ডাউনলোড করুন
বহু পাঠকের অনুরধে তুষার কান্তি চ্যাটার্জির কমিকস্ গুলি শেয়ার করা শুরু করলাম...আদি বাসস্থান পূর্ব বঙ্গে...আধুনা বাংলা দেশ। পরবর্তী কালে দক্ষিন কোলকাতায় তিনি থাকতেন কালীঘাট ট্রাম ডিপোর কাছে একটি বাড়িতে... হোমিওপ্যাথি ওষুধের দোকান ছিল সেই বাড়ির সামনে।। অবিবাহিত ছিলেন... পান খেতেন খুব, দীর্ঘাঙ্গী ছিলেন , ফর্শা রোগা ও সব সময় পাঞ্জাবি পাজামা পরতেন ... .বাড়িতে বড় করে কালী পূজা করতেন...বিংশ শতাব্দীর ৬০ দশক থেকে ৮০ দশকের মাঝামাঝি পর্যন্ত শুকতারা, নবকল্লোল, কলরব পত্রিকায় কাজ করেছেন, দেব সাহিত্য কুটির,নিউ বেঙ্গল প্রেস ও রবিদাস সাহারায় সম্পাদিত 'কলরব' পত্রিলায় কাজ করেছেন। তাঁরাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি পাণ্ডুলিপি হারিয়ে ফেলার জন্য দেব সাহিত্য কুটিরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়। অত্যন্ত দ্রুততার সঙ্গে ছবি আঁকার জন্য তাঁর সুনাম ছিল। পরে দক্ষিন কোলকাতার রিচি রোডে একটি বাচ্চাদের আঁকার ইস্কুল খোলেন ।
শুকতারার প্রচ্ছদে ১৩৭৫ অর্থাৎ ১৯৬৮ তে 'মৃত্যু মাদল বাজে' তাঁর প্রথম কমিকস্ ।
গোয়েন্দা নিশীথ রায়কে নিয়ে করেছেন পুর্নাঙ্গ ৮ টি কমিকস্ , নিউ বেঙ্গল প্রেসের একটি বিজ্ঞাপনে 'মরন ফাঁদে নিশীথ রায়' কমিকস্ এর উল্লেখ থাকলেও তা প্রকাশিত হয়নি ।শোনা যায় শ্রী ময়ূখ চৌধুরী মাঝে মাঝে এসে তাঁর বাড়ির সামনে একটি রক এ বসে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতেন, ২০০৭ সালে বাড়িতে ঘুমের মধ্যে হৃদরোগে তাঁর মৃত্যু হয় ।
বহু পাঠকের অনুরধে তুষার কান্তি চ্যাটার্জির কমিকস্ গুলি শেয়ার করা শুরু করলাম...আদি বাসস্থান পূর্ব বঙ্গে...আধুনা বাংলা দেশ। পরবর্তী কালে দক্ষিন কোলকাতায় তিনি থাকতেন কালীঘাট ট্রাম ডিপোর কাছে একটি বাড়িতে... হোমিওপ্যাথি ওষুধের দোকান ছিল সেই বাড়ির সামনে।। অবিবাহিত ছিলেন... পান খেতেন খুব, দীর্ঘাঙ্গী ছিলেন , ফর্শা রোগা ও সব সময় পাঞ্জাবি পাজামা পরতেন ... .বাড়িতে বড় করে কালী পূজা করতেন...বিংশ শতাব্দীর ৬০ দশক থেকে ৮০ দশকের মাঝামাঝি পর্যন্ত শুকতারা, নবকল্লোল, কলরব পত্রিকায় কাজ করেছেন, দেব সাহিত্য কুটির,নিউ বেঙ্গল প্রেস ও রবিদাস সাহারায় সম্পাদিত 'কলরব' পত্রিলায় কাজ করেছেন। তাঁরাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি পাণ্ডুলিপি হারিয়ে ফেলার জন্য দেব সাহিত্য কুটিরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়। অত্যন্ত দ্রুততার সঙ্গে ছবি আঁকার জন্য তাঁর সুনাম ছিল। পরে দক্ষিন কোলকাতার রিচি রোডে একটি বাচ্চাদের আঁকার ইস্কুল খোলেন ।
