ডাউনলোড করুন
তরাই অঞ্চলের দুর্ভেদ্য অরণ্য...গোয়েন্দা বিভাগ জানতে পারলো সেখানে কোথাও চলছে বে আইনি আফিমের চাষ ... এখানে রয়েছে সরকারের ব্যাঘ্র সংরক্ষন প্রকল্প... সাধারন লোক সেখানে যেতে ভয় পায়... । সরকারি গোয়েন্দা 'অতুল' কে পাঠান হোল নজরদারি করতে... কিন্তু কয়েকদিন পর তার মৃতদেহ পাওয়া গেল সেখানে...গোয়েন্দা বিভাগ বুঝতে পারলো এটি খুন... গোয়েন্দা বিভাগ এই কাজের ভার দিলো 'দারা' ওরফে রাজা সাহেব কে... তারপর... ।
তরাই অঞ্চলের দুর্ভেদ্য অরণ্য...গোয়েন্দা বিভাগ জানতে পারলো সেখানে কোথাও চলছে বে আইনি আফিমের চাষ ... এখানে রয়েছে সরকারের ব্যাঘ্র সংরক্ষন প্রকল্প... সাধারন লোক সেখানে যেতে ভয় পায়... । সরকারি গোয়েন্দা 'অতুল' কে পাঠান হোল নজরদারি করতে... কিন্তু কয়েকদিন পর তার মৃতদেহ পাওয়া গেল সেখানে...গোয়েন্দা বিভাগ বুঝতে পারলো এটি খুন... গোয়েন্দা বিভাগ এই কাজের ভার দিলো 'দারা' ওরফে রাজা সাহেব কে... তারপর... ।
দারা’র এই কমিকসটি দুর্দান্ত অ্যাডভেঞ্চারে পূর্ণ। দারাকে মাঝে মাঝে বাহাদুরের মতো কৌশলী, বুদ্দিমান ও শক্তিশালীরূপে উপস্থাপন করা হয় যা কিছুটা অস্বস্তিকর বৈকি। মারভেল ও ডিসি’র মতো ইন্দ্রজালও একাধিক জনপ্রিয় চরিত্র তৈরি করার পথে হেটেছিলো। সেজন্যই হয়তোবা দরিদ্র আর ডাকাতের ঘর থেকে উঠে আসা বাহাদুরের বিপরীতে তৈরি করেছিলো বিত্তশালী অভিজাত ঘরের রাজাসাহেব তথা দারাকে। ইন্দ্রজাল টিকে থাকলে এই দুটি চরিত্র শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাড়াতো, তাই থাকতো দেখার বিষয়।
ReplyDeleteঅসাধারন বিস্লেসন.অনেক ধন্যবাদ।
DeleteThanxs Indra Da.
ReplyDeleteWelcome
Delete