Monday, February 13, 2023

Post # 1107 Bengali Amarchitra Katha 312

                                                                        ডাউনলোড করুন

 

 

 

প্রকাশিত 😍
বুক ফার্ম কমিকস্‌
সাতটি ডিটেকটিভ গ্রাফিক নভেল বা দীর্ঘ চিত্র কাহিনি নিয়ে হাজির হচ্ছে গোয়েন্দা নিশীথ রায় সমগ্র। 
 নিশীথ রায় ও তার স্রষ্টাকে নিয়ে লেখা তথ্যপূর্ণ লেখা প্রকাশিত হয়েছ  এই সমগ্রে,  লেখক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।
সম্পাদনা - ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
প্রচ্ছদ - অর্ক চক্রবর্তী।
ফর্ম্যাট : মূল সাদাকালো কমিকস।
সাইজ : ডবল ক্রাউন সাইজের বড় বই।
পাতা : ২৬৪
দাম ৪০০ টাকা।




 

বলরাম হলেন হিন্দু দেবতা কৃষ্ণের জ্যেষ্ঠভ্রাতা। তিনি বলদেব, বলভদ্র ও হলায়ুধ নামেও পরিচিত। বৈষ্ণবরা বলরামকে বিষ্ণুর অবতার জ্ঞানে পূজা করেন। ভাগবত পুরাণের তালিকাতেও তার নাম আছে। বৈষ্ণব ও অন্যান্য হিন্দুরা সবাই তাকে বিষ্ণুর শয্যারূপী শেষনাগের একটি রূপ বলে মনে করেন। দ্বাপর যুগের শেষে বলরামের জন্ম হয় রোহিণীর গর্ভে। রোহিণী হলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের আর এক পত্নী ও নন্দের ভগিনী। শ্রীহরি বিষ্ণুর আদিশেষ নাগের অবতার হলেন বলরাম।

                                                                  


 


 

No comments:

Post a Comment