Saturday, April 19, 2014

Post # 239 Bengali Indrajal Comics No.224

                                                                       ডাউনলোড করুন

 






২০১২ সালে তোলা ছবি দেব সাহিত্য কুটীরের কিছু পূজা বার্ষিকী। আরও ৫-৬ টির ছবি এখানে দেওয়া নেই।

  













67 comments:

  1. arebbas. DSK er Sharodiya r to heavy collection go tomar.

    Indrajal tar jonye dhonyobad. :)

    ReplyDelete
    Replies
    1. এখানে সব নেই বাকিগুলোর ছবি তুলে পরে পোস্ট করছি!!

      Delete
    2. r katogulo achhe uff sanghatik..korechhen ta ki..aamader to durdhorsho mill. apnar o amar mato aradhonar cover missing!..:)

      Delete
    3. এই বইগুলো 'ক্যাজুয়ালি' জমাতাম,কখনও সেই ভাবে করিনি।এই বই গুলো অনেক পাই,এবার থেকে সিরিয়াসলি জমাবো।

      Delete
    4. আর ইন্দ্রধনু,বর্ষ মঙ্গল ,সোনার ঝাঁপি পরে পাই। ঢাকা থেকে বেরহওয়া ১৯৬৪ সালের 'ময়ুর পঙ্খি' বলে একটা পূজা বার্ষিকী পেয়েছি।

      Delete
    5. ekta achhe bakigulo shunechhi shudhu..pelei gograssey gilbo..:P :)

      Delete
    6. ভাই সুরজিৎ আমার অবাক লাগে যে আপনি এতো দূরে থাকেন কিন্তু আপনার এতো সংগ্রহ হোল কি করে ? আপনি যদি কোলকাতায় থাকতেন আপনার সংগ্রহ হতো বিশাল !!

      Delete
  2. durdanto durdharsho kintu prothom duti dsk pb dekhchhi aapnar o nei.antoto er modhye..aamio khnujey paaini...
    01) chhotoder choyonika (purotaai kobitaay) 1337/1930
    02) chhotoder barshiki 1336/1929

    ** e chhara sarat sahitya sadan/mondir er 10 ti pb (1352-1361)
    plz baki guno o din ektu dekhi ardheker opor naa paoa guno r ki ki chhilo...

    ReplyDelete
    Replies
    1. ছোটদের চয়নিকা পেয়ে ছিলাম অনেক দামের জন্য নেওয়া হলনা।আর ছোটদের বার্ষিকীর নাম প্রথম সুনলাম,ওদের কোন লিস্ট এ পাইনি।
      sarat sahitya sadan/mondir er 10 ti pb এই বই গুলো কি পূজা বার্ষিকী কোন ?

      Delete
    2. dsk r matoi etio ekti publication house chhilo..anek prachin kintu ekhon r nei.hnyaa egulio pb dsk pb-r motoi .complete list amar o nei.j guno money achhe bolchhi shuru hoy 1352/1942 te premendra mitrer ghonada o eiguno te beriye chhilo...naam dsk pb r sange ek holeo aalada pb kintu...

      01)kalarab
      02) desher maati
      03) -
      04) chhayapoth
      05)manorath
      06) -
      07)nabapatrika
      08)tapoban
      09)suprobhat
      10)akashdeep

      Delete
    3. r hnyaa eto bokleo amar sangrohe ektio nei...:'(

      Delete
    4. আমারও নেই...আমি তো নামগুলোই জানতাম না,নতুন জিনিস যানতে পারলাম আপনার থেকে। আমি এই বই গুলো "কলেজ স্ট্রীটে" ও কখনো দেখেনি।

      Delete
    5. @surajitd2010, সুরজিতবাবু, ব্যাপারটা এই প্রথম জানলাম। 'নাম DSK-র সঙ্গে এক হলেও আলাদা পাবলিকেশান' -বিষয়টা ঠিকমতো বুঝতে পারলাম না।

      আপনার দেওয়া তালিকার তিনটি বই এই মুহূর্তে আমার হাতের কাছেই আছে। ছায়াপথ, নবপত্রিকা ও তপোবন। এগুলোতে প্রকাশক হিসাবে DSK-র নাম এবং ঠিকানাও ঝামাপুকুর লেনের রয়েছে। যদিও ছায়াপথ বইটি দেবের পূজাবার্ষিকী সিরিজের নয়, মৃত্যুঞ্জয় সেন বরাটের বিভিন্ন বার্ষিকীর লেখা গুলো একসাথে বই হিসাবে বার হয়ে ছিল, অবশ্য পুজোর সময়েই।

