সপ্তাহের প্রথম দিনে একটু অন্য রকমের 'কমিকস্' দিয়ে শুরু করলাম ! 'তুষার
চ্যাটার্জির' প্রাপ্তবয়স্ক দের জন্য এই কমিকস্ টি প্রকাশিত হয়েছিল আশ্বিন
১৩৭৭ পুজা সংখ্যা 'নব কল্লোলে '।
এতো ভালো কাজ যে ভয় হয় আম-বাঙ্গালীর সহ্য হবে তো? এই সব প্রায় বিলুপ্ত সম্পদ পুনরুদ্ধারের জন্য ইন্দ্র-কে সর্বান্তঃকরণে শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা, আশীর্বাদ, আর যা যা জানাবার সবকিছু জানাই। এটা যেন গুপ্তধন পাওয়া হচ্ছে আমাদের।
নারায়ন দেবনাথের পর সব থেকে যার বেশি কমিকস্ ও ইলাসট্রেশন করা তিনি হলেন তুষার চট্টোপাধ্যায়, জন্ম- ১৯৪৭( অনুমানিক) মৃত্যু -২০০৭,জন্মে ছিলেন পূর্ববাংলায় । মৃত্যুর আগে অবধি থাকতেন কালীঘাট ট্রাম ডিপোর উল্টো দিকের একটি গলিতে(যে বাড়ির নিচে হোমিওপ্যাথি ওষুধের দোকান আছে )। ১৯৬৫-৬৬ থেকে করেন শুকতারা ও নবকল্লোলে ইলাসট্রেশন ,টানা বাংলার ১৩৮৫-৮৬ অবধি করেছেন দেবসাহিত্ত কুটীর ও নিউ বেঙ্গল প্রেস এর সাথে কাজ , ‘ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের” একটি দুর্মূল্য পাণ্ডুলিপি ‘বাসে’ করে যাবার সময় হারিয়ে ফ্যালেন, সেই কারনে কোন একটি *পাব্লিকেসনের থেকে তাঁকে অপমান করা হয়। এর পর থেকে সেই পাব্লিকেসন হাউস থেকে স্বেচ্ছায় সরেজান । এর পর দক্ষিন কলকাতার রিচি রোডে বাচ্চাদের আঁকা শেখানোর একটি ইস্কুল করেন । বিখ্যাত গোয়েন্দা কমিকস্ সিরিজ নিশীথ রায়ের স্রষ্টা, করেছেন ‘গাবলু ও গুন্ডা হাতির ‘’ মতো দুর্দান্ত কমিকস্ । তুষার বাবু উচ্চতায় লম্বা,ফর্শা ছিলেন,সাদা পাজামা পাঞ্জিবি পরতেন ,গোঁপ দাড়ি থাকতো কামানো! পান খেতেন খুব, কালী ভক্ত ছিলেন! বাড়িতে কালী পুজা হোতো , গান যানতেন ও শিখাতেন । ছিলিন অবিবাহিত, থাকার মদ্ধে ছিল তাঁর মা ও দিদি , কোনকারনে তাঁর দিদি আত্মহত্যা করেন, সেই শোকে ওনার মা ও কিছুদিনের ভিতর মারাজান। ময়ূখ চৌধুরী তাঁর বাড়িতে আসতো সপ্তাহে ৩-৪ দিন , আড্ডা দিতেন দুজনে বাড়ির সামনের একটি রক এ ! তুষার চট্টোপাধ্যায় ও দিলিপ দাস মিলে একটি কমিকস্ সমগ্র বের করেছিলেন, বইটি বিশেষ চলেনি । ২০০৭ সালে ঘুমের ভিতর হৃদরোগ এ প্রান হারান । আরো অনেক তথ্য ব্লগে লিখতে পারলাম না বলে দুঃখিত !
আরে বাহ।
ReplyDeleteইরগ্ (নারায়ণ দেবনাথের ভাষায়) ।
Deleteআপনার ব্লগ বন্ধ হতে দেব না। যদি কমিক্স ফুরিয়ে ও যায় তাহলে ও স্মৃতি চারণ চলবে , আলোচনা চলবে এবং সর্বোপরি ভালবাসা চলবে ..... চলতেই থাকবে :)
ReplyDeleteহেঃ হেঃ ...কমিকস্ ফুরাবে না !
Delete৪২০-তে কিন্তু না-থামলেই ভালো - নাম্বারটা সুবিধের নয় !!
