Thursday, April 10, 2014

Post # 231 Moroner Berajal By Tushar Chatterjee


                                                                      

                                                                   ডাউনলোড করুন


মরনের বেড়াজাল প্রথম শুকতারায় প্রকাশিত হয়েছিল... পরে দেব সাহিত্য কুটিরের 'রোমাঞ্চ কর চিত্র কাহিনী' তে প্রকাশ পায়।  শুকতারায় প্রকাশ কাল ভাদ্র ১৩৭৪ (১৯৬৭ অগাস্ট) থেকে জ্যৈষ্ঠ ১৩৭৬ (১৯৭৯ মে) পর্যন্ত ।শুকতারায়  এটি শ্রী তুষার চ্যাটার্জির দ্বিতীয় কমিকস্‌, প্রথম টি আগের দিন পোস্ট করেছি । 





 









24 comments:

  1. Anek Dhanyabad.ebar Kalo Bagher Thaba'r protikkha....comics series er 2 to comics o besh gaa chamchame.

    ReplyDelete
    Replies
    1. নিশীথ রায়ের তৃতীয় কমিকস্‌ হোল 'কালো বাঘের থাবা'।পরের পোস্ট এ থাকবে। ধন্যবাদ
      ব্লগ এ আসার জন্য।

      Delete
  2. pray itihaser patay hariye jao comics khunje tule ana ebong utsahi manushder binamulye porte debar jonyo anek anek dhonyobad o kritogyota janai...jadur deshe jagonnath (shoilen ghosh er rupkotha dhormi uponnyas sange bimal daser monkara illustration o cover) er mato ei comics blog ti ...natun diner pathok ashun dekhun janun ki aamra harachchhi proti muhurter dohonkaal e...

    shubhechha o abhinandan saho..

    ReplyDelete
    Replies
    1. তোমার কথা পড়ে মন ভরে গেলো বন্ধু :)

      Delete
    2. বন্ধু সুরজিৎ ও সুকু তোমাদের মতো সমজদার ও জ্ঞানী গুনি মানুষ এর সঙ্গ পেয়ে আমি গর্বিত। তোমাদের থেকে আমার জ্ঞানের সমৃদ্ধি হচ্ছে।

      Delete
    3. Indranath da r Sukubabu k anek dhonyobad.asha rakhi purono pujabarshiki ba exclusive anandamela blog ti o khub druto atmoprokash korbe ebong jonopriyotar shirshe thakbe.

      Delete
    4. Indranath da jodi bhobishyate bilir boot ba lu fang ba mamgel x den tobe khub e chomotkar ekti byapar hobe...r sabbar bhalo lagbe asha kori...:)

      Delete
    5. অবশ্যই,সুকু ব্লগ টা শুরু করুক। আনন্দমেলা পূজা বার্ষিকী ৩ টি বাদে সব কটি আছে ১৩৭৮ থেকে।শুকতারা ১৩৯২ থেকে শুরু হয়ে ছিল তার সব কটি আছে। বিলির বুট টা ওয়াকার দেবে বলে আমি করছিনা।মামজের এক্স টা শুরু করবো। স্ক্যানার খারাপ বলে একটু মুষড়ে পড়েছি ।

      Delete
    6. @surajit: billy'r boot to diye dilam..tumi ki ekhono dekhoni? eta to onekdin hoye gelo..suktara'r pray sobtai amar dewa..r AM guno hojo'r dewa..

      Delete
    7. @Mr. Walker: anek dhonyobad. Btt blog ti aami anek din dekhini taai jantam naa, anek dhonyobad ei information share korar jonyo. shardiya Anandamelar du paatar comics ti amar achhe kintu shuktara guno nei...ektu sarir asustho thakay Indranath da r new post gulio dekhe uthte parini...khub sundor ebong mon bhorano post. kintu hojo babur moyukh anubad dekhlam "devil's Island" eti modhyei anyoblog e jhompito o re posted.dekhe kharap laglo...:(
      Indranath daa r latest post giyechhe churi..:(

      Delete
    8. erokom hoyei thake, aaj-kal ektu beshi porimanei hocche..tobe jara blog follow koren tara thik e bujhte paren je aasol krititwa ta kar.. :)

      Delete
  3. eta ekmatro Tushar Chatterjee Comics jeta ekhono available.