      তবে কি ঠিক এই এই নামে অন্য প্রকাশনা থেকেও বই বার হয়েছিল? প্লিজ, প্রকাশনার নাম সহ বিশদ জানতে পারলে খুশি হব।

      প্রেমেন্দ্র মিত্রের ঘনাদার প্রথম দিককার সব লেখা গুলোই DSK-র বার্ষিকীতে বার হত বলেই তো জানি। বিশেষ করে, মশা, চোখ, দাত, ফুটো, হাঁস... ইত্যাদি আরও অনেক, এবং প্রায় সব কটিরই নাম দুটি অক্ষরে।

      ওই সময়ে শরত সাহিত্য ভবন বলে একটি প্রকাশনা ঠিক DSK-র বার্ষিকীর মতো বই বার করতো, যার সম্পাদনায় ছিলেন হেমেন্দ্রকুমার রায়। সেই বই গুলো আকারে এবং বিষয়বস্তুর ক্ষেত্রেও ছিল একদম DSK-র বার্ষিকীর মতোই।

      Delete
    6. আমার কাছে শরত সাহিত্য ভবনের কয়েকটি বই ছিল। একটি মাত্রই এখন হাতের কাছে রয়েছে নাম অরবিন্দ

      Delete
    7. @ ms পারলে কখনো এই বই গুলো ব্লগ এ দিয়ো। সত্যি খুব দুষ্প্রাপ্য এই বইগুলো।

      Delete
    8. দেব সাহিত্য কুটিরের পূজাবার্ষিকী কেনার আরেকটা ভালো জায়গা ছিলো গোলপার্কের পুরানো বইয়ের দোকানগুলো - (মৌচাক মিষ্টির দোকানের উল্টো দিকে) - আমি ঐখান থেকে আমার ৫০% পূজাবার্ষিকী কিনেছিলাম, over the years

      Delete
    9. mahasthabir da prothom kotha holo babu bolar dorkar nei.amra purbo porichito blogger o taar blog pathok hishebe.ami sei j prothom aapnake bolechhilam premankur aatorthi r "mahasthabir jatoke"-er kotha..maney namavtar er kotha. binamulye boi churi korte debar jonyo ami apnar o indradar kachhe kritogyo.tokhon aapni amay kintu "bhai surajit " bolten.

      Delete
    10. ashol kothay asi, sarat sahitya bhaban r dsk r pb j guno eki rokom chhilo segulor kothai bolte cheyechhi.ei boigulor sandhan duti jaayga theke paai ..
      01) ekdin sangbadpotrer robibar ekti suppliment deoa hoy naam nabapatrika 2012 saal sasthir(durgapujo) din prokashito hoyechhilo j ti taar cover story chhilo "harano barshiki"likhechhilen Parthojit Gangopadhyay.
      02) ghonada samogro er tinti khando...
      khub lojjar byapar j boi na pele ami tabloit o jomai...:P :)
      ashole boi er bhetor boi o khunje thaki.

      Delete
    11. ei jonyoi angshobishesher cheye purota ditey boli karon abpr beshirbhag boite porichiti o sesher dikey prothom prokash sankranto tathyo thake. aami adotey ektu boilobhi manush.
      ta sei hemendra kr roy sampadito boi gulor kothai bolchhi.
      ek namer pb duto thekei beriyechhe...jemon nabapatrika,tapoban
      egulor nam ek holeo content to rochona alada...duti dui publisher er ssb r ta amar nei kintu dsk r ta amaro achhe. ssb er j boiti aapnar achhe seti sambhabato desh premik series er boi ekhane pb chharao anek boi beriyechhilo. j hetu kolkatay thakina taai ei remote areay ek ekti boi jogar korte himshim noy paayer gham mathay felte hoy.
      amar tinti anurodh..
      01) kishor moner mother concern chhilo paribartan patrika seguno o ki aapnar sangrohey achhe...thakle kishor mon o paribartan er blog post pabo ki ?!
      02)aapni ekti bar er jonyo new print debaloy r purono debaloy hathe miliye dekhun ki abostha type chhoto,illustration kom (missing), smugged print,art plate udhao...ektu dekhe bolen kemon laaglo (amar duti e achhe taai bollam, amake ander mato biswaser proyojon nei)
      03) 1971 er porer sharodiya gulo plz din ogulo re print hobena r bohu khnujeo paaini..

