ডাউনলোড করুন
"মৃতের প্রতিজ্ঞা" প্রথম কপি টা পাওয়ার পিছনে একটা গল্প আছে, আমাদের ইস্কুল এ টিচারস্ রুমের টেবিল এ সব স্যার দের একটি করে ড্রয়ার থাকতো, স্যারেরা সেন চক্ষু তে ক্লাস এ এসে দেখত কোন কোন ছাত্র ইন্দ্রজাল কমিকস্ এনেছে, ধরা পড়লে সোজা টিচারস্ রুমের টেবিলের ড্রয়ার। আমি ও আমার মামাতো ভাইএর ছিল টিচারস্ রুমে অবাধ যাতায়াত। কারন আমার মামা (আর ওর বাবা) ইংলিশের টিচার, আমরা দুই ভাই বাটপাড়দের উপর চুরি করতাম, সকাল ১০ মধ্যে ইস্কুল এ ঢুকে চলতো অভিজান। এই বই টা সেই ভাবেই পাওয়া। এই গল্প টা সিনেমা করলে দারুন হতো।
|
আভ্যুদয় চিত্রকাহিনি |
১৯১৩ সালে প্রথম কমিকস্ সন্দেশে ছাপাহয়,করেন সুকুমার রায় ও সুখলতা রাও,পরে ১৯৩৭ এ থেকে করেন 'প্রফুল্ল চন্দ্র লাহিড়ী", তার পর যার নাম করতে হয় তিনি হলেন 'প্রতুন চন্দ্র বন্দপাধায়,শুকতারায় দীর্ঘ দিন ছবি ইলাস্টেসন সহ কমিকস্ ও করেন, কিন্তু এ সব আর কত টুকু, কিন্তু আমার মতে
৮০ দশক হয় কমিকস্ এর স্বর্ণ যুগ !!!
সু্পার কমিকস,ওয়ার কমিকস, গোল্ডেন কমিকস,আভ্যুদয় চিত্রকাহিনি,বিশ্বসাহিত্ত
চিত্রকথা, বিশ্বসাহিত্ত কমিকস,আভিক চিত্রকথা,উজ্জল কমিকস,মডার্ন চিত্রকথা।
এত রকম প্রকাশনা সংস্থা ব্যাপক ভাবে
কমিকস্ বের করতে থাকেন ।
|
আভিক চিত্রকথা |
|
বিশ্বসাহিত্ত কমিকস |
সান্দেশ,ঝলমল,পক্ষীরাজ, কিশোরভারতির
কথা না বললে নয়, এই পত্রিকা গুলো ও কমিকস্ বের করে।
|
চাঁদ মামা পাব্লিকেসন |
|
মডার্ন চিত্রকথা |
|
বিশ্বসাহিত্ত
চিত্রকথা |
|
উজ্জল কমিকস |
|
সু্পার কমিকস |
সুপার কমিকস্ প্রথমে ছোট আকারে বের হতো। পরে "ইন্দ্রজাল" বা "অমর চিত্রকথার" সমান আকারে বের হয়। ওয়ার কমিকস্ ও তাই। এখনও কিছু ওয়ার কমিকস্,সুপার কমিকস্ আছে কিন্তু কভার নেই।