পঞ্চতন্ত্রের গল্পগুলির মতোই জাতকের কাহিনী গুলিতে অনেক নীতি ও উপদেশ ছড়িয়ে আছে । পঞ্চতন্ত্রের মতোই এখানেও পশু পাখির ছড়াছড়ি – তারা সবাই মানুষের মতো কথা বলে , কখনো বা মানুষের মতোই ভাবে , তাছাড়া শুধু মানুষকে নিয়েও গল্প আছে ।
অবস্য পঞ্চতন্ত্রের তুলনায় জাতকের কাহিনীগুলিতে রাজ ধর্মের মানব ধর্মকেই বড় করা হয়েছে , পঞ্চতন্ত্রের গল্প গুলি তৈরি হয়েছিল রাজার ছেলেদের রাজনীতি শেখানোর জন্য , আর জাতকের কাহানী গুলির উদ্দেস্য ছিল বৌদ্ধ ধর্ম প্রচার করা । জাতকেরা সবাই প্রখর বুদ্ধিমান , কিন্তু অপরের জন্য সহানুভূতি ও ত্যাগ স্বীকারকে তাঁদের বুদ্ধি তাঁদের বুদ্ধি কখনো ছোট করে দেখেনা । বরং বিপদের সময় তাকে আড়াল করে নিজেই শত্রুর মুখোমুখি হয়েছে । জাতকের গল্পগুলির এখানেই সবচেয়ে বড় মজা ।
No comments:
Post a Comment