ডাউনলোড করুন
সকলের
সুধিন্দ্রনাথ
কোথায় খুলনার ‘নলদা’ গ্রাম !আজ কজন মানুষ তাঁর খবর রাখে ? হয়তো কিছু ছিন্নমূল
মানুষের কাছে গ্রামটি এখনো স্বর্গর মতো সুন্দর । হয়তো তাঁদের উত্তরসুরিরা বাবা
মায়ের কাছে নাম সুনেছে মাত্র, কিন্তু দেখা হয়ে ওঠেনি গ্রামটিকে, একদা সেই গ্রামটি
আদৌ আছে কিনা কেই বা খবর রাখে ?
কিন্তু সেই গ্রামেরই একটি অখ্যাত ছেলে এ পার বাংলায় আসে নাট্য জগৎ ও সাহিত্য
জগৎ এ যে বহু মুখি প্রতিভার পরিচয় রেখে গেছে বাংলার জগৎ ও সাহিত্য জগৎ এ তা অমর
হয়ে থাকবে ।
প্রিইমারি ইস্কুল থেকে হাই ইস্কুলে ভর্তি হিলাম, সম্পূর্ণ নতুন পরিবেশে মাঝে
মাঝে মনে হতো পুকুর থেকে সাগরে এসে পড়েছি, এর মধ্যেই কিছু স্মৃতি আজো অমলিন হয়ে
আছে। কৃষ্ণ বাবু বলে একজন শিক্ষক ছিলেন বিজ্ঞান পড়াতেন, মাঝে মাঝে আমাদের তিনি
গল্প বলে শোনাতেন, গল্প গুলো যেমন সুন্দর তেমন ছিল ওনার বচন ভঙ্গি, তন্ময় হয়ে আমরা
গল্প শুনতাম, গল্পের চরিত্র গুলো শুনে বুঝতাম একটাও নাম স্বদেশী নয় তাই একদিন
মাস্টার মসাই কে জিজ্ঞাসা করে বসলাম “স্যার এই গিল্প গুলো কার লেখা” ? শুনে উনি
বল্লেন শুকতারা পড়েছিস ? বললাম হ্যাঁ, শুকতারা পড়লেও লেখক কে ? কি তার পরিচয় , বা
তাদের নাম মনে রাখার প্রয়োজন বোধ করতাম না গল্প পড়তে ভালো লাগতো তাই পড়তাম। স্যার
বল্লেন - দেখবি সুধিন্দ্র নাথ রাহা বলে একজন লেখক আছেন অনুবাদ গল্প লেখেন, সেই
প্রথম নামটা মনে গেঁথে গেল।
১৮৯৬ সালের ২৩ জানুয়ারী জদুনাথ রাহার ঘরে মৃন্ময়ীদেবীর কোলে যে অতিথি এলো তাঁর
নাম হোল ‘সুধিন্দ্র নাথ’, হাঁ যার নাম কম বেশী সকলের ই যানা, সাহিত্যিক
সুধিন্দ্রনাথ রাহা ।
সাহিত্যের অনুরাগটা অল্প বয়স থেকেই ছিল, মাত্র ১৭ বছর বয়সের চলে আসলেন এ পাড়ের
কুচবিহারে, তখন অবশ্য এ পাড় ও পাড় বলে কিছু ছিলনা সবটাই ছিল বাংলা। পড়া শুনা শুরু
করলেন ভিক্টোরিয়া কলেজ এ, এবং ইংরাজি ও সংস্কৃতে স্বর্ণ পদক নিয়ে কৃতিত্বের সঙ্গে
পাস করলেন, কুচবিহারে রায়বাহাদুর প্রদান করেছিলেন সেই স্বর্ণ পদক, সঙ্গে প্রস্তাব
করে ছিলেন চাকরীর। সুধিন্দ্রনাথের মধ্যে জাতীয়তা বোধ ছিল প্রবল, সর্বজন সমুক্ষে
তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেবসলেন ।
কিন্তু ‘নাছোড়বান্দা’ রায়বাহাদুর এই রকম একটি হিরকখণ্ড হাতছাড়া করতে নারাজ, খোঁজ
খবর নিয়ে যানতে পারলেন কৌলীন্যে বংশ পরিচয়ে ছেলেটি কম যায় না, বাবা যদুনাথ ছিলেন
খুলনার ‘নলদা’ গ্রামের জমিদার, বাবা ছাড়া একমাত্র সহোদর দেসেই থাকে, তাই প্রস্তাব টা দিয়েই
বসলেন – সুধিন্দ্রনাথ কে জামাই করতে চান তিনি।
