Post # 252 Polatok By Mayukh Choudhury
ময়ূখ
চৌধুরীর “ইতিহাসের
পলাতক” বই
টির মদ্ধে মোট ২ খণ্ডে দেওয়া কমিকস্ ও দুটি গল্প দেওয়া আছে, যথা ক্রমে পলাতক গুন্ডা
(একটি শূকরের কাহিনী) ও শেরউড বনের পলাতক (রবিন হুডের কাহিনী)। রবিন হুডের ব্যাপারে ও রাজা রিচার্ড এর ব্যাপারে
দু এক কথা না বল্লে না, দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে ইংল্যান্ড এ তখন বিজয়ী নরমান
জাতি গরিব স্যাক্সন জাতির উপর উৎপীড়ন করতো, সেই সময় সত্যি একজন স্যাক্সন যুবক এর
বিরুদ্ধে রুখে দাড়ায়। তাই দেখা যায় রবিন হুডের কাহিনী কোন একজন লেখকের লেখা না
,বহু লেখক লিখেছিলেন। এই গল্পটির শেষে দেখা যায় “লায়নহার্ট” রাজা
রিচার্ড ক্রুসেড থেকে ফেরার সময় শেরউড বনের মদ্ধ দিয়ে আসার সময় রবিন হুডের মুখো
মুখি হন......। রাজা রিচার্ড ছিলেন সত্যি সিংহ হৃদয় ,তিনি জাতিগত ভেদাভেদ মানতেন
না, ওনার ছিল বিশাল আকার চেহারা, উচ্চতা ছিল ৬ ফিট ২ ইঞ্চি। প্যালেস্টাইনে তখন ধর্ম যুদ্ধ চলছিলো খ্রিস্টান
ও মুসলমান রাজা সালাদিনের মদ্ধে, ইতিহাস বই তে আমরা এই ঘটনার উল্লেখ পাই। কিন্তু
আসল ঘটনা যানতে গেলে “স্যার
ওয়াল্টার স্কটের” দি
'ট্যাঁলিস ম্যান' বই টি পড়তেই হবে। আসলে সিরিয়া, প্যালেস্টাইনে যাযাবর দস্যু জাতিরা
খ্রিস্টান সাধুদের উপর অত্যাচার করতো, দোষ
পড়তো মহান রাজা সালাদিনের উপর,সেই সময় ইউরোপের রাজা রা মিলে ক্রুসেড করতে যান ও গো-হারা
হারেন, ও দিকে খ্রিস্টান শিবিরের মদ্ধে কোন দেশের পতাকা উড়বে তাই নিয়েও মনমালিন্য
শুরু হয়।
রাজা রিচার্ড কালব্যাধি মরু জ্বর এ আক্রান্ত হন,
তখন স্বয়ং রাজা সালাদিন এসে ‘কবিরাজের’ ছদ্মবেশে রিচার্ডের
অশুখ সারিয়ে তোলেন, না হলে রিচার্ডের মৃত্যু ছিল নিশ্চিত। শেষে রাজা রিচার্ড ও সালাদিনের মদ্ধে
বন্ধুত্বর সম্পর্ক হয়ে যায়। “স্যার ওয়াল্টার স্কটের” দি ট্যাঁলিস ম্যান বই টি দেব সাহিত্য কুটীরের আনুবাদ সাহিত্য
সিরিজের অন্তর্গত।
রবিন
হুড ছিল কি ছিল না সে তর্ক বৃথা, আপাতত গল্প রসে মজে যাওয়া যাক।
anurodh rakhar jonyo ajosro dhonyobad...ko din aagei aapnar fb bondhu sumit babu r sangrohe dekhechhilam...boiti anek khunje na peye hotash hoye porechhilam...aaj apnar doyay firey pelam...
ReplyDeleteবই টা কিন্তু ১-২ বছর আগে "নির্মল বুক এজেনসি"তে পাওয়া যেত। আশ্চর্য এখন বলছে নেই।
ReplyDeleteএই বইটা বছর দশেক আগেও সহজেই পাওয়া যেতো - আমি কিনেছিলাম "খাতা-কাগজ বিক্রিওয়ালা"-র কাছ থেকে - কেউ একজন কিলো-দরে একে ছেড়ে দিয়েছিলো !!
