ডাউনলোড করুন
শুকতারায় লিখেছেন বাংলার সব যশস্বী লেখকরা , রবীন্দ্রনাথ থেকে হেমেন্দ্রকুমার সকলের লেখাই আমরা পড়েছি ,একটু পরের দিকে যাদের লেখা আমার ভালো লাগে তাঁরা হলেন রবিদাস সাহারায় , রাধারমণ রায় ,হরিনারায়ণ চট্টোপাধ্যায় প্রমুখ ।
রবিদাস সাহারায় মারাগেছেন ৩-৪ বছর আগে প্রায় ৯০ বছর বয়সে । হরিনারায়ণ বাবু ও গত হয়েছেন অনেকদিন ।
আমাদের ভাগ্য যে রাধারমণবাবু ৯০ ঊর্ধ্বে হলেও জীবিত আছেন । আজ শুকতারা থেকে দিলাম ওনার লেখা এই ধারাবাহিক গোয়েন্দা উপন্যাস টি। প্রথম প্রকাশ স্রাবণ ১৩৯০ অর্থাৎ জুলাই ১৯৮৩ , প্রকাশিত হয়েছিল কার্ত্তিক ১৩৯০ অবধি ।
শুকতারায় লিখেছেন বাংলার সব যশস্বী লেখকরা , রবীন্দ্রনাথ থেকে হেমেন্দ্রকুমার সকলের লেখাই আমরা পড়েছি ,একটু পরের দিকে যাদের লেখা আমার ভালো লাগে তাঁরা হলেন রবিদাস সাহারায় , রাধারমণ রায় ,হরিনারায়ণ চট্টোপাধ্যায় প্রমুখ ।
রবিদাস সাহারায় মারাগেছেন ৩-৪ বছর আগে প্রায় ৯০ বছর বয়সে । হরিনারায়ণ বাবু ও গত হয়েছেন অনেকদিন ।
আমাদের ভাগ্য যে রাধারমণবাবু ৯০ ঊর্ধ্বে হলেও জীবিত আছেন । আজ শুকতারা থেকে দিলাম ওনার লেখা এই ধারাবাহিক গোয়েন্দা উপন্যাস টি। প্রথম প্রকাশ স্রাবণ ১৩৯০ অর্থাৎ জুলাই ১৯৮৩ , প্রকাশিত হয়েছিল কার্ত্তিক ১৩৯০ অবধি ।
ধন্যবাদ #ইন্দ্র দা
ReplyDelete