তিনি এবার তাঁর বাবার অনুমতির কথা বলেন , এবং তাঁর বাবার অনুমতি পাওয়ার পর ১৯
বছরের সুধিন্দ্র নাথের পরিণয় ঘটলো ৯ বছরের প্রিতিলতা দেবীর সঙ্গে।
মাত্র ২৬ বছর বয়সে প্রথম নাটক রচনা, সময়টা ১৯২২ সাল নাটক তখন বাঙালি জাতীর
একটি অঙ্গ, বাংলার রঙ্গমঞ্চে তখন যারা
অভিনয় করতেন এখন তাঁদের নাম শুনলে অভিনয় জগৎ এর ব্যক্তিত্ব থেকে নাট্য প্রিয় ব্যক্তি,সকল
কেই কপালে হাত ছোঁয়াতে হবে ! নাট্যাচার্য
শিশির ভাদুরি, ছবি বিশ্বাস থেকে সয়জুবালা,কাননবালা, কেনা অভিনয় করেছেন তাঁর লেখা
নাটকে ? তাঁর লেখা অনেক নাটকেই স্বয়ং কাজী নজরুল গান লিখে সুরারোপ করে ছিলেন।
তাঁর
লেখা প্রধান নাটক গুলির মধ্যে প্রথম নাটক মোগল মসনদ, রসোনাট্য সর্বহারা চলে ছিল
রঙমহলে, পৌরাণিক নাটক শিবাজ্জুন চলে ছিল মিনারভা থিয়েটারে, মেয়েদের জন্য লিখে
ছিলেন কাল্পনিক নাটক বীর্যশুক্লা অভিনীত হয়
মিনারভাতে,তা ছাড়া মহিলা দের জন্য মীরাবাঈ ও ভবানী মঠ ছিল বিখ্যাত নাটক,
ঐতিহাসিক নাটক মারাঠা মোগল অভিনীত হয় মিনারভাতে, রঙ্গনাট্য বিপ্লব চলেছিল মনোমোহন
থিয়েটারে।
আরো দুটি নাটক মনোমোহন থিয়েটারে অভিনীত হয় সমুদ্র গুপ্ত ও মহারাষ্ট্র ।
ছোটদের জন্য তাঁর লেখা নাটক ‘কেদার রাজা ও রানা প্রতাপ’।
ঐ সময়ে ভারতের বুদ্ধিজীবীদের মধ্যে জাতীয়তা বোধের প্রভাব ছিল, সুধিন্দ্রনাথ
তাঁর বাইরে ছিলেন বলে মনে হয় না , শোনা যায় তাঁর লেখা নাটক ‘বাংলার বোমা’ ইংরেজ সরকার
নিসিদ্ধ করে ছিল ! অজানা রয়ে গেছে সেই বোমার মসলা কি ছিল।
প্রথম দিকে যে নাট্যকার রুপে অর্থ উপার্জন করতে পারেন নি তাঁর প্রমান ১৯৩০
সালে তিনি চলে আসেন হুগলীর কোন্নগরে, কাজ নেন একটি ওষুধের দোকানে ! পারিবারিক ভাবে
ধনী হলেও কেন কাজ নিলেন ওষুধের দোকানে তা অজানা, যদিও এটিই তাঁর জীবনে প্রথম এবং
শেষ চাকরী।
সৃষ্টিশীল মানুষেরা কখনো বোসেথাকার লোক হয় না, সুধিন্দ্রনাথ ও ছিলেন না। কোন্নগরে দারহাটায় তৈরি করে ফেল্লেন একটি পাঠসালা,যেটি
কে পরে তিনি সেকেণ্ডারি ইস্কুলে পরিনত করেন। দারহাটায় গেলে এখনো তার আবক্ষ মূর্তির
দেখা মিলবে।
! আজ থেকে ৩০-৪০ বছর আগেও বিভিন্ন অনুষ্ঠানে
একটা চল ছিল, বন্ধু বান্ধবদের জন্মদিনে সব্যসাচীর কলমে টারজানের
বইগুলি ছিল প্রথম পছন্দের তালিকায়।
সুধিন্দ্রনাথ ই সব্যসাচী ছদ্ম নামে লিখতেন।
শুকতারায় প্রথম দুটি টারজানের গল্প লিখেছিলেন নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়
১৩৫৯ বঙ্গাব্দে তৃতীয় কাহানী থেকে সুধিন্দ্রনাথ লেখা শুরু করেন। ১৩৭২ বঙ্গাব্দে
প্রথম লেখেন “টারজানের এডভেঞ্চার” ১৩৭৩ লেখেন “টারজানের নতুন