শুকতারার প্রচ্ছদে ১৩৭৫ অর্থাৎ ১৯৬৮ তে 'মৃত্যু মাদল বাজে' তাঁর প্রথম কমিকস্ ।
গোয়েন্দা নিশীথ রায়কে নিয়ে করেছেন পুর্নাঙ্গ ৮ টি কমিকস্ , নিউ বেঙ্গল প্রেসের একটি বিজ্ঞাপনে 'মরন ফাঁদে নিশীথ রায়' কমিকস্ এর উল্লেখ থাকলেও তা প্রকাশিত হয়নি ।শোনা যায় শ্রী ময়ূখ চৌধুরী মাঝে মাঝে এসে তাঁর বাড়ির সামনে একটি রক এ বসে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতেন, ২০০৭ সালে বাড়িতে ঘুমের মধ্যে হৃদরোগে তাঁর মৃত্যু হয় ।
THANKS WITH A CAPITAL "T" waiting long time for this ............ thanks a lot..
ReplyDeleteরঞ্জনদা অনেক ধন্যবাদ।। তুষার কান্তি চ্যাটার্জির আরো কমিকস্ পর পর দেবো।
Deleteএটা পেয়ে দারুন লাগলো, বাকিগুলোও চাই :)
ReplyDeleteওনার দুটো কমিকস্ বাদে সব কটাই দেবো,কারন ৪ টি শুকতারার 'কভার পেজ' নেই।
Deleteajosro dhonyobad. blog post hishebe sambhabato net e sarbo prothom. akuntho abhinandan ebong kritogyota eto rare ekti comics eibhabe chhoriye debar jonyo.
ReplyDeleteঅবশ্যই প্রথম, এই শুকতারা গুলি পর পর যোগাড় করা কঠিন,তবে অসম্ভব নয়।
Deletechhobi churir anumoti debar jonyo o anek dhonyobad.
ReplyDeleteএটা এবার চুরি কোথায় ? সবার জন্যই তো শেয়ার করা।তবে শেয়ার করবার জন্য ধন্যবাদ।
Deleteindrajal comics sabgulo deben to? ashakari anya magazine er chape indrajal comics stop habena. I am literally crazy about indrajal comics. ek ekta comics e chotobelar ek ekta smriti jariye ache. Please indrajal comics continue karun.
ReplyDeleteআসল তো ইন্দ্রজাল-ই ,এগুলো তো মুখ বদলাবার জন্য দেওয়া। চিন্তার কোন কারন নেই ৩০০ অবধি ইন্দ্রজাল স্ক্যান করা আছে এই মুহূর্তে। ব্লগ এ থাকার জন্য ধন্যবাদ।
DeleteSo just 150+ books missing from the series?? kore felo,then someday DSK will come to you for those books' scans!!
ReplyDeleteTobe 1400 er pore missing jene obak hocchi,,,
এটা ঠিক, আমার কাছে অনেক কপি আছে যে গুলো ওদের কাছে মিসিং। পুরানো ছোট শুকতারা প্রচুর পাচ্ছি কিন্তু ১৩৯০-১৪১০ অবধি পাওয়া জাচ্ছে না। তাই ১৪০০ পর এতো গুলো মিসিং। আমি DSK এ ফোন করে ছিলাম,ওরা ১৪০০ পর মিসিং লিস্ট দিতে বলেছে, হয়তো কিছু পাব।
DeleteThanks Indra da For This Rearest One...Asa Kori Tumi Jeno Oi Missing 4 te Issue Joldi Peye Jao Jate 1st & 2nd Story ta Complete Hoy...
ReplyDeleteআশা করি পেয়ে যাবো।
Deleteইন্দ