ডাউনলোড করুন
এই গল্পের সমস্ত অলঙ্করণ করেছেন নারায়ণ দেবনাথ ।
রাধা রমণ রায়ের আর একটি বিখ্যাত উপন্যাস "মকর দ্বীপের রহসস।প্রকাশিত হয়েছিল শুকতারায় ফাল্গুন ১৩৯৩ থেকে চৈত্র ১৩৯৪পর্যন্ত ।
আমার মনে পড়ে মায়ের কাছথেকে পয়সা চেয়ে বা টিফিনের পয়সা বাঁচিয়ে এই শুকতারা গুল কিনতাম ,আমার ছোটবেলা কেটেছে মামাবাড়ির পাসে, আমরা ছিলাম প্রায় একান্নবর্তী পরিবার, ইন্দ্রজাল কমিকস বা শুকতারার সঙ্গে পরিচয় মামাদের টিনের তোরঙ্গ ঘেঁটে , কয়েকদিন আগে আগের বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখলাম গাছ গুলো সব কেটে ফেলে অন্য কারুর বাড়ি হচ্ছে , দুটো নারকেল গাছ একটা জাম গাছ ও 'বয়রা'গাছ ছিল আমার ছোটবেলার খেলার সঙ্গী ।
গ্রীষ্ম কালের অনেক দুপুর গাছ গুলোতে চড়ে কাটাতাম ,সেদিন ওদের কাটতে দেখে কেমনযেন হয়ে গেলাম ।
এই গল্পের সমস্ত অলঙ্করণ করেছেন নারায়ণ দেবনাথ ।
ধন্যবাদ ইন্দ্র। কিন্তু ভাই এটা আবার পি ডি এফ কেন? ইমেজই তো ভাল ছিল।
ReplyDeleteসবাই তো পি ডি এফ চাচ্ছিল , তাই তো দিলাম ।
Delete