      ** misha sharodiya sankhya (children's bengali)(soviyet er ta noy) ki aapnar kachhe achhe ?! fantustic/aschorjo patrika ki aapnar sangrohe achhe ?!

      Delete
    12. amar kachhe ekti kishor bishmoy chhilo ekhon khunje dekhte hobe j achhe kina ...aapnar kachhe thakle plz upload korben.
      kishor bishmoy er sange money porchhe shubhotara,children's detective (e massei boimela theke kinechhi) r kishor gyan bigyan er pb gulor kotha....:P:)

      sorry khub beshi mamabarir abdar hoye jachchhe...ja paai lojja kore labh nei...sunil gangopadhyay jodi boi churi korte paren ami to faaltu lok.r onar cheye beshi bangali to noi e!

      Delete
    13. eta niye jodi karo sandeho thake tobe parama potrikaay sunil gangopadhyay er sakhyatkar Aparna Sen khandoti plz pore dekhben.

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. সুরজিত, তোমাকে ধন্যবাদ। একই নামে বই ভিন্ন প্রকাশনা থেকে প্রকাশ হওয়াটা অসম্ভব কিছু নয়। সে ব্যাপারটা নিশ্চিত করার জন্য ধন্যবাদ।

      তুমি মনোযোগী পাঠক হিসাবে নিশ্চয়ই জানো 'শরৎ সাহিত্য ভবন ' ছিল এখনকার 'উজ্জল সাহিত্য মন্দির'-র প্রকাশনা। শরৎ নামটি সম্ভবত ওনাদের কোন পূর্বপুরুষের নাম। সে ক্ষেত্রে পুরানো বই গুলি ওনাদের কাছে থাকলেও থাকতে পারে। উৎসাহী পাঠক খোঁজ নিয়ে দেখতে পারেন।

      ঘনাদার ব্যাপারে বলি, প্রথম গল্প 'মশা' থেকে শুরু করে প্রথমদিকার বেশির ভাগ লেখাই DSK -র বার্ষিকীতেই বেরিয়েছিল, দু-একটি লেখা ছিল অন্য প্রকাশনার।

      আলপনাতে বেরিয়েছিল মশা। তাতে ছবি এঁকেছিলেন প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
      http://www.mediafire.com/view/0y3dd51hph8pa/2014#dw23tut7mb7kw67

      http://www.mediafire.com/view/0y3dd51hph8pa/2014#acrz9ly8w9198z6

      ছবি দুটি দেখলে বোঝা যাবে প্রথম ঘনাদার চেহারা কেমন একেছিলেন তিনি। :

      Delete
    16. @ইন্দ্র, আমি নিশ্চয়ই চেষ্টা করবো। আমার কাছে আরও কয়েকটি ওই রকম বই ছিল যা এখন খুঁজে পাচ্ছি না। আসলে আমার তো কিছু গোছানো থাকে না, এটাই আমার সমস্যা।

      একটা দুঃখের কথা বলি, scan করবো বলে ১৭ নং IJC বার করতে গিয়ে দেখলাম, ওটা ঠিকই আছে, scan শুরু করবো দুর্বৃত্তদের সরাইখানা-র, কিন্তু অন্য ২টো সংখ্যা misssing । ২৯ আর ১২১। আমার IJC-r সংগ্রহ সামান্যই, তার মধ্যে দুটো রেয়ার ইস্যু কমে গেল, আর খুঁজে পাব কি না কে জানে। :(

      Delete
    17. sesher diker ghonada kintu anandamela kishor bharati teo prokashito hoyechhe 1375-76 sharadiya te,pakhyik anandamelay mohabharat e nei ba oi epic series er ekti galpo eboghonadar chingri brityanto r sharadiyate mandhatar toep o ghonada beriyechhilo.

      kintu mahasthabirda anandamelar 1378/1971 sankhyati r purnendu patrea r anka eto bhalo comics cover ta miss kore gelen...post e..

