Friday, April 25, 2014

Post # 243 Bengali Indrajal Comics No.227

                                                                   ডাউনলোড করুন



সুব্রত সামন্ত বলে এক চিটিংবাজ আমার ব্লগের রেপ্লিকা তৈরি করেছে ,খুব সাবধান, ওর সাইট খুল্লে ভাইরাস ঢোকার সম্ভবনা প্রবল। 

হারাধনের ৫ টি ছেলে রইলো বাকি ৩।
আর মাত্র ৩ টি ইন্দ্রজাল কমিকস্‌ বাকি রইল।১,১৭,২৩। এই সপ্তাহ তে ২ টি  ইন্দ্রজাল কমিকস্‌ পেলাম,দুটোর মূল্য ৮০০ টাকা (৫০০+৩০০) ও এক প্যাকেট ৫৫৫ সিগারেট।






      
১৯৫০ সালে শুকতারায় বের হওয়া ধারাবাহিক গল্প "তাসের প্রাশাদ"। পরে "মা ভাই বোন" নামে বই আকারে প্রকাশ পায়। স্বাধীনতার পর বাংলা দেশ থেকে পালিয়ে আসা একটি পরিবার কি ভাবে ভেঙ্গে যায়, ও পাড়ে রাজার জাতের হাতথেকে বেঁচে এ পাড়ে এসে "মারয়ারী" দের পাল্লায় পড়ে সর্বস্ব খুইয়ে শেষ হয়ে যাওয়া একটি পরিবারের গল্প।









সুধিন্দ্রনাথ রাহার লেখা নাটকে স্বয়ং শিশির ভাদুরি, ছবি বিস্বাস,কানন বালা, সয়ুজু বালা অভিনয় করেন
সুধিন্দ্রনাথ রাহার গল্প "বাংলার বোমা" ইংরেজ রা ব্রিটিশ আমলএ ব্যান্ড করে দিয়ে ছিল। "ইস্কা বনের টেক্কা", "লক্ষ টাকার হিরা","রাজ নগরের রত্ন ভাণ্ডার","মুখোসের অন্তরালে", প্রভৃতি বই আগে পাওয়া যেত

26 comments:

  1. Comics tir Jonno Dhonnobad...Baki 3 Ti Jeno Khub taratari tomar Songrohe Ase ei Wish Korchi...Asa Kori Sorir Bhalo Ache...Thank You...

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ ভাই, আশা করি এই বছরের মধ্যে পেয়ে যাবো।

      Delete
  2. নিজের রোজগারের অর্থ খরচ করে এইভাবে সবার আবদার পূর্ণ করা যে কতবড় নিঃস্বার্থ কাজ তাই ভাবছি !! তোমাকে সেলাম...

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ বন্ধু, ইন্দ্রজাল কমিকস্‌টা এমন নেশার জিনিস হয়ে গেছে যে ,যে যা দাম চাচ্ছে নিতে হচ্ছে। সবকটা না পাওয়া অবধি শান্তি হবে না।

      Delete
  3. ওয়াও !! একেই বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর...
    তোমার হবি বা নেশা কিন্তু আস্তে আস্তে costly হয়ে উঠছে !! :)
    If I can contribute in some way, pls. do not hesitate to ping me.

    ReplyDelete
    Replies
    1. অবশ্যই জানাবো কুন্তlল দা , ১ নং টা কিনতে অবস্তা খারাপ হয়ে যাবে। অনেক ধন্যবাদ।

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. thanks for the comics ..............
    asakori baki tinti comicso pae jabe .............