এডভেঞ্চার”,১৩৭৪ এ বের হয় “মৃত্যুহিন টারজান”, ১৩৭৫ এ বের হয় “বনের রাজা টারজান”, এর পর একের পর
এক গল্প বের হতে থাকে শুকতারায়। ওনার মৃত্যুর পর ও ১৩৯৯ সাল অবধি ধারাবাহিক ভাবে
টারজান প্রকাশিত হয়।
পরে দেবসাহিত্য কুটীরের টারজান সিরিজে ইংরাজি নামে গল্প গুলি বেরহতে থাকে।
যেমন টারজান দিএপ ম্যান, টারজান দি অ্যান্ড হিজ সন, টারজান দি ফিয়ারলেস্, টারজান
দি হিরো, টারজান ফাইট ফর হিজ লাইফ, টারজান অ্যান্ড হিজ ফ্রেন্ড ইত্যাদি বই গুলি
এখনো পাওয়া যায়। উনিই আবার শ্রী বেণীমাধব শীলের অক্ষয় লাইব্রেরী থেকে কলেজ
স্টুডেন্টদের জন্য ৫ টি টারজান সেরিজের বই লেখেন। এই সেরিজের বই গুলি লুপ্ত হতে
বসেছে ।
সুধিন্দ্রনাথের কলম এখানেই থেমে থাকেনি, করেছেন প্রায় ১০০০ উপর বিদাশী গল্পের
বঙ্গানুবাদ, দেব সাহিত্য কুটীরের অনুবাদ সেরিজের ‘এ টেল অফ টু সিটি’, লাস্ট ডেজ অফ
পম্পেই, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ‘ট্রাডিজি অফ সেক্সপিওর’, ‘সেক্সপিওর কমিডি’ বিদাশি গল্প চয়ন, বিশ্বের শ্রেষ্ঠ গল্প, গল্পের
বিশ্ব মেলা, ইত্যাদি উল্লেখ যোগ্য।
১৯৫০ সাল থেকে শুকতারায় প্রত্যেক সংখ্যায় থাকতো তার অনুবাদ একটি ছোট গল্প,
কখনো ভুতের গল্প কখনো বা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের গল্প কখনো রুপকথার গল্পের
অনুবাদ,
অনুবাদ না বলে ভাবানুবাদ বলা যেতে পারে, কারন বড়দের জন্য লেখা বিশ্বের শ্রেষ্ঠ
গল্প গুলি সাবলিন ভাবে ছোটদের জন্য উপযোগী করে লেখেন,এ গুলিকে শুধু অনুবাদ না বলে
ভাবানুবাদ বলা চলে । এই গল্প গুলি না পড়তে
পারলে ভাত রুচতোনা আমাদের ।
এই সব লেখা গুলি ছড়িয়ে ছিটিয়ে আছে হলদে হয়ে যাওয়া শুকতারার পাতায়, এখনো দেখা
মেলে মাঝে মাঝে । তাঁর লেখা শেষ ছোট গল্প শুকতারায় বের হয় ‘প্রলয়ের প্রক্কালে
হোমস্’( শারলক্ হমস্এর একটি গল্প )।
শ্রী বৈজ্ঞানিক নামে কল্প বিজ্ঞানের অনেক গল্প শুকতারায় অনুদিত হয়। ‘লতার নাম হাউ মাউ
খাউ”, “আলফা সেন্টুরির পথে’ উল্লেখ যোগ্য।
( অনেকে বলেন তিনি মধুসুদন মজুমদার ছদ্ম নামে ‘অমর বীর কাহানী’ ধারাবাহিক
শুকতারায় লেখেন, আসল মধুসুদন মজুমদার ছিলেন জন্মান্ধ তিনি দৃষ্টিহীন ছদ্ম নামে
লিখতেন )
মৌলিক সাহিত্যে ছিল তাঁর অবাধ বিচরণ,
গোয়েন্দা গল্প লিখেছেন অনেক, বই আকারে প্রকাশ পায়
গোয়েন্দা গল্প শেষ বলী, নৈশ অভিযান, ইস্কাবনের টেক্কা,লক্ষ টাকার
হীরে,মুখোসের অন্তরালে, ব্লাড হাউণ্ড,কালেরে কবলে ইত্যাদি।
লিখেছেন শুকতারায় ধারাবাহিক ভাবে গল্প সমকালিন কঠিন বাস্তবতা পূর্ব বঙ্গ থেকে
