায় অনূদিত হয় । যে দেশে উক্ত গ্রন্থগুলির উৎপত্তি ,সেই ভারতবর্ষেই মূল সংস্কৃত ভাষায় প্রকাশিত গ্রন্থগুলির বিলুপ্তি ঘটে ।পুনরায় তিব্বতী ভাষা থেকে ঐ গ্রন্থগুলি অনূদিত হয়ে তার অস্তিত্ব বজায় রেখেছে ।এই চিত্রকথার কাহিনী অনুরুপ গ্রন্থ থেকে গৃহীত ।
বর্তমানকালে তিব্বতী ভাষার প্রচলন রয়েছে তিব্বত , ভূটান ,নেপাল এবং ভারতের কিছু অংশে , যেমন সিকিমে ।
No comments:
Post a Comment