      dwityoto ekta proshner o uttor pelam na...:(

      Delete
    18. অন্য প্রশ্ন বলতে কিশোর মন, পরিবর্তন ও '৭১ -র পরের আনন্দমেলা গুলোর প্রসঙ্গে বলি, আমি আমারত ব্লগে একবার বলেছিলাম 'এই ধরনের কোন পত্রিকা সম্পূর্ণ রূপে ব্লগে দেওয়া হয়তো সম্ভব নাও হতে পারে । অংশ বিশেষ দেবার চেষ্টা করবো।'
      এখনও পর্যন্ত এই ভাবনার বাইরে কিছু ভাবিনি। এই সিদ্বান্ত নেবার সঙ্গত কারণ ছিল আমার। সে বিষয়ে এইখানে আলোচনা করা ঠিক হবে না।

      কিন্তু অংশ বিশেষ দেবার ইচ্ছা সবসময়েই আছে, বিশেষ করে কিশোর ভারতী থেকে।

      আর দেবের নতুন ছাপা বার্ষিকীর ব্যাপারে আমি একমত।

      Delete
    19. This comment has been removed by the author.

      Delete
    20. @ MS ২৯ নম্বর টা পাওয়া একটু কঠিন,কিন্তু ১২১ পাওয়া যাবে, আমি পেলেই তোমাকে জানাব।

      Delete
    21. "মহাস্থবির জাতক" বই টা আমার আছে,পড়েছি অন্তত ১৫ বার। জীবন নতুন ভাবে প্রভাবিত করবার জন্য বই টা যথেষ্ট। আমারর পড়া শেরা বই।পাঠক দের অনুরোধ করবো অন্তত ১ বার পড়ার জন্য।

      Delete
  3. galpo holeo galpo noy r borondala ta reprint money hochchhe...:)
    mobile e naam gulo thik porte parchhina ekta saal saho list pele sabar e upokar hoto money hoy...:)

    ReplyDelete
    Replies
    1. ঐ জন্য ঐ দুটোর আলাদা ছবি তুলেছি।
      আপনার মেইল অ্যাড্রেস surajitd2010@gmail.com এই পাঠাবো তো ?

      Delete
  4. abossoi noyto fb r a/c eo ditey paren. jeta subidha.power cut r network fail taai eto deri holo...r 1392-1400 suktarar cover gulo dile khub khunjte subidha hoy.
    asubidhar jonyo dukkhito

    ReplyDelete
  5. nice collection ........... thanks for the comics

    ReplyDelete
    Replies
    1. রঞ্জনদা আমি কিন্তু এগুলো সিরিয়াসলি সংগ্রহ করিনি,করলে কভার মিসিং থাকতো না।

      Delete
    2. INDRA i think u r not collecting the gems as a collector ....... u r just addicted to the books and comics ...... so u have such nice huge wonderful collection

      Delete
    3. ইন্দ্রনাথদা, পারলে এই সব হারানো পূজাবার্ষিকী গুলো অবশ্যই কালেক্ট কোরো - এগুলো শুধু Gem-ই নয়, বাংলা সাহিত্যের একটা ধারা বহন করে চলেছে এরা। আজকাল নতুন নতুন লেখকদের গল্প পড়লে বুঝতে পারিনা কি বলতে চেয়েছে বা কেনই বা গল্পটা লেখা হয়েছে। বিশেষ করে ছোটগল্প-এর মান বড্ড পড়ে গেছে।

      IJC কমিকস, DSK-র পূজাবার্ষিকী, দেশলাইয়ের ফাঁকা বাক্স-এর সাথে সাথে আরেকটা বড়লোকী নেশা গজিয়ে উঠেছিলো আমার, সেটা হলো পুরানো রেকর্ড কেনা - mostly বাংলা আধুনিক গানের - LP, SP, EP - ওয়েলিংটনের স্কোয়ারের পুরানো রেকর্ডের দোকানগুলোতে যে কতো হাজার ঘন্টা কেটে গেছে পুরানো রেকর্ড-এর গোছা ঘাঁটতে ঘাঁটতে !! সেসব এখন বাড়িতে পোকায় কাটছে... ঘুরে-বেছে কেনাটা যেমন শক্ত, তাকে সংরক্ষণ করাটা আরও বেশি শক্ত

      Delete
    4. @ রঞ্জন দা এটা একটা মেনিয়া হয়ে গেছে। এখন তো পড়ার সুযোগ হচ্ছে না,সংসার এর চাপে, কিন্তু কেনা চাইই চাই।