ReplyDeleteএতো ভালো কাজ যে ভয় হয় আম-বাঙ্গালীর সহ্য হবে তো? এই সব প্রায় বিলুপ্ত সম্পদ পুনরুদ্ধারের জন্য ইন্দ্র-কে সর্বান্তঃকরণে শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা, আশীর্বাদ, আর যা যা জানাবার সবকিছু জানাই। এটা যেন গুপ্তধন পাওয়া হচ্ছে আমাদের।
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDarun post indra babu abaro dhonnobad
ReplyDeleteঅনেক ধন্যবাদ প্রলয় বাবু !
Deleteইন্দ্র তোমার কাজ আর পোস্ট নিয়ে কিছুই বলার নেই ।
ReplyDeleteশুধু কৃতজ্ঞতা আর কৃতজ্ঞতা ।
ধন্যবাদ ভাই ।
অনেক ধন্যবাদ ! এই টুকুই যথেষ্ট ! সকলের ভালবাসা টাই আসল !
Deleteতুষার চ্যাটার্জি কী এখনো বেঁচে আছেন? উনার কাজকর্ম কিন্তু অনেক কমিক্স ভক্তদের কাছে এখনো বিরল। এই রকম দুস্প্রাপ্য গবেষনা শেয়ার করার জন্য ধন্যবাদ ইন্দ্র।
ReplyDelete
Deleteনারায়ন দেবনাথের পর সব থেকে যার বেশি কমিকস্ ও ইলাসট্রেশন করা তিনি হলেন তুষার চট্টোপাধ্যায়, জন্ম- ১৯৪৭( অনুমানিক) মৃত্যু -২০০৭,জন্মে ছিলেন পূর্ববাংলায় । মৃত্যুর আগে অবধি থাকতেন কালীঘাট ট্রাম ডিপোর উল্টো দিকের একটি গলিতে(যে বাড়ির নিচে হোমিওপ্যাথি ওষুধের দোকান আছে )।
১৯৬৫-৬৬ থেকে করেন শুকতারা ও নবকল্লোলে ইলাসট্রেশন ,টানা বাংলার ১৩৮৫-৮৬ অবধি করেছেন দেবসাহিত্ত কুটীর ও নিউ বেঙ্গল প্রেস এর সাথে কাজ , ‘ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের” একটি দুর্মূল্য পাণ্ডুলিপি ‘বাসে’ করে যাবার সময় হারিয়ে ফ্যালেন, সেই কারনে কোন একটি *পাব্লিকেসনের থেকে তাঁকে অপমান করা হয়। এর পর থেকে সেই পাব্লিকেসন হাউস থেকে স্বেচ্ছায় সরেজান ।
এর পর দক্ষিন কলকাতার রিচি রোডে বাচ্চাদের আঁকা শেখানোর একটি ইস্কুল করেন ।
বিখ্যাত গোয়েন্দা কমিকস্ সিরিজ নিশীথ রায়ের স্রষ্টা, করেছেন ‘গাবলু ও গুন্ডা হাতির ‘’ মতো দুর্দান্ত কমিকস্ ।
তুষার বাবু উচ্চতায় লম্বা,ফর্শা ছিলেন,সাদা পাজামা পাঞ্জিবি পরতেন ,গোঁপ দাড়ি থাকতো কামানো! পান খেতেন খুব, কালী ভক্ত ছিলেন! বাড়িতে কালী পুজা হোতো , গান যানতেন ও শিখাতেন ।
ছিলিন অবিবাহিত, থাকার মদ্ধে ছিল তাঁর মা ও দিদি , কোনকারনে তাঁর দিদি আত্মহত্যা করেন, সেই শোকে ওনার মা ও কিছুদিনের ভিতর মারাজান।
ময়ূখ চৌধুরী তাঁর বাড়িতে আসতো সপ্তাহে ৩-৪ দিন , আড্ডা দিতেন দুজনে বাড়ির সামনের একটি রক এ ! তুষার চট্টোপাধ্যায় ও দিলিপ দাস মিলে একটি কমিকস্ সমগ্র বের করেছিলেন, বইটি বিশেষ চলেনি । ২০০৭ সালে ঘুমের ভিতর হৃদরোগ এ প্রান হারান ।
আরো অনেক তথ্য ব্লগে লিখতে পারলাম না বলে দুঃখিত !
ব্লগ বন্ধ হবার কথা উঠলো কেন? এমন আলোচনার জন্যই তো ভুমিকম্প হয়
ReplyDeleteযদি মরে যাই ?
Deleteইন্দ্রদা ............এমন কথা নিষিদ্ধ
ReplyDeleteহে
Deleteহেঃ হেঃ ।