সূফী দর্শনকে ঠিক মতো বুঝতে হলে কিছু উপস্তিত বুদ্ধি ও গভির মনঃসংযোগদরকার । কারন এই দর্শনে অনেক সময় হেঁয়ালির কথা বলেছে ,যার সঠিক অর্থ অমনোযোগী শ্রোতা ও পাঠকের কাছে ঠিক মতো পৌছায় না ।
সূফী দর্শনের গল্পগুলি পড়লে জানবার তৃষ্ণা এখানে ওখানে ছড়িয়ে থাকা তাঁদের গল্পের কাহিনীগুলিতে অনাসেই লক্ষ করা যায় । অজ্ঞাত মানুষের কাছে যা সবুজ আতঙ্ক , যিনি জ্ঞানভিক্ষু তাঁর কাছে তাই রসাল তরমুজ , যা আমাদের ক্ষুদা ও তৃষ্ণা মিটায় ।
সূফী দর্শন এসেছে বিদেশ থেকে, ইসলাম ধর্মালম্ভী দের মধ্যে সূফী রা একটি ক্ষুদ্র গোষ্ঠী । পণ্ডিতরা বলেন ভারতীয় বৌদ্ধদর্শন এবং উপনিষদের আত্মানুসন্ধানের সঙ্গে সূফী দর্শনের অনেক মিল বর্তমান । মনের দিক থেকে বৈষ্ণবদের সঙ্গেও তাঁদের প্রছুর মিল লক্ষ করা যায় ।
No comments:
Post a Comment