উৎখাতিত মানুষের দুঃখ যন্ত্রণার কাহানী “তাসের প্রাসাদ”, পরে বই আকারে
প্রকাশ পায় ‘মা ভাই বোন’ নামে।
বাংলা সাহিত্তে এ রকম অজস্র মনি মুক্ত ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছেন মানুষটা। ছড়িয়ে
ছিটিয়ে এই কারনে বলছি সেই সময় তাঁর অনেক লেখাই প্রকাশ পেয়ে ছিল ছদ্ম নামে ।
যা কিনা এখন ইতিহাসের অতলে লুকিয়ে আছে , এই বিষয় ও গবেষণা করা যেতে পারে।
শেষ জীবনে তিনি তাঁর একমাত্র ভাই নাট্যকার দেবেন্দ্রনাথ রাহার কাছে কালনায়
গিয়ে থাকতেন, ও মৃত্যুর কিছুদিন আগে উল্টোডাঙ্গার বাসভবনে চলে এসে ছিলেন পুত্র ‘অম্বরিশ রাহার’ কাছে, ১৮
ফেব্রুয়ারী ১৯৮৬ সেখানেই তাঁর মৃত্যু হয়।
পরিতাপ ও লজ্জার বিষয় মৃত্যুর মাত্র ৩ মাস আগে তিনি ‘কালিদাস রায়’ পুরস্কার পান।
বেসিমাত্রায় আত্ম সমালোচক অথচ আত্ম বিস্থিত বাঙালীর কাছে এটাই সান্তনা।
ইন্দ্র কোনো ধন্যবাদই ঝথেস্ট নয় । কী বলবো just spellbound . Hats off to you . তোমার কাছ থেকে এইরকম পোস্ট আরো চাই ।
ReplyDeleteধন্যবাদ রঞ্জনদা ,চেষ্টা করছি আরও হারিয়ে যাওয়া লেখক ও ইলাসট্রেটার দের তুলে ধরতে,।
Deletefatafati lekha hyechhe...post hoye jaoyar pore kokhono somoy pele du-ek bar revision diye avro te typo gulo correct kore nile sorbangosundor hobe ....
ReplyDeleteঠিক আছে চেষ্টা করছি ! অভ্র তে 'রেফ' দিতে পারছিনা ! অনেক বানান ঠিক পড়ছে না , আরও প্র্যাকটিস দরকার !
ReplyDeleteঅভ্র তে, English / বাংলা যেখানে ক্লিক করে টগল করা যায়, তার পাশেই একটা কীবোর্ডের সিম্বল আঁকা রয়েছে। সেটায় ক্লিক করলে সব চিহ্নের জন্য কোন কোন key চাপতে হয় তা লেখা আছে। তাও অসুবিধে হলে ওই কীবোর্ড সিম্বলের পাশেই একটা মাউস সিম্বল আছে। তাতে ক্লিক করেই লিখতে পারবে যেটা লিখতে সমস্যা। যেমন রেফ (rr) ঋ বা ৃ (rri) এই রকম। ঐ দুটো সিম্বলে ক্লিক করে ছোটো দুটো উইন্ডো তে ঐ "অভ্র ফোনেটিক লেআউট ভিউয়ার" এবং "অভ্র মাউস ক্লিক আ্যন্ড টাইপ" খুলে রেখেই ব্লগ পোস্ট টাইপ করতে পারো। খুব সুবিধে হয়। প্র্যাকটিস করলে স্পীড বাড়বে ঠিকই, তবে লেআউট সামনে খোলা থাকলে, লেখা স্লো হলেও, বানান ভুল বা টাইপো হবে না। ট্রাই করে দেখো।
DeleteThis comment has been removed by the author.
DeleteGMail-এর editor ব্যবহার করেও খুব সহজেই বাংলাতে লেখা যায় - তবে এজন্যে GMAIL-এর setting-এ ঢুকে "Enable input tools"-টা আগে configure করে নিতে হবে. GMAIL-এ বাংলা লেখার সুবিধা হলো, এটা টাইপ করার সাথে সাথেই all possible combinations-এর dropdown দিয়ে দেয় - যেটা আমার খু-ব-ই ভালো লাগে !!