      Delete
    5. @ কুন্তল দা এই সব হারানো পূজাবার্ষিকী গুলো এবার পুরো দমে সংগ্রহ করবো।
      দেশলাইয়ের ফাঁকা বাক্স আমার প্রায় ৫০০০ আছে,এখন ও রাস্তা থেকে কুড়াই।
      পুরানো রেকর্ডের নেশা অনেক 'কষ্টলি'। এই ব্লগের বন্ধু অঞ্জন পালের বাড়িতে দেখে ছিলাম, ওনার বাবা সংগ্রহ করতেন।

      Delete
    6. purono record niye o amar kichhhu archiving plan chhilo. digital conversion kore noise remove kore digital archive korar. amar o suku dar chena ekjon ei kaaj kichhuta koreochhen. aaro beshi record er collection jana gele, eta khub bhalo maper kaaj hote pare...

      Delete
    7. আমি হয়তো কিছু সাহায্য করতে পারি ভবিষ্যতে !

      Delete
  6. ওয়াও !! Great Collection! - দেশের বাড়িতে গোটা তিরিশেক এখনো আলমারী বন্ধ হয়ে আছে - আজকাল তেমন কেউ আর পড়তে চায় না - অনামিকা-টা পড়েছি বলে মনে হয় না - ভবিষ্যতে পড়ার ইচ্ছা রইলো...

    ReplyDelete
    Replies
    1. আপনাদের আগ্রহ দেখে এগুলো আমি এবার সিরিয়াসলি জমাবো।এগুলো প্রচুর পাই।

      Delete
    2. double r motamuti sangrohojogyo hole plz ekta msg korben.

      Delete
    3. ডবল পেলে আপনাকে দীয়ে দেবো। চিন্তা নেই...।

      Delete
  7. list gulo blog ei post hok na, mail er bodole, tahole to sabai porte paay, aar emon ki google search result e o aase, in future loke jante chaileo search kore jante pabe...

    ReplyDelete
    Replies
    1. ঠিক আছে, প্রায় ১০০ উপর বইয়ের লিস্ট করবো, সাল দিয়ে,একটু টাইম লাগবে।
      হাতে লেখা টা দিতে সুবিধা হয় মেইল এ। প্রসেনজিৎদা কে এটা পাঠিয়ে ছিলাম।

      Delete
    2. jhargram devil da r mato list of bengali ijc type ekta list kore mediafire upload kore link o ditey paren

      Delete
    3. hate lekha ta ekhaneo dite paro to, asubidhe kothay? searchable korte pore type kore nileo cholbe. keu avro te bangla speed type korte parle se o oi hate lekha list dekhe type kore dite parbe. sob kichhu tomakei kore dite hobe keno? amader blog bondhu ra besh helpful o to bote.....tumi emon ki tomar collection catalog ta o diye dite paro, keu na keu bangla font e type kore debe...

      Delete
    4. সোমনাথ হাতে লেখা গুলো পোস্ট করবো কি করে ? মিডিয়া ফায়ার লিঙ্ক দিয়ে দেবো ?

      Delete
    5. tumi jebhabe blog e anyo chhobi (e.g. bibhinno dsk pujosonkhya, IJC r jegulo agami koyek dine post korbe) post korchho sebhabei to dite paro.

      Delete
  8. PB gulo dekhachhe darun,but pic gulor resolution ta arektu barale bhalo hoy...

    By the way,"Bogla mama"-r eto kirti sune Purabi theke 1 ti porlam : "Bogla mamar sampotti lav" - I donno whether this is latter ones but somehow eto bhalo start koreo finisging ta bhalo hoeni...somewhat rushed! :-/

    ReplyDelete
    Replies
    1. "বগলা মামা ও ড্রাকুলা" টা পড়ো, ওটা দারুন।

      Delete
    2. @Hojo, বগলামামা সিরিজের অনেক লেখা পড়লেই তোমার ওইরকমই মনে হবে। যেন হঠাত শেষ হয়ে গেল... তবে ইন্দ্র যেটা বলেছে 'বগলামামা ভার্সেস ড্রাকুলা' হয়তো তোমার ভালই লাগবে। লেখাটা তপোবন-এ বেরিয়েছিল।

      Delete
    3. বুনো ওল আর বাঘ তেঁতুল (নীহারিকা), ছোটমামা জিন্দাবাদ (মনিদীপা), কিম্বা বগলামামা দি ষ্টার'(বলাকা) দিয়ে শুরু করুন - তবে, আর একটা দরকারী কথা - মন-টাকে কিন্তু ছোটবেলায় নিয়ে যেতে হবে ! :)

