ডাউনলোড করুন
১৪০২ অর্থাৎ ১৯৯৫ সালের আনন্দমেলার এই কমিকস্ টি দিয়ে আনন্দমেলার এই বিদেশী কমিকস্ শৃঙ্খল আপাতত শেষ করলাম... আর কিছু আনন্দমেলার বিশেষ কমিকস্ সংখ্যার কিছু বিদেশী কমিকস্ বাকি থাকলো ... পরে পোস্ট করার চেষ্টা করবো... ১৪০১ সালের কমিকস্ কেন দিলাম না সেটি নিচে লিখলাম... ।
১৪০১ অর্থাৎ ১৯৯৪ সালে অরণ্যদেবের 'চাঁদনী রাতে হত্যা কাণ্ড' (ইন্দ্রজাল কমিকস্ এর নাম ছিল 'চাঁদনী রাতে হত্যা কাণ্ড, ১৭৪ নং সংখ্যায় প্রকাশিত হয় ও আর এক বার রি-প্রিন্ট হয় ) কমিকস্ টি আনন্দমেলায় প্রকাশিত হয়ে ছিল... তাও সাদা কালো রুপে... ইন্দ্রজালে এই একই কমিকস্ দুই বার প্রকাশিত হয়... তাই ১৪০১ এর এই কমিকস্ দিয়ে বিড়ম্বনা বাড়াতে চাইনা।
১৪০২ অর্থাৎ ১৯৯৫ সালের আনন্দমেলার এই কমিকস্ টি দিয়ে আনন্দমেলার এই বিদেশী কমিকস্ শৃঙ্খল আপাতত শেষ করলাম... আর কিছু আনন্দমেলার বিশেষ কমিকস্ সংখ্যার কিছু বিদেশী কমিকস্ বাকি থাকলো ... পরে পোস্ট করার চেষ্টা করবো... ১৪০১ সালের কমিকস্ কেন দিলাম না সেটি নিচে লিখলাম... ।
১৪০১ অর্থাৎ ১৯৯৪ সালে অরণ্যদেবের 'চাঁদনী রাতে হত্যা কাণ্ড' (ইন্দ্রজাল কমিকস্ এর নাম ছিল 'চাঁদনী রাতে হত্যা কাণ্ড, ১৭৪ নং সংখ্যায় প্রকাশিত হয় ও আর এক বার রি-প্রিন্ট হয় ) কমিকস্ টি আনন্দমেলায় প্রকাশিত হয়ে ছিল... তাও সাদা কালো রুপে... ইন্দ্রজালে এই একই কমিকস্ দুই বার প্রকাশিত হয়... তাই ১৪০১ এর এই কমিকস্ দিয়ে বিড়ম্বনা বাড়াতে চাইনা।
Hi... Apnar watermark deoa indrajal comics guli ei blog e deowa achhe dekhlam...
ReplyDeletehttps://indrajalcomicsblog.wordpress.com/2016/11/19/bengali-part-1/
https://indrajalcomicsblog.wordpress.com/2016/11/19/bengali-part-2/
দেখেছি এটা অনেকেই report করেছেন । এই চোর ধরতেই তো জল ছাপ দেওয়া।
Deleteবিদেশী কমিকসগুলো পরে আবার পোস্ট করবেন এই অনুরোধ থাকলো।
ReplyDeleteআনন্দমেলার গুলো তো শেষ ই....আর কয়েক টি হয়তো আছে।
DeleteThanxs Indra Da.
ReplyDeleteWelcome
Deleteবিশেষ কমিক্স সংখ্যার বিদেশী কমিক্স সব ব্লগে দেওয়া আছে৷ rescan এর প্রয়োজন নেই আশা করি
ReplyDeleteএকটি ড্রাকূলা সংখ্যায় কমিক্স ছিলো সেটা আছে ?
Deleteদাদা, এই অনুবাদ কমিকসটির আসল সিরিজ বা লেখকের/ইলাস্ট্রেটারের নাম জানাতে পারবেন ? আগাম ধন্যবাদ।
ReplyDelete