Delete'রবিন হুড' ক্যারেক্টার টলিউডেও প্রভাব বিস্তার করেছিলো - এই মুহুর্তে দুটো বাংলা সিনেমার কথা মনে পড়ছে যা রবিন হুডের গল্পের উপর বেস করে করা হয়েছিলো - 'দস্যু মোহন (ছবি বিশ্বাস)' আর 'নিধরাম সর্দার (উত্তম কুমার)' - দুটোই সেসময় ভালো চলেছিলো।
In the same thread "কবন্ধ বিগ্রহের কাহিনী"-টাও এই ফাঁকে হয়ে যাক না !! - বহুদিন পড়িনি... ইন্দ্রানাথদা.........
Dasyu Mohon e ki hero Pradip Kumar chilo na??
Deleteহ্যা - প্রদীপ কুমার
DeleteNirmal Book Agency Mayukh Chowdhury'r total kota boi chepechilo ?
ReplyDeleteঅনেক গুলো, আমার প্রথম দিকের ময়ূখ চৌধুরীর পোস্ট এ লিস্টের পাতা টা স্ক্যান করে দিয়েছিলাম ।
ReplyDeleteAmi ei boiti hotath Dum Dum Cantt. er platform er ekti purono boier dokane khub ojotne pore thakte dekhechilam, jei matro dekha no time waste, kiney fellam, loketi amar theke 15 taka nilo ar bhablo khub boka baniyechey, apnara ki bolen, boka k? Ghotona ti just (bodhoy) last month er.
ReplyDeleteSomehow কমিকসের মধ্যে text-এ লেখা ভালো লাগে না - এই জন্যেই অনেকেই এই বইটিকে সংগ্রহে রাখে না।
DeleteRegularly bhalo na lagleo majhe-sajhe mondo lage na @Kuntal da....jemon oi DSK pb gulo,jekhane majhe-modhey comics uki mare(Jst ei karone kichu Pb kinechilam,karon golpo gulo besir-bhaag ordinary,kintu kichu old comics ache --- ar khub samano kichu bhalo lekha!)
Deleteযাক এসে গেছে...ওদিকে ওয়াকার বলেছে সবকটি বাংলা সাদা কালো রবিন হুড সে দিয়ে দেবে|
ReplyDeleteভালো কথা...প্রচ্ছদ-শিল্পী আমাদের সবার প্রিয় বিমল দাস :-)
ReplyDeleteতা আর বলতে, এমন জীবন্ত ছবি কে আকবে ?
DeleteAjj notun kichu hobe naki???
ReplyDeleteহ্যাঁ
Deletemoney hochchhe aajker Indrajal comics aschhey : "Tantrik Hoogan" ( chaloman ashoriri)...:)
ReplyDeleteঠিক ,বেতাল ও তান্ত্রিক হুগান দিচ্ছি।
Deleteprothom dikkar pujabarshiki anandamela r chhoto suktarar sange jodi keu chhoto kishor bharatiguno nijer blog e upload korten tobe aro chomotkar laagto...tobey Indranath da serial maintain kore ijc upload satyi e bochhorer dekha amar motey sera kaaj...aami aboshyo gato 2013 theke blogti dekhini...khunje peyechhi 2014 tei...:p :)
ReplyDeleteএই মাসের ১৩ তারিক এই ব্লগের জন্ম দিন। আর কিশোরে ভারতি তো মহা স্থবির দেওয়া শুরু করছে।
DeleteJani...Kichudin agei Chek Korchilam...1 borsho Udjaponer Jonno Ekta Bhalo Post Chai Kintu...Thank You Indra Da...
Deletejah kothay dekhini to ?! seto moyukh angsho bishesh. aami onar purono upload shuktara 1365 type pdf er kotha bolchhilam....last dekhechhilam "aporajeyo rakshakaboch ijc /betal ditey...:)
DeleteIndrada aapni pray e col st jaan chhoto kishor bharati yearly pele plz fb ba mail marfot janaben plz...:p :)
Deleteমহা স্থবির গতকাল পোস্ট করেছে কিশোর ভারতি ।
Deleteঠিক আছে পেলে জানাবো।
Deleteanek dhonyobad...:)
Deleteঠিক আছে...।পরিকল্পনা রইলো।
ReplyDeletePalatak boi ta download kora jacchena. Indra babu, please ekbar link ta deben.
ReplyDelete