      Delete
    4. ওইটাই সবচাইতে শক্ত। ছোটবেলায় যে বই পড়েছি পরিণত বয়েসে সেই বই পড়তে গেলে হারানো মনটাকে কিছুটা হলেও ফিরে পাওয়া যায়...একেবারে না পড়া বইয়ের ক্ষেত্রে সেটা প্রায় অসম্ভব হয়তো।

      নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা 'সেই বইটি' হয়তো অনেকরই পড়া। গল্পটা ছিল অনেকটা এইরকম-
      অত্যন্ত রোমাঞ্চকর বই দেখে পড়বার লোভ হয় একটি বালকের। বইটির গল্পের নাম গুলি পড়ে তার পড়বার আগ্রহ বেড়ে যায় আরও। কিন্তু বইটি হাতে পাওয়া কঠিন হয়ে ওঠে কারণ বইটির মালিক ক্লাসের সবথেকে দুষ্টু এবং এঁচোড়ে পাকা বয়সে বড় একটি ছেলে। অনেক অনুনয় বিনয় করেও বইটি হাতে পাওয়া যায় না। যদিও তার জন্য পয়সা চুরি করে বন্ধুকে সিগারেটও খাওয়াতে হয়েছিল। সেই কারনে বাড়িতে বালকটির নিগ্রহও কম হয়নি। শেষ পর্যন্ত বইটি তার না পড়াই থেকে যায়।

      পরিণত বয়সে পুরানো বইয়ের দোকানে ঠিক ওই বইটি খুঁজে পান তিনি অনেক বছর পড়ে। সেদিন কিন্তু বইটি তিনি আর পড়েন নি। তার বইয়ের তাকে অন্য সংগ্রহের সাথে তুলে রেখে দেন। কারণ সেদিনের সেই নবীন মনটি তো আর নেই...বইটা যদি আর তেমন ভাল না লাগে?

      Delete
    5. একটা দারুন গল্প বল্লে বন্ধু। এটা সুনে আমি "নস্তালজিক" হয়ে জাচ্ছি।

      Delete
  9. @ms ও hOjO মোটের উপর বগলামামা সিরিজ খারাপ লাগে না। এরকম এখন আর কোথায় বেরহয় ? শেসব দিন আর আসবে না।

    ReplyDelete
    Replies
    1. ভাই ইন্দ্র বগলামামা সিরিজের বইপত্তর কোথায় পাব আন্তর্জালে?

      Delete
    2. অন্তর্জালের জালে বগলামামা এখনো মনে হয় ধরা পড়েনি - আমার কাছে আছে কিছু, কিন্তু স্ক্যান কোয়ালিটি খুব ভালো নয় - দেশ থেকে আসার সময়ে জেরক্স করে এনে সেখান থেকে স্ক্যান করা !!! Love to see them in this Blog -

      Delete
    3. বাহ দারুন হবে তাহলে।

      Delete
  10. sadhu kalachand o kom noy sange arun dey r ghotna series..:)

    ReplyDelete
    Replies
    1. সাধু কালাচাঁদ আর ঘোৎনার-র কথায় শক্তিপদ রাজগুরুর পটলা-র কথা মনে পরে গেল। দেজ পাবলিশিং পটলা সমগ্র বার করেছে কিছুদিন আগে।

      Delete
    2. otey ki sab cover korechhe dsk r shuktara r kishor bharati chharao dsk pb te o potla series koyekti beriyechhilo...ashutosh babur pindida o prafullya babur kabool-taabool...:)

      Delete
    3. সাধু কালাচাঁদ তো আমার দারুন লাগে।ABP থেকে ওর সমগ্র বের হয়েছে।

      Delete
  11. মনে হয়না ওতে সবটা আছে। হয়তো পড়ে আরও খণ্ড বার হবে।

    ReplyDelete
  12. jah sudhu boi er prochod dekhaben? Ami obosyoi prochod shilpi k srodha kori. Kintu mul boi theke kichu porte pele bhalo lagto.

    ReplyDelete
    Replies
    1. এগুলো স্ক্যান করবার জন্য ম্যান পাওয়ার দরকার,আমার সঙ্গে কেউ তো নেই,একটা ব্লগ চালাতেই হিমসিম খাচ্ছি। সুকু যদি নতুন ব্লগ করে আমি তবে বই গুলো স্ক্যান করতে দিতে পারি।

      Delete