Tuesday, January 10, 2023

Post # 1092 Bengali Amarchitra Katha 288

                                               ডাউনলোড করুন

গল্প বলতে অনেকেই ভালোবাসে । তার চেয়েও বেশী ভালোবাসে শুনতে । একটা গল্প যতবার হয় , তার মধ্যে নতুন কিছু রঙ লেগে যায় ,আর তার সঙ্গে  আসে নতুন ভাবনা , নতুন দৃষ্টিভঙ্গি ।

ঠাকুমা তাঁর ছোট্ট নাতনি কে যে গল্প বলেন সেই গল্প হয়তো তিনি তাঁর ঠাকুমার কাছে শুনেছিলেন। কিন্তু বলার সময় তিনি পুরানো গল্পটি নতুন করে বলেন । উত্তর ভারতের একজন মানুষ হয়তো দক্ষিন ভারতে বেড়াতে এসেছেন...সেখানে তিনি যে সব গল্প শুনে এলেন সেই একি গল্প তিনি বাড়ি ফিরে যখন বাড়ির সকলকে বলবেন তখন হয়তো কিছুটা নতুন রং নতুন গন্ধ লেগে যাবে তাতে । একই গল্প , কিন্তু ঠিক এক নয় , সেখানে দেশ ও কালের হাওয়া লেগেছে ।

অমর চিত্রকথা’র বর্তমান সংকলনে মধ্যপ্রদেশের দুটি বিখ্যাত লোককথা দেওয়া হয়েছে ।


                                    




                           


No comments:

Post a Comment