পার্বত্য রাজ্য অরুণাচলের প্রাকিতিক সৌন্দর্য যে কেবলমাত্র অতুলোনীয় তা নয়,তার অধিবাসীদের সাংস্কৃতিক জীবন ও কৌতূহলোদীপক । পুরুষ পরম্পরায় মুখে মুখে বয়ে আসা তার সমৃদ্ধ লোককথা সত্যিই বইসিষ্ট সমুজ্জ্বল । অরুণাচলের লোককথা যেন অরুণাচলেরই মানুষের আনান্দ বেদনা , জয় –পরাজয় , উত্থান পতনের সজত্ন সঞ্চিত চিত্রিত প্রতিফলন ।ছোট ছোট ছেলে মেয়েদের উপযোগী কয়েকটি মাত্র এই চিত্রকথায় গৃহীত হয়েছে ।
No comments:
Post a Comment