Deleteসোমনাথ ও কুন্তলদা আমি চেষ্টা করে দেখছি !
DeleteAsadharan Anabadya jekono shabdai apnar ei parishram, aikantikata er tucha tobu sei klishe hoye jaowa dhanyabad shobdo ti abar likhte hoche karan dada ar kono bhabe kritagyata janaor bhasha amar kache nei chirajibi hok apnar ei blog nischit jani protiti notun blog amader ei bhabei samridha kore cholbe
ReplyDeleteঅনেক ধন্যবাদ , পাঠকদের থেকে ব্লগার রা শুধু উৎসাহ টাই চায় !
Deleteইন্দ্র, আপনাকে দুটো কথা বলব -
ReplyDelete১. আপনার কাজ অসামান্য। আমাদের বাংলা সাহিত্য নানা রত্নের এক বিরাট সাগর এর মত । আপনি সেই মনি মানিক্য তুলে আনার চেষ্টা করে চলেছেন এবং সেটা খুব ই আন্তরিক ভাবে। আপনাকে কুর্নিশ।
২. আগে একটা পোস্ট এ দেখলাম আপনার অভ্র ব্যবহার্ করতে অসুবিধা হচ্ছে লিখেছেন। প্রযুক্তি গত কারণে আপনার লেখা থেকে যাতে বঞ্চিত না হতে হয় সেটা দেখা আমাদের কর্ত্যব্য। অভ্র বাদ দিন। এই লিংক এ গিয়ে পুরো লেখা টা লিখে কপি পেস্ট করে দিন http://www.google.com/intl/bn/inputtools/try/ . খুব সুবিধা জনক ও. আমি এই পুরো লেখাটা ২ মিনিটে এইটা দিয়েই লিখলাম।
ভালো থাকবেন।
- রঞ্জন
ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ, আমি এই লিংক টি থেকে চেষ্টা করে দেখছি ! আপনিও ভালো থাকবেন !
Deleteএই মধুসূদন আর দেব সাহিত্য কুটিরের বিদেশী বইয়ের অনুবাদক "শ্রী মধুসূদন" কী একই ব্যাক্তি?
ReplyDeleteহ্যাঁ একই ব্যাক্তি ! আসল মধুসূদন মজুমদার 'দৃষ্টীহিন" নামে লিখতেন । অদ্ভুত শোনালেও সত্যি !
Deleteঅ-সা-ধা-র-ন। কিছু বলার নেই। এই সব ভুলে যাওয়া লেখকদের নিয়ে কাজ হওয়া যে কাতো জরুরী তা বলে বোঝানো যাবেনা। ইন্দ্রভাই সেই কাজটিই করে আমাদের গভীর কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন। এর জন্য সহস্র সাধুবাদ।
ReplyDeleteসুধীন্দ্রনাথ রাহা বাংলার প্রায় সববয়েসী পাঠকদের কাছেই অত্যন্ত প্রিয়। যদিও ওনার প্রচুর লেখাই ছদ্মনামে তবে লেখার স্টাইলে আসল লেখককে ঠিকই চিনে নেওয়া যায়। এই বিস্মৃতপ্রায় লেখকের বিষয়ে এত অথ্য জেনে সমৃদ্ধ হলাম।
প্রদীপদা একদম মনের কথাটি বল্লেন , উনি যতই ছদ্ম নামেই লিখুক না কেন লেখার স্টাইল দেখেই চেনা যায় ! অনেক ধন্যবাদ ,ভালো থাকবেন !
DeleteIndrada: bhalo lekha.tomake avro phonetic(mane jemon sunte lage) sebhabe likhte hobe..r avro charao blog post er dike ek jaygay option thake je kono bhasay lekhar including bangla..seta soja bole amar mone hoy.
ReplyDeleteআচ্ছা
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteHe is an amzing writer. One of my favourite.
ReplyDeleteI wonder if you can help - you seem very knowledgeable about Sri Sudhindranath Raha and his creations. I am looking for an original Tarzan story he wrote for Shuktara 40-45 years ago. Unfortunately I could only read a small part of it, and would love to find the rest. Could you please tell me if the Tarzan books were published and if they are still available?
ReplyDelete