Monday, February 6, 2023

Post # 1102 Bengali Amarchitra Katha 305

                                                                      ডাউনলোড করুন

রাবন ছিলেন প্রায় অপরাজেয়, মহাজ্ঞানী ও প্রবল পরাক্রমী|আমরা জানি ভগবান রামচন্দ্র লঙ্কা অভিযান করে তাকে বধ করেছিলেন কিন্তু এমন পরাক্রমী বীর রাবন যে শুধু শ্রী রামের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন তা নয়, রাম তাকে পরাজিত ও হত্যা করেন ঠিক ই কিন্তু তার আগেও চার জন যোদ্ধার কাছে পর্যায়ক্রমে রাবন পরাজিত হন | রামায়ণ আমরা সবাই জানি কিন্তু ওই চারটি যুদ্ধ ও সেই চারজন যোদ্ধা সম্পর্কে খুব কমই শোনা যায় |

পুরানের একটি গল্প অনুসারে, একবার অহংকার বসত কৈলাস পর্বত তুলে লঙ্কায় আনার চেষ্টা করেন কিন্তু শিব তার একটি আঙ্গুল প্রয়োগ করে কৈলাস এর ভার এমন বাড়িয়ে দেন যে তার তলায় আটকে পরে রাবনের হাত |অবশেষে নিজের পরাজয় মেনে শিব এর কাছে ক্ষমা চান রাবন |শীব সন্তুষ্ট হয়ে তাকে মুক্তি দেন|রাবন নিজের ভুল বুঝতে পারেন |আজীবন শীব ভক্ত ছিলেন রাবন|

একবার রাবন কে যুদ্ধে হারান সহস্রবাহু, ক্ষত্রিয় রাজা ছিলেন সহস্রবাহু অর্জুন, তার কাছেও হেরেছিলেন রাবণ। এক হাজার হাত থাকায় তাঁকে সহস্রবাহু বলা হত। তিনি তার সহস্র বাহু দিয়ে সমগ্র নর্মদার জল একত্রিত করে নিঃক্ষেপ করেন রাবন ও তার সেনা বাহিনীর উপর, ভেসে যায় রাবন সেনা|নিজের পরাজয় স্বীকার করে নেন রাবন, রণে ভঙ্গ দিয়ে সেনা সমেত লংকায় ফিরে যান তিনি |

একটি পৌরাণিক ঘটনা অনুসারে রাবন কে পরাজিত করেন বানর রাজ বালি, তপস্যারত বালীকে বার বার উত্যক্ত করার ফলে রাবনের উপর রেগে যান বালি, রাবন কে নিজ বাহু তে আবদ্ধ করে মহা সমুদ্র পরিক্রমা করেন তিনি এবং সূর্যের অর্ঘ্য প্রদান করে |বালি ছিলেন অত্যন্ত বল শালী যিনি অতি সহজেই এই ভাবে রাবনের সকল দর্প চূর্ণ করেন | পড়ে বালির মৃত্যু হয় প্রভু শ্রী রামের হাতে|সে গল্প অন্য কোথাও শোনাবো |

এরপর রাবন কে হারান সহস্রবাহু, ক্ষত্রিয় রাজা ছিলেন সহস্রবাহু অর্জুন, তার কাছেও হেরেছিলেন রাবণ। এক হাজার হাত থাকায় তাঁকে সহস্রবাহু বলা হত। তিনি তার সহস্র বাহু দিয়ে সমগ্র নর্মদার জল একত্রিত করে নিঃক্ষেপ করেন রাবন ও তার সেনা বাহিনীর উপর, ভেসে যায় রাবন সেনা|নিজের পরাজয় স্বীকার করে নেন রাবন, রণে ভঙ্গ দিয়ে সেনা সমেত লংকায় ফিরে যান তিনি |

এছাড়াও রাজা বলীর কাছে রাবন পরাজিত হন|রাবন তার কাছে একবার পৌঁছে গেছিলো প্রায় বিনা কারণে শুধু নিজের বীরত্ব জাহির করতে,তার অনুগত যোদ্ধারা অতি সহজে পরাজিত করেন রাবন কে |পরাজিত ও লজ্জিত রাবন ফিরে আসেন লংকায় |শোনা যায় পাতাললোকের রাজা ছিলেন দৈত্যরাজ বলি। রাবণকে ঘোড়াশালে বেঁধে রেখেছিলেন বলির সঙ্গে ক্রীড়ারত শিশুরা|

সব শেষে রাবন কে পরাজিত করেন এবং হত্যা করেন শ্রী রাম এবং এর জন্যে শ্রী রাম কে ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তির জন্যে আনুষ্ঠানিক ভাবে যজ্ঞ ও প্রায়শ্চিত্ত ও করতে হয়েছিলো

এই সংকলনে রাবণের তিনটি গল্প থাকছে । 




 

No comments:

Post a Comment