    ReplyDelete
    Replies
    1. 17 আর 23 এক জায়গায় আছে কিন্তু ২০০০ টাকা চাচ্ছে,আশা করি পরে কমে পাব। ধন্যবাদ রঞ্জনদা ।

      Delete
  6. সর্বনাশ!! 555 এক প্যাকেটের দাম কত? তাহলে কত হল দুটো ইন্দ্রজালের দাম?
    অভিনন্দন দুটো rare ইন্দ্রজাল পাবার জন্য। :)

    ReplyDelete
    Replies
    1. প্রায় ২০০ টাকা, ওটা অবশ্য আমার ও গিফট পাওয়া,তাই গায়ে লাগলো না। তবে আস্তে আস্তে দাম অসম্ভব হয়ে যাচ্ছে। ধন্যবাদ তোমাকে বন্ধু।

      Delete
  7. ১ নম্বরটা কি লাল যাদুকরীর রহস্য? তাহলে আমার কাছে সেটার .cbr file আছে। চাইলে mail করতে পারি। তুমি এত করছো আমাদের জন্য, সত্যি ভাবা যায় না! কিন্তু অপরাজেয় রক্ষাকবচ-এর download link টা খুঁজে পেলাম না তো!

    ReplyDelete
    Replies
    1. You need to visit "b4boi.blogspot.com" -
      http://b4boi.blogspot.com/2014/04/blog-post.html#more

      Also - I think Indranath-Da most likely have the softcopies of the other 3s - but he is more interested in their physical copy.

      Delete
    2. আপণাকে অনেক ধন্যবাদ সুকান্ত বাবু এই ব্লগ এ আসার জন্য। কুন্তল দা ঠিকই বলেছেন, আমি হার্ড কপি খুঁজছি, আর ৩ টি বাকি আছে। অপরাজেয় রক্ষাকবচ-এর লিঙ্ক কুন্তল দা দিয়ে দিয়েছেন, বন্ধু 'মহাস্থবিরের ব্লগ' এ আছে। কমেন্ট করবেন ব্লগ এ ,ভালো থাকবেন।

      Delete
    3. ধন্যবাদ কুন্তলদা ।

      Delete
  8. to 49 pele? r xtra 555 sune me hcche frm same ha**mi ?? ;)

    ReplyDelete
    Replies
    1. ঠিক ! কাঁটাওয়ালা মাছের কাঁটা বেঁছে খেতে হচ্ছে বন্ধু। ৫৯ আছে কন্ডিশন ভালো না দাম চাচ্ছে ৩০০ টাকা।

      Delete
    2. Ok,baad dao...neoar dorkar nei....anyway....

      Delete
  9. Bairer state e 1-100 paoa jachhey in Hindi, 85% in mint condition, kintu daam khub high - 55500/-. Amader ekhaney ekhono temon bhabey black marketing shuru hoyni comics niye in other Indian states e Black market hochhey, kintu kichu bhalo manushjon ekhono sostay ba exchange e comics debar chesta challachey.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Thank you ইন্দ্রনাথ বাবু। আমি কুন্তলবাবুর দেওয়া লিঙ্ক থেকে অপরাজেয় রক্ষাকবচ download করে নিয়েছি। আমার কাছে ১৭ নং দুর্বৃত্তের সরাইখানা নেই। softcopy পাওয়া যাবে?

    ReplyDelete
  12. @ সুকান্ত বাবু আপনি http://www.mediafire.com/download/yb7bjz2p5uc1ak9/017+Durbrittoder+soraikhana.cbr এই লিঙ্কে বন্ধু মহাস্থবিরের ব্লগের থেকে পাবেন। ধন্যবাদ আপনাকে।

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ ইন্দ্রনাথবাবু। আচ্ছা, রানী শিবার কন্ঠহার আর লাল যাদুকরীর রহস্য এর মধ্যে কোনটা ১ নং ?

      Delete
    2. আবার বাবু কেন ? আপনি আমাকে নাম ধরে ডাকবেন দয়াকরে ! আর "লাল যাদুকরীর রহস্য" হোল ১ নম্বর, "রানী শিবার কন্ঠহার" বেরহয় খণ্ড-২২ সংখ্যা- ৩৩-৩৫ , ৩ খণ্ডে শেষ হয়।

      Delete