    ReplyDelete
    Replies
    1. এই কমিকস্‌ টা ৩ ভাবে বের হয়েছে,প্রথম শুকতারায় সাদা কালো।দ্বিতিয় রোমাঞ্চকর চিত্র কাহিনী তে ৩ রঙ্গের। তৃতিয় বার বের হয়েছে 'মাল্টি কালার'। এটাই এখন পাওয়া যাচ্ছে।

      Delete
  4. thanks for your posts ...................
    purono prai harie jaoa comicsgulor jonyo ANEK dhanyobad

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ রঞ্জনদা, ঝোলা তে আরও অনেক আছে, আস্তে আস্তে বের হবে।

      Delete
    2. jakhon berobe takhon berobe taar aagey aagami sangkhyar aakorshon(anandamela)/jano ki (shuktara style e ) ektu preview dekhar asha korchhi...
      ete aagroher aagun e ghritahutir kaaj kore.
      jemon j sab comics cholchhe...:P :)

      Delete
    3. কভার গুলো অবশ্যই preview করবো। TC র রবিন হুড সিরিজ আছে,দিলিপ দাসের 'মেগা' কমিকস্‌ 'যুগে যুগে' ইত্যাদি।

      Delete
    4. ইন্দ্রানাথ্দা - "যুগে যুগে" গল্পটা বহুদিন আগে শুকতারাতেই পড়েছিলাম - রামকৃষ্ণদেবের কাহিনী ছবির বইতে এতো ভালো করে আর কেউ কখনো লিখতে পারেনি। এটা মনে হয়না বই আকারে কখনো প্রকাশিত হয়েছে। এটা স্ক্যান করে আপলোডের ব্যবস্থা করো না।

      ময়ূখ চৌধুরী বা তুষার চ্যাটার্জী-র অনেক গল্পই DSK অলরেডি বই হিসাবে বার করে দিয়েছে।

      Delete
    5. কুন্তলদা "যুগে যুগে" অর্ধেক স্ক্যান হয়ে গেছে ,বাকি টা স্ক্যানার কিনে স্ক্যান করে দেবো। স্ক্যানার নতুন কিনতে হবে।

      Delete
    6. ইন্দ্রানাথদা - I will be more than happy to share the scanner cost - so if you don't mind let me know your mailing address. At least this much I can do for 'দস্তার আংটি ' ... :) :)

      Delete
    7. অনেক ধন্যবাদ কুন্তলদা, আপাতত আমি একটা স্কানারের ব্যবস্থা করেছি...আজকেই। আর দস্তার আংটি পুরোটা না দেওয়া অবধি আমিও শান্তি পাচ্ছি না...আর মাত্র একটা শুকতারা মাঘ ১৩৭৭।

      Delete
  5. bah bah anek dhonyobad ebong aagam shubhechchha...kintu Indrajal 3-4 episode dhore na paoay abar blog er bondhura khepe na jaan ....:)

    ReplyDelete
    Replies
    1. ইন্দ্রজালের মাঝে মাঝে দেওয়া তো যেতেই পারে। এগুলো হারিয়ে যাওয়া কমিকস্‌, আর কোনদিন মনে হয় ছাপা হবে না। পরের 'জেনারেশন' TV আর Internet ছাড়া এ সব তো যানতেই পারবে না। রামকৃষ্ণদেবের কাহিনীর উপর এতো সুন্দর কমিকস্‌ আর হবে না।

      Delete
  6. can anybody please upload Titlir Jadu Putul... this was also a great peace of art work published in Suktara...please... i will be very thankfull...

    ReplyDelete