লাস্ট ২ বছরে কোন রবি বার কোন গল্প হয়েছে সানডে সাস্পেন্স এ সব লেখা আছে আর টরেন্ট থেকে সবকটা গল্প নামানো আছে। আর bengali-mp3.com এ সব গল্প আছে। প্রত্যেক দিন ওরা আপডেট করে।
2 to Sunday Suspense Dutoi Satyajit Ray er Lekha Gopo...Ekta "AVIRAM" ar Ekta "Lakhpati" ei Duto Sunday Suspense kothhao Available na... Lakhpati r ekta Link Chilo...Kintu Seta Dead...Ar Sondheho Ache J Aviram Keu Record o Kore chilo Kina...Ei Duto Ki Karor Kache Ache ???
আভিরাম ও লাখপতি আমি কিন্তু লাস্ট ২ বছর ১ মাসের মদ্ধে শুনিনি। হয়ত তার আগে কোন দিন গল্প পাঠ হয়েছে। তাছাড়া "মাকড়সার রস" টা নেই কোথাও। যেটা আছে সেটা Sunday Suspense র না,ওটা রহস্য রোমাঞ্চ সিরিজ এর, ডাউনলোড করে দেখো !!
"লাখপতি" ব্রডকাস্ট হয়েছিলো ২০১০ সালের ২৮শে ফেব্রুয়ারী - লিঙ্কটা নিচে দেওয়া: https://drive.google.com/file/d/0B3I9BqS3az5wU0Y5TjFucEMtVGM/edit?usp=sharing
"অভিরাম"-টা পাওয়া দুষ্কর - FB-তে একজন বলছে যে তার কাছে থাকলেও থাকতে পারে - পেলে অবশ্যই জানাবো
ধন্যবাদ। বড়োদার "বহুরুপি"টা সাইট এ আছে যেটা সেটা কোরাপ্ট আছে, ভালো টা পেলে দয়া করে জানাবেনও। আর "মাকড়সার রস" টা নেই কোথাও। যেটা আছে সেটা Sunday Suspense র না,ওটা রহস্য রোমাঞ্চ সিরিজ এর,আসলটা আমি শুনেছি সেটা মীরের করা সেটা টরেন্ট বা bengali-mp3.com এ নেই।
"বহুরুপী" - এই সাইট থেকে ডাউনলোড করে নাও - মনে হয় এটা বেটার কপি - নাহলে youtube থেকে ডাউনলোড করা যায়... http://banglarsangeet.blogspot.com/2011/03/sunday-suspense-bohurupi-saradindu.html
আমি মেনলি ফেলুদার গল্প গুলোকে সযত্নে preserve করে রাখি !!
purono boier dokane r ami ektu boi habhate type...boi hathe niye bichhanay goriye porar kachhe r kichhui nei...anek bondhu achhen parar lokjon oi boipaglake kichhu boi toi diye mukh bandho rakhen r ki...tobe sabtaai sukher noy ei boier chokkore anek anek probonchona r blackmailing er shikar o hoyechhi se kotha na bolai bhalo...:p :)
:P :) na na msda ba aapni kom kisey ?! amar mato anek manush achhen. ei blogti na thakle eibhabe akopot e moner janala khulte partam kina janina. aapnake ajosro dhonyobad. prosongato boli...col st er j du ekjon old book seller amader ei chhotto mofoswal e anu-boimelay ashen tader kachh thekeo anek purono boi kinechhi.
একদম ঠিক আমরা সব বাতিক বাবুর মতো।। আমিও ভাবি আজ থেকে ৪০-৫০ বছরের বই গুলোতে মালিকের নাম লেখা আছে...আজ তাঁরা কোথায় ? তিনটে মোটা বাঁধান শুকতারা পাই ৫০ বছর আগের। ভদ্রলোকের নাম এ কে চক্রবর্তী , সখ করে বইয়ের পাশে সোনালি জল দিয়ে নিজের নাম লিখে ছিলেন ।
aageykar din e libray ba personal collection guno bandhano hoto lather case e sangey oxidised sonar jol e naam lekha thakto hoyto gurujon kiney bandhiye diyechhen.dhore niye 60/60+ bochhor boyosko pathok dhore nichchhi...tobei bujhun 1342 ba swadhinotar aagekaar j bharatbarsha bosumati probashi guno amar sangrohe achhe tader original woner ra r ihojogote achhen boley money hoyna...:P :)
ছোটবেলায় ইন্দ্রজাল কমিকস পড়ার মূল আড্ডা ছিলো আমাদের স্কুলের সামনে থাকা এক লাইব্রেরী। - মোটা মোটা বাঁধানো কমিকসের বইগুলো লাইব্রেরী থেকে ইস্যু করা হতোনা - সেখানে শুধু বসে এইগুলো পড়া যেতো। টিফিনের ঘন্টা বাজলেই আমরা একছুটে লাইব্রেরী গিয়ে কাড়াকাড়ি করে বইগুলো শেয়ার করে পড়তে বসে যেতাম। এমনকি ক্লাস ফাঁকি দিয়ে অনেকেই স্কুলের রেস্টরুমের পাশে ভেঙ্গে যাওয়া পাঁচিলের মধ্যে দিয়ে গলে গিয়ে, ঝোপ-ঝাড় ডিঙিয়ে, কিছুটা গলি মতো একটা আলপথ দিয়ে নেমে, রাস্তা টপকে লাইব্রেরিতে পৌঁছে যেতো !! মাসখানেকের মধ্যেই আমাদের এই দ্বি-প্রাহরিক অভিযানের কথা স্কুলের হেড মাষ্টারমশাইয়ের কানে কেউ একজন তুলে দিলো। অত:পর যা হবার তাই হলো - একদিন টিফিনের ঘন্টা বাজার পর, পাঁচিলের ফাঁকের যে গলিপথ দিয়ে আমরা স্কুল থেকে ভেগে লাইব্রেরি যেতাম, সেখানে হুলো বিড়ালের মতো ওঁত পেতে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্যারকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলো - হাতে এক লকলকে বেত। জালে পরা মাছেদের মতো আমরা তাঁর হাতে ধরা পড়তেই শুরু হলো তাঁর ফ্রী-স্টাইল বেত চালানোর প্রতিযোগিতা সঙ্গে 'দেখ কতো মজা এবার' টাইপের হু-হুঙ্কার। বাবাগো-মাগো বলে উচ্চস্বরে কান্নাকাটির মধ্যে দিয়ে আমরা যে-যার ক্লাসে ফিরে এলাম। এর কিছু দিন পরেই লাইব্রেরী থেকে আমাদের জানিয়ে দেওয়া হলো যে স্কুল চলাকালীন কখনোই ওই সব কমিকসের বইগুলো আর পড়তে দেওয়া হবে না। অত:পর স্কুল ছুটির পর আমাদের সেখানে যাওয়া-আসা শুরু হলো - তখন বিপদ দেখা গেলো বাড়িতে, দেরী করে ফেরার জন্যে !!!
এই সব বইগুলো দেখলে সেই সব পুরনোদিনের কথা অনেক মনে পড়ে যায়। শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের 'মেজদার' গল্পের মতোই অতি-নাটকীয়তায় ভরা ছিল আমার শৈশব প্লাস কৈশোরের দিনগুলো....
ইন্দ্রজাল কমিকস্ নিয়ে আমার জিবনে অনেক ঘটনা আছে, আজ ই একটা মনে পড়ল। আমার একটা ইন্দ্রজাল হারানোর জন্য "পাঁচু গোপাল" বলে এক বন্ধু কে আমি আর আমার মামাত ভাই ভয় দেখিয়ে ২০-২৫ টা ইন্দ্রজাল আদায় করে ছিলাম...দেখা হোলে সেই কথা ও এখনও বলে।
@Indrada : 1 tar bodole 20-25???? ha ha ha.... Tomae Amritangsu-r kotha bolechilam?? Amar besh-kichu Indrajal or kach-theke ritimoto "tola-baji" kore neoa...jodio tate o kokhono complain koreni sir-der kache....noile hoto..... ;o)
Amra jara aj Indrajal-addicts er category-te pori,tader bodhoy ei dhoroner onek memory ache..... And notice a funny side : we behaved like those 'villains' to read the stories of those 'heroes' who used to beat those villains quite regularly ;o) ....We are lucky that there were NO REAL Betal/Bahadur or Mandrake or Lothar...ha ha ha
Thank You ! আমি sure আমাদের সবারই জীবনে এরকম অজস্র ছোটখাটো ভালোলাগা ঘটনা আছে, যেগুলো ঠিক হারিয়ে যায় নি, কিন্তু সহজে স্মৃতির কোটর থেকে বার হতে চায় না, যতক্ষণ পর্যন্ত না সেগুলোকে কেউ টেনে বার করে আনে। ইন্দ্রজাল কমিকস সেই rare কেউ একজন !!
আরও একটা কথা - 'কুন্তলবাবু' বললে নিজেকে খুব বয়স্ক মনে হয় !! :) তাই স্রেফ নাম ধরে ডাকলে কিছুটি mind করবো না। আমি generally নতুন কারোর সাথে আলাপ হলে, সম্বোধন 'দাদা' দিয়ে শুরু করি (মফস্বল বা হোস্টেল-এর চল আর কি !) - কিন্তু অনেকেই আবার 'দাদা' বলাটা পছন্দ করে না !! আমি সে-দলেও নই !!
আরে ধ্যুস! রাগার কোনো প্রশ্নই আসে না - বাঙালি হলেও আমার 'ইগো' বেশ অনেকটাই কম !! আমার এক বন্ধু + colleague বর্ধমানেরই ছেলে - কোন শহরের, তার নাম এখন ভুলে গেছি - কিন্তু বেশ কয়েকবার ট্রেনে চেপে তার বাড়িতে গিয়েছিলাম !! রুপনারায়নপুর নামটাও খুব সুন্দর । আমি অবশ্য জন্মসূত্রে দ: ২৪ পরগণার (এখন অবশ্য কলকাতা হয়ে গেছে) "সোনারপুর"-এর বাসিন্দা - লোকাল স্কুলের পর যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশুনা শেষ করেছি।
Arre Kuntal da,apnio ex-JU?? :o) Kon year apnar...amar to 2000-05... Ei FB/Blog sutre onek ex-JU der sathe alap hoye geche amar,bhaloi lage jokhon dekhi sobai sei Campus-er fele asha memory guloke bhule jayni!! :)
@HojO - অ্যাই !! আমি তাহলে সত্যি সত্যিই খাঁটি 'দাদা' ! আমি JU থেকে Physics-এ graduation করেছি 1992-তে - তারপর post-graduation (MCA/CompSc) 1995-e - তুমি কোন ডিপার্টমেন্ট-এর? FB-র JU-এ blog-এ আমিও আছি - কিন্তু তেমন ফলো করা হয়ে ওঠে না।
Arre ta to boltei..Uni-tuto dada/didi-der sommani alada!! ha ha.... Btwn, Ami Chemistry dept!! Amader somoy SL5 e Chem Part-I ar SL-6 e Phy Part-I er class gulo hoto...2nd floor er adjacent galaries....ageo ki tai chilo naki?? ;o)
Ami sei bhabe 2nd/3rd yr-er period miss korina jotota kori 1st yr!! Ohh...SL 5 er fele-asa din gulo bhulbona...abar Part-I e porte icche korche ;o)
@HojO - হ্যা - আমাদের সময়েও ওই দুটো dept.-এর ক্লাস পাশাপাশিই হতো - First Year-এর মজাই আলাদা কারণ তখনও স্কুলের আবহাওয়া গায়ে লেগে রয়েছে প্লাস এত্তোগুলো ছেলে-মেয়ে একসাথে !! দুটো মজার ঘটনা আমার এই মুহুর্তে মনে পড়ছে - একবার Physics বিল্ডিং-এর সামনের ঝিলটার উপরে থাকা সাঁকোটার গায়ে হেলান দিয়ে আমরা 'নারীজগৎ' অবলোকন করে চলেছি - এমন সময়ে আমাদের সম্মিলিত পাছাদের চাপে হঠাৎই সাঁকোটা মড়মড় শব্দে ভেঙ্গে বেশ কয়েকজন জলে পড়ে যায় - বাকি কয়েকজন আমরা কোনমতে নিজেদের সামলিয়ে নিই !! আরেকবার আমাদের এক বড়লোকী ক্লাসমেট কোথা থেকে এক ঝড়ঝড়ে ফিয়াট গাড়ি নিয়ে ক্লাসে আসে। লাঞ্চ টাইমে আমরা গোটা আটজন মিলে সেই গাড়ির সামনে-পিছনে-ভিতরে চেপে, ক্রিকেট টুর্নামেন্টের কাপ-জয়ী দলের মতো করে গোটা ক্যাম্পাস ধীরে ধীরে চক্কর দিচ্ছি। হবি তো হ', ব্যাটাচ্ছেলে গাড়ী ঠিক আর্টস বিল্ডিং-এর সামনে এসে গঁ-গঁ করে একেবারে থেমে যায়!! গোটা মেয়ে-বিল্ডিং-এর হাসির মধ্যে দিয়ে সেই গাড়ীকে ঠেলে ঠেলে আমাদের ফেরত নিয়ে আসতে হয় !!!
Dhonnobad. Comics gulo chhotobalay porechhilam. ta praye 80s er majhamajhi hobe. kichhu lines akhono mone achhe jodiyo er majhe ato bachhor ar pora hoini. Jamon, Willy ke bolchhe tar teacher, "Willie tumi ki tule merechho? tomar lekha nirbhul." Buzz sawyer bolchhe " AMON DIM AR MANGSHO KAKHONO KHAINI" ar kothay jani "AR KICHHU TA SHUWARER MANGSHO, RASTAYE BACHHADER KHAWAR JONYO",
"Willie tumi ki tule merechho? tomar lekha nirbhul." এটা হোল ৩০২ আদিম মানবের মরন মন্ত্র । আর " AMON DIM AR MANGSHO KAKHONO KHAINI" ar kothay jani "AR KICHHU TA SHUWARER MANGSHO, RASTAYE BACHHADER KHAWAR JONYO", এই সব কটা বাক্যাংশই আর রহস্য ময় রাজকুমার বইয়ের অন্তর্গত "রহস্য ময় রুপোর খনির", বাজ সওয়ার এর। আমাকে যদি নির্বাসন দেওয়া হয়ই আর বলা হয় ৩ টে মাত্র ইন্দ্রজাল নিতে পারি,তবে "রহস্য ময় রুপোর খনির" এই ৩ টে পার্ট আমি নেবো। "বুম বাঙ্গস" এর কথা মনে আছে আপনার ? যে বাড়িতে বাজ আর রস্কো আটকে পড়বে ! আর ভবঘুরে 'স্প্লানযা' পরি বার এসে জুটবে ! লাস্টে রস্কো আর বুমের মেয়ে গ্লরিয়ার বিয়ে হবে! গল্প টা আমার কমকরে ১০০ বার পড়া ! ধন্যবাদ আপনাকে !
indranath da eta amar priyo kahini.3te part e achhe...rahasyamoy raajkumar er sange. abhisapto neeltara r nimulas theke cancer er oshudh ber korar kahini tao bhalo jathesto cinematic upadan e vorpur...buzz sawyer er beshir bhag kahini te super hero r image noy jitechhe kahini e...ekhono sankhya asheni taai chupchap chhilam...:)
ajosro dhonyobad...aamar abhigyotao anekta erokom e...he he
ReplyDeletetobe amar khetre boita shudhu aalada Shirshendu Mukhopadhyay er lekha "monojder adbhut baari" pore samogro kinleo Sudhir moitra er mojadar cartoon dhormi illustration er dukkhu ta aajo roye giyechhe...:)
samgra korlei chhobi baad keno k janey...:(
dekhchhi amader prochur mil...sei samoye (khub chhoto belay) j dukkho guno k baro baro money hoto ekhon segulo bhable khub haasi paay...:)
aboshyo ekhono radio shonar abhyasta tyag korte parini.bodole fm shuni nochet dl kore priyo program guno shuni. fm ashar por priyo anusthan "sunday suspense","rohoshyo romancho -aschey se aschhey", "bhoot" etyadi...keu shonen ki ?! janar echchhe roilo
লাস্ট ২ বছরে কোন রবি বার কোন গল্প হয়েছে সানডে সাস্পেন্স এ সব লেখা আছে আর টরেন্ট থেকে সবকটা গল্প নামানো আছে। আর bengali-mp3.com এ সব গল্প আছে। প্রত্যেক দিন ওরা আপডেট করে।
Deletehnyaa amio okhan thekei namai....aapnio bt sadoshyo jantam na...:p :)
Deleteshuney money holo nijekei aaynay dekhchhi...:)
না না আমি বি টি মেম্বার নই। এটা ফ্রী সাইট আছে।
Delete2 to Sunday Suspense Dutoi Satyajit Ray er Lekha Gopo...Ekta "AVIRAM" ar Ekta "Lakhpati" ei Duto Sunday Suspense kothhao Available na... Lakhpati r ekta Link Chilo...Kintu Seta Dead...Ar Sondheho Ache J Aviram Keu Record o Kore chilo Kina...Ei Duto Ki Karor Kache Ache ???
Deleteআভিরাম ও লাখপতি আমি কিন্তু লাস্ট ২ বছর ১ মাসের মদ্ধে শুনিনি। হয়ত তার আগে কোন দিন গল্প পাঠ হয়েছে। তাছাড়া "মাকড়সার রস" টা নেই কোথাও। যেটা আছে সেটা Sunday Suspense র না,ওটা রহস্য রোমাঞ্চ সিরিজ এর, ডাউনলোড করে দেখো !!
Delete"লাখপতি"-টা তো দেখছি আমার কাছে রয়েছে - কারোর লাগলে share করতে পারি...
Deleteআমার লাগবে, লিঙ্কটা পেলে ভালো হয় কুন্তলদা !!!
Delete"লাখপতি" ব্রডকাস্ট হয়েছিলো ২০১০ সালের ২৮শে ফেব্রুয়ারী - লিঙ্কটা নিচে দেওয়া:
Deletehttps://drive.google.com/file/d/0B3I9BqS3az5wU0Y5TjFucEMtVGM/edit?usp=sharing
"অভিরাম"-টা পাওয়া দুষ্কর - FB-তে একজন বলছে যে তার কাছে থাকলেও থাকতে পারে - পেলে অবশ্যই জানাবো
ধন্যবাদ। বড়োদার "বহুরুপি"টা সাইট এ আছে যেটা সেটা কোরাপ্ট আছে, ভালো টা পেলে দয়া করে জানাবেনও। আর "মাকড়সার রস" টা নেই কোথাও। যেটা আছে সেটা Sunday Suspense র না,ওটা রহস্য রোমাঞ্চ সিরিজ এর,আসলটা আমি শুনেছি সেটা মীরের করা সেটা টরেন্ট বা bengali-mp3.com এ নেই।
Delete"বহুরুপী" - এই সাইট থেকে ডাউনলোড করে নাও - মনে হয় এটা বেটার কপি - নাহলে youtube থেকে ডাউনলোড করা যায়...
Deletehttp://banglarsangeet.blogspot.com/2011/03/sunday-suspense-bohurupi-saradindu.html
আমি মেনলি ফেলুদার গল্প গুলোকে সযত্নে preserve করে রাখি !!
মাকড়সার রস প্রচারিত হয়েছিলো ২০১২-র মার্চ ১৮তে - ওটার Sunday Suspense versionটা আছে - লিংক পাঠাচ্ছি পরে !!!
Deleteঅনেক ধন্যবাদ। মাকড়সার রস Sunday Suspense version অনেক দিন হোল খুঁজছি ।
Deleteমাকড়সার রস প্রচারিত হয়েছিলো ২০১২-র মার্চ ১৮তে - ওটার Sunday Suspense version-র লিংক হলো এই:
Deletehttps://drive.google.com/file/d/0B3I9BqS3az5waUIxQ1pqMmlMNms/edit?usp=sharing
দস্তার আংটির প্রথম পর্বের দ্বিতীয় পাতাটা মনে হয় মিসিং আছে... পুরোটা আবার পড়ার অপেক্ষায় রইলাম !!
অনেক ধন্যবাদ পুরানো গল্পগুলোকে আবার ফিরিয়ে দেবার...
অনেক ধন্যবাদ.....।।আমার Sunday Suspense version এর সব শেষ হোল।
Deleteহে: হে: - এবারে কিন্তু 'দস্তার আংটি' আর 'কবন্ধ বিগ্রহের কাহিনী' চাই !!
Deleteঅবশ্যই 'কবন্ধ বিগ্রহের কাহিনী" স্ক্যান করা এবার শুরু করবো ।
Deleteapekkhay thak lam kaaligular sarojontro er....eddiney matro ektai dekhlam amar achhe bhoyonkor astro "jadukar mandrake er...ki abostha...lojja jonok!!!
ReplyDeleteআপনি কোলকাতায় থাকলে অনেক যোগাড় হয়ে যেত, অবাক হয়ে যাই আপনি অত দূরে বসে এতো বই কোথায় পাচ্ছেন ?
Deletepurono boier dokane r ami ektu boi habhate type...boi hathe niye bichhanay goriye porar kachhe r kichhui nei...anek bondhu achhen parar lokjon oi boipaglake kichhu boi toi diye mukh bandho rakhen r ki...tobe sabtaai sukher noy ei boier chokkore anek anek probonchona r blackmailing er shikar o hoyechhi se kotha na bolai bhalo...:p :)
Deleteanek boi e cheye chinte takar madhyome hoy...r ja hoyna taar jonyo aapnader dorey dorey bubhukkhur mato ghurey berai r ki...:D
Deleteআপনার এই সাহিত্য প্রিতি কে আমার স্বাস্রদ্ধ কুর্নিশ। আপনি কোলকাতায় থাকলে খুব ভালো হতো।
Deleteএমন বই পাগল মানুষ খুব কম ই আছে ।
Delete:P :)
Deletena na msda ba aapni kom kisey ?! amar mato anek manush achhen. ei blogti na thakle eibhabe akopot e moner janala khulte partam kina janina. aapnake ajosro dhonyobad. prosongato boli...col st er j du ekjon old book seller amader ei chhotto mofoswal e anu-boimelay ashen tader kachh thekeo anek purono boi kinechhi.
aami purono boi kini taar mulotoh duti karon....
Delete01) ei boigunor sange chhotobelar smriti joriye achhe.
02) aneker anek personal smriti joma hoy ....
jemon ekbar shekhar ahmed er ekti cartoon/byangatmak patrika "Patrapath" boitir bhetor Artist "Rebati bhushan" babur anka original cartoon paai.
r ekbar purono anandalok 1981 kiney taar modhye ekta cinema hall er ticket paai...minarbha cinemar. sei samoy ticket e tax ditey tatey stamp mere deoa hoto. r ticket samet stampta kanchi diye majhkhan theke kete dorshokder ferot deoa hoto. oi ticket er pechhone lekha chhilo bikel 4te jora kamaner samne (adhuna bilupto) maney ekta chhoto premer kahini.
r bachchader hizibiji anka to pray e paai sangey nijer naam k koyekti bar autograph er bhongite nanan kaayda kore lekha o peyechhi.
last j chhoto anandamela paai (kini) tatey lekha complimentary copy from abp. eshob nanan smriti.
ekti dsk pb rakhyosh khokyosh kiney dekhi seti prothom srenite prothom hobar puroskar...nibedita (sambhabato orphanage)home er ekti chhotto meyer....
puro baatikbabu taaina ?! ki bolen Indranath da ?! ha ha...:D
একদম ঠিক আমরা সব বাতিক বাবুর মতো।। আমিও ভাবি আজ থেকে ৪০-৫০ বছরের বই গুলোতে মালিকের নাম লেখা আছে...আজ তাঁরা কোথায় ? তিনটে
Deleteমোটা বাঁধান শুকতারা পাই ৫০ বছর আগের। ভদ্রলোকের নাম এ কে চক্রবর্তী , সখ করে বইয়ের পাশে সোনালি জল দিয়ে নিজের নাম লিখে ছিলেন ।
aageykar din e libray ba personal collection guno bandhano hoto lather case e sangey oxidised sonar jol e naam lekha thakto hoyto gurujon kiney bandhiye diyechhen.dhore niye 60/60+ bochhor boyosko pathok dhore nichchhi...tobei bujhun 1342 ba swadhinotar aagekaar j bharatbarsha bosumati probashi guno amar sangrohe achhe tader original woner ra r ihojogote achhen boley money hoyna...:P :)
Deleteaapnar fb chat box e kichhu chhobi pathalam ...col st e pele janaben...plz r eguno khub rare kintu....:)
Deletesorry bhul kore mail kore diyechhi...:p :)
Deleteছোটবেলায় ইন্দ্রজাল কমিকস পড়ার মূল আড্ডা ছিলো আমাদের স্কুলের সামনে থাকা এক লাইব্রেরী। - মোটা মোটা বাঁধানো কমিকসের বইগুলো লাইব্রেরী থেকে ইস্যু করা হতোনা - সেখানে শুধু বসে এইগুলো পড়া যেতো। টিফিনের ঘন্টা বাজলেই আমরা একছুটে লাইব্রেরী গিয়ে কাড়াকাড়ি করে বইগুলো শেয়ার করে পড়তে বসে যেতাম। এমনকি ক্লাস ফাঁকি দিয়ে অনেকেই স্কুলের রেস্টরুমের পাশে ভেঙ্গে যাওয়া পাঁচিলের মধ্যে দিয়ে গলে গিয়ে, ঝোপ-ঝাড় ডিঙিয়ে, কিছুটা গলি মতো একটা আলপথ দিয়ে নেমে, রাস্তা টপকে লাইব্রেরিতে পৌঁছে যেতো !! মাসখানেকের মধ্যেই আমাদের এই দ্বি-প্রাহরিক অভিযানের কথা স্কুলের হেড মাষ্টারমশাইয়ের কানে কেউ একজন তুলে দিলো। অত:পর যা হবার তাই হলো - একদিন টিফিনের ঘন্টা বাজার পর, পাঁচিলের ফাঁকের যে গলিপথ দিয়ে আমরা স্কুল থেকে ভেগে লাইব্রেরি যেতাম, সেখানে হুলো বিড়ালের মতো ওঁত পেতে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্যারকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলো - হাতে এক লকলকে বেত। জালে পরা মাছেদের মতো আমরা তাঁর হাতে ধরা পড়তেই শুরু হলো তাঁর ফ্রী-স্টাইল বেত চালানোর প্রতিযোগিতা সঙ্গে 'দেখ কতো মজা এবার' টাইপের হু-হুঙ্কার। বাবাগো-মাগো বলে উচ্চস্বরে কান্নাকাটির মধ্যে দিয়ে আমরা যে-যার ক্লাসে ফিরে এলাম। এর কিছু দিন পরেই লাইব্রেরী থেকে আমাদের জানিয়ে দেওয়া হলো যে স্কুল চলাকালীন কখনোই ওই সব কমিকসের বইগুলো আর পড়তে দেওয়া হবে না। অত:পর স্কুল ছুটির পর আমাদের সেখানে যাওয়া-আসা শুরু হলো - তখন বিপদ দেখা গেলো বাড়িতে, দেরী করে ফেরার জন্যে !!!
ReplyDeleteএই সব বইগুলো দেখলে সেই সব পুরনোদিনের কথা অনেক মনে পড়ে যায়। শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের 'মেজদার' গল্পের মতোই অতি-নাটকীয়তায় ভরা ছিল আমার শৈশব প্লাস কৈশোরের দিনগুলো....
এটা পোড়ে শেষের দিকে চোখে জল এসে যায়। আমরা কেন শেসব দিন গুলো ফেলে আসলাম ! এখন যান মনে হয় কর্তব্য করবার জন্য বেঁচে থাকা।
Deleteইন্দ্রজাল কমিকস্ নিয়ে আমার জিবনে অনেক ঘটনা আছে, আজ ই একটা মনে পড়ল। আমার একটা ইন্দ্রজাল হারানোর জন্য "পাঁচু গোপাল" বলে এক বন্ধু কে আমি আর আমার মামাত ভাই ভয় দেখিয়ে ২০-২৫ টা ইন্দ্রজাল আদায় করে ছিলাম...দেখা হোলে সেই কথা ও এখনও বলে।
Deleteকুন্তল দা আপনার এই লেখা টা ফেসবুক এ শেয়ার করলাম !!!!
Deletekhub bhalo korechhen...Indranath daa
Delete@IndranathDa - আরে নিশ্চয়ই - বলার আবার দরকার কি !!
Delete@Indrada : 1 tar bodole 20-25???? ha ha ha....
DeleteTomae Amritangsu-r kotha bolechilam?? Amar besh-kichu Indrajal or kach-theke ritimoto "tola-baji" kore neoa...jodio tate o kokhono complain koreni sir-der kache....noile hoto..... ;o)
Amra jara aj Indrajal-addicts er category-te pori,tader bodhoy ei dhoroner onek memory ache.....
And notice a funny side : we behaved like those 'villains' to read the stories of those 'heroes' who used to beat those villains quite regularly ;o) ....We are lucky that there were NO REAL Betal/Bahadur or Mandrake or Lothar...ha ha ha
আর কি !!! তা ছাড়া ছোট মামার ট্রাঙ্ক ভেঙ্গে তো প্রায় ৪০ টা বই চুরি করি...। বাহাদুর ও কুংফু রাজারা,জলন্ত মরুভুমি, শয়তানের কবলে,প্রভ্রিতি ছিল সেখানে।
DeleteBtw, read this article - pretty interesting !!!
ReplyDeletehttp://economictimes.indiatimes.com/industry/et-cetera/comic-books-like-indrajal-amar-chitra-katha-fetching-high-prices-as-they-become-collectors-item/articleshow/25460029.cms
kuntal babur shoisab er katha pore khub bhalo laaglo anek dhonyobad kuntal babu share er jonyo...:)
ReplyDeleteThank You ! আমি sure আমাদের সবারই জীবনে এরকম অজস্র ছোটখাটো ভালোলাগা ঘটনা আছে, যেগুলো ঠিক হারিয়ে যায় নি, কিন্তু সহজে স্মৃতির কোটর থেকে বার হতে চায় না, যতক্ষণ পর্যন্ত না সেগুলোকে কেউ টেনে বার করে আনে। ইন্দ্রজাল কমিকস সেই rare কেউ একজন !!
Deleteআরও একটা কথা - 'কুন্তলবাবু' বললে নিজেকে খুব বয়স্ক মনে হয় !! :) তাই স্রেফ নাম ধরে ডাকলে কিছুটি mind করবো না। আমি generally নতুন কারোর সাথে আলাপ হলে, সম্বোধন 'দাদা' দিয়ে শুরু করি (মফস্বল বা হোস্টেল-এর চল আর কি !) - কিন্তু অনেকেই আবার 'দাদা' বলাটা পছন্দ করে না !! আমি সে-দলেও নই !!
ঠিক আছে !!
DeleteThis comment has been removed by the author.
Deleteআরে ধ্যুস! রাগার কোনো প্রশ্নই আসে না - বাঙালি হলেও আমার 'ইগো' বেশ অনেকটাই কম !!
Deleteআমার এক বন্ধু + colleague বর্ধমানেরই ছেলে - কোন শহরের, তার নাম এখন ভুলে গেছি - কিন্তু বেশ কয়েকবার ট্রেনে চেপে তার বাড়িতে গিয়েছিলাম !! রুপনারায়নপুর নামটাও খুব সুন্দর ।
আমি অবশ্য জন্মসূত্রে দ: ২৪ পরগণার (এখন অবশ্য কলকাতা হয়ে গেছে) "সোনারপুর"-এর বাসিন্দা - লোকাল স্কুলের পর যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশুনা শেষ করেছি।
This comment has been removed by the author.
DeleteArre Kuntal da,apnio ex-JU?? :o) Kon year apnar...amar to 2000-05...
DeleteEi FB/Blog sutre onek ex-JU der sathe alap hoye geche amar,bhaloi lage jokhon dekhi sobai sei Campus-er fele asha memory guloke bhule jayni!! :)
This comment has been removed by the author.
Deletesorry mr. kuntal aapnaar nam bhul kore ranjan likhe felechhi jeta r edit sambhob holona..khub dukkhito...tahole proman holo prithibita goal....:)
Delete** mr.Kuntal hobey...:P :)
Delete@HojO - অ্যাই !! আমি তাহলে সত্যি সত্যিই খাঁটি 'দাদা' ! আমি JU থেকে Physics-এ graduation করেছি 1992-তে - তারপর post-graduation (MCA/CompSc) 1995-e - তুমি কোন ডিপার্টমেন্ট-এর? FB-র JU-এ blog-এ আমিও আছি - কিন্তু তেমন ফলো করা হয়ে ওঠে না।
Delete@Surajit - আমি নই, 'রঞ্জন'-দা না আবার ক্ষেপে যায় !!
DeleteArre ta to boltei..Uni-tuto dada/didi-der sommani alada!! ha ha....
DeleteBtwn, Ami Chemistry dept!!
Amader somoy SL5 e Chem Part-I ar SL-6 e Phy Part-I er class gulo hoto...2nd floor er adjacent galaries....ageo ki tai chilo naki?? ;o)
Ami sei bhabe 2nd/3rd yr-er period miss korina jotota kori 1st yr!! Ohh...SL 5 er fele-asa din gulo bhulbona...abar Part-I e porte icche korche ;o)
@HojO - হ্যা - আমাদের সময়েও ওই দুটো dept.-এর ক্লাস পাশাপাশিই হতো - First Year-এর মজাই আলাদা কারণ তখনও স্কুলের আবহাওয়া গায়ে লেগে রয়েছে প্লাস এত্তোগুলো ছেলে-মেয়ে একসাথে !! দুটো মজার ঘটনা আমার এই মুহুর্তে মনে পড়ছে - একবার Physics বিল্ডিং-এর সামনের ঝিলটার উপরে থাকা সাঁকোটার গায়ে হেলান দিয়ে আমরা 'নারীজগৎ' অবলোকন করে চলেছি - এমন সময়ে আমাদের সম্মিলিত পাছাদের চাপে হঠাৎই সাঁকোটা মড়মড় শব্দে ভেঙ্গে বেশ কয়েকজন জলে পড়ে যায় - বাকি কয়েকজন আমরা কোনমতে নিজেদের সামলিয়ে নিই !! আরেকবার আমাদের এক বড়লোকী ক্লাসমেট কোথা থেকে এক ঝড়ঝড়ে ফিয়াট গাড়ি নিয়ে ক্লাসে আসে। লাঞ্চ টাইমে আমরা গোটা আটজন মিলে সেই গাড়ির সামনে-পিছনে-ভিতরে চেপে, ক্রিকেট টুর্নামেন্টের কাপ-জয়ী দলের মতো করে গোটা ক্যাম্পাস ধীরে ধীরে চক্কর দিচ্ছি। হবি তো হ', ব্যাটাচ্ছেলে গাড়ী ঠিক আর্টস বিল্ডিং-এর সামনে এসে গঁ-গঁ করে একেবারে থেমে যায়!! গোটা মেয়ে-বিল্ডিং-এর হাসির মধ্যে দিয়ে সেই গাড়ীকে ঠেলে ঠেলে আমাদের ফেরত নিয়ে আসতে হয় !!!
Deletehmmm...the ol' JU charm and ol' views(hi hi) and etc etc...tobe boli,Nari-jogot dekhte giye to Eho-jogot charte hocchilo prae!! ;-))
Deleteaapni jodi mofoswal bolen ami tobe pandab borjito ashok bon e thaki...panchoboti o hotey pare. ekebare bardhaman jelar sesh pranto chittaranjaner aager station rupnarayanpur e! asansol theke 45-1hr door e...:)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDear Indranath, when can we have JIBANTA PATALPURI and RAHASHYAMAY RAJKUMAR 1.2,3?
ReplyDeleteLet's make a queue for ইন্দ্রনাথদা and put all our requests there.
DeleteBtw, 'কবন্ধ বিগ্রহের কাহিনী' কিন্তু সবার আগে আছে এই queue-তে !!!
@raja mukherjee জীবন্ত পাতাল পুরি হোল ২৯২ সংখ্যা, আর রহস্য ময় রাজকুমার হোল ৩৮৯,৩৯০,৩৯১। এগুলো সিরিয়াল ই আসবে পর পর ।
Deleteকবন্ধ বিগ্রহের কাহিনির আগে "দস্তার আংটি" হয়ে যাক ! একটা বাকি ছিল সেটা ওয়াকার দেবে বলেছে, ও পেয়ে গেছে।
DeleteDhonnobad. Comics gulo chhotobalay porechhilam. ta praye 80s er majhamajhi hobe. kichhu lines akhono mone achhe jodiyo er majhe ato bachhor ar pora hoini. Jamon, Willy ke bolchhe tar teacher, "Willie tumi ki tule merechho? tomar lekha nirbhul." Buzz sawyer bolchhe " AMON DIM AR MANGSHO KAKHONO KHAINI" ar kothay jani "AR KICHHU TA SHUWARER MANGSHO, RASTAYE BACHHADER KHAWAR JONYO",
Deleteই-ই-ই-ই-য়ে!!!!
Deleteদস্তার আংটির প্রথম পর্বটারও মনে হয় দ্বিতীয় পাতাটা সিং আছে... পুরোটা আবার পড়ার অপেক্ষায় রইলাম !! সেই সঙ্গে send my thanks to ওয়াকার...
সামনের সপ্তাহে হয়ে যাবে !
DeleteTA SHEI QUE TA ACHHE KOTHAI. AMAR COMICS JEGULO DARKAR SHETA OKHANE LINE E LAGIYE DITAM!
ReplyDelete"Willie tumi ki tule merechho? tomar lekha nirbhul." এটা হোল ৩০২ আদিম মানবের মরন মন্ত্র । আর " AMON DIM AR MANGSHO KAKHONO KHAINI" ar kothay jani "AR KICHHU TA SHUWARER MANGSHO, RASTAYE BACHHADER KHAWAR JONYO",
ReplyDeleteএই সব কটা বাক্যাংশই আর রহস্য ময় রাজকুমার বইয়ের অন্তর্গত "রহস্য ময় রুপোর খনির", বাজ সওয়ার এর। আমাকে যদি নির্বাসন দেওয়া হয়ই আর বলা হয় ৩ টে মাত্র ইন্দ্রজাল নিতে পারি,তবে "রহস্য ময় রুপোর খনির" এই ৩ টে পার্ট আমি নেবো। "বুম বাঙ্গস" এর কথা মনে আছে আপনার ? যে বাড়িতে বাজ আর রস্কো আটকে পড়বে ! আর ভবঘুরে 'স্প্লানযা' পরি বার এসে জুটবে ! লাস্টে রস্কো আর বুমের মেয়ে গ্লরিয়ার বিয়ে হবে! গল্প টা আমার কমকরে ১০০ বার পড়া ! ধন্যবাদ আপনাকে !
indranath da eta amar priyo kahini.3te part e achhe...rahasyamoy raajkumar er sange. abhisapto neeltara r nimulas theke cancer er oshudh ber korar kahini tao bhalo jathesto cinematic upadan e vorpur...buzz sawyer er beshir bhag kahini te super hero r image noy jitechhe kahini e...ekhono sankhya asheni taai chupchap chhilam...:)
ReplyDeleteদেখতে দেখতে চলে আসবে ! বাজের প্রথম গল্প "ভিসনের বেড়াজাল" পড়ে আমি অভিভুত হয়ে গেছিলাম !!!
Deletebuzz er motamuti kichhu comics aachhey...rupor khoni sagor pakhir kanna obdhi ...nei shudhu eagle er nokhti e r nekrer kanna r cover...:P :)
DeleteAPNAKEO DHONNOBAD, AMAR CHHOTOBALA ABAR CHOKKHER SHAMNE ESHE GALO. HAN RAHOSSOMOY RUPOR KHONI TA KHUBI BHALO. THIK ACHHE WAIT KORCHI.
ReplyDeleteআশা করি আর ৪-৫ মাসের মধ্যে ওগুলো চলে আসবে।
Deleteshuruta hoy "natun aalor bonya" diye jeta abar sharodiya anandamelay beriyechhilo pore ijc te beroy. sagor pakhir kanna chhotto praner swapno o bhalo...amar shudhu eagle er nokh ta nei...:(
ReplyDeleteঈগলের নখ অনেক পাওয়া যায় । আপনার জন্য একটা রেখে দেবো । আর ইন্দ্রজালে বাজের প্রথম গল্প ২৫৪ "ভীষণের বেড়াজাল"। সেই বাজের বন্ধু টাকো র কাহিনী।
Deleteashole chhoto chhilam boley raaj noitik byaparti thik dhorte paarini...borong buzz er khudey mokkel e chhotto chheleti k piggi bank er taka buzz k deoata beshi bhalo legechhilo...jodio rahasyamoy rupor khoni ta beshi bhalo lagar...r chomke giyechhilam mike nomad er bhogno hridoye swamir asthikalash bole chor thokiye sonar gnuro jomano te...:) :)
Delete