ডাউনলোড করুন
স্ক্যান ও এডিট- "প্রসেনজিৎ দা (পিব্যান্ডস)
আজ ইন্দ্রজালের একটি খুব সুন্দর গল্প থাকলো পাঠক দের জন্য । ব-দ্বীপের জলদস্যু গল্পের স্পীড বোট গুলো দেখে ছোটবেলায় আমার মনে হোতো আমার ও চাই এরকম বোট, আর দস্যু ঘাটি দেখে ভাবতাম -এরকম জলার ভিতর বাড়ি আমারও হবে একদিন, কিন্তু জীবন টা অনেক কঠিন, এই বয়সে এসে বুঝতে পারছি ছোটবেলার রঙিন দিনগুলো কতো স্বপ্নময় ছিল !
যাইহোক আপনারা আবার কিছুক্ষণের জন্য ছেলেবালায় ফিরে যাবেন আশাকরি !!!!
স্ক্যান ও এডিট- "প্রসেনজিৎ দা (পিব্যান্ডস)
আজ ইন্দ্রজালের একটি খুব সুন্দর গল্প থাকলো পাঠক দের জন্য । ব-দ্বীপের জলদস্যু গল্পের স্পীড বোট গুলো দেখে ছোটবেলায় আমার মনে হোতো আমার ও চাই এরকম বোট, আর দস্যু ঘাটি দেখে ভাবতাম -এরকম জলার ভিতর বাড়ি আমারও হবে একদিন, কিন্তু জীবন টা অনেক কঠিন, এই বয়সে এসে বুঝতে পারছি ছোটবেলার রঙিন দিনগুলো কতো স্বপ্নময় ছিল !
যাইহোক আপনারা আবার কিছুক্ষণের জন্য ছেলেবালায় ফিরে যাবেন আশাকরি !!!!
ইন্দ্র, আপনার ব্লগ এখন মোটামুটি আমার কাছে সব সময় খোলায় থাকে কোনো না কোনো একটা ট্যাবে। আপনাকে এবং PBands কে ধন্যবাদ। - রঞ্জন
ReplyDeleteহাঃ হাঃ হাঃ...আমি "প্রসেনজিৎ দাকে জানিয়ে দেবো ।
Deleteআপনার লেখা টা পড়ে মনে পড়ে গেল পেন দিয়ে ডান হাতের মাঝের আঙুলের ওপর খুলি চিহ্ন আর বা হাতে অভয় চিহ্ন একে রাখতাম। :) আমাদের টালির বাড়ি ছিল। একবার প্রচন্ড বাজ পড়ছিল। খুব সরল বিশ্বাসে টালির চাল টা যে বাঁশে সাপোর্ট দেওয়া ছিল তাতে অভয় চিহ্ন একে দিয়েছিলাম, নিশ্চিন্ত হয়েছিলাম :) যে আর কিছু হবে না। এরকম কত যে স্মৃতি আছে IJC কে নিয়ে। .... রঞ্জন
ReplyDelete...আমরা মাথার মাপের বড় ঠোঙা মাথায় পরে চোখ নাক একে বেতাল সাজতাম ।লাউ এর উপর খুলি চিহ্ন ও শুভ চিহ্ন আঁকতাম ......।
Deleteছোটবেলায় একটা খেলনা ছিলো - টিনের তৈরী ছোট্ট নৌকা যার পিছনে মোমবাতি বা তেল দিয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা থাকতো - আগুন জ্বেলে দিয়ে ওটাকে গামলা-ভর্তি জ্বলের মধ্যে ছেড়ে দিলে, ওটা দিব্যি গামলার কোনা ধরে ধরে, জলের উপরে ভেসে বেড়াতো !! এটাই ছিলো আমার বাচ্চাবেলার স্পীড বোট !
ReplyDeleteঐ রকম স্পীড বোট এখনো একটা আছে আমার ছতবেলার......আমার ভাইঝি টা খ্যালে ওটা দিয়ে !
Deleteহ্যা ছোটবেলায় ওই রকম স্পিড বোট অনেক বিক্রি হতে দেখেছি রাস্তা ঘাটে। নস্টালজিয়া !!
Deleteধন্যবাদ ইন্দ্র অরন্যদেবের জন্য
ReplyDeleteআরও আছে...সঙ্গে থাকো !
Delete@কুন্তল- একদম ঠিক, ওই নৌকোগুলোতে একটা ফট্ফট্ করে আওয়াজ হতো যা আমাদের একটা অদ্ভুত গতির অনুভব হতো।
ReplyDeleteইন্দ্রকে তো ধন্যবাদ জানিয়ে শেষ করা যাবেনা।
আর একরকম স্পীড বোট ছিল......বেলুন ফুলিয়ে বোটকে কর্কে লাগিয়ে দিলে সামনে চলতো , এখন ঐ রকম খেলনা আর দেখি না ! যুগ টাই জেন পাল্টে গেছে, আমরা কতো অল্পে খুশি ছিলাম ! ধন্যবাদ প্রদীপদা ।
Deleteঅসাধারণ একটা সাইট ধন্যবাদ :)
ReplyDeleteঅনেক ধন্যবাদ এই ব্লগে আসার জন্য ! সঙ্গে থাকুন ! ভালো থাকবেন !
Deleteগত সপ্তাহে নামিয়ে ছিলাম। দারুন লেগেছে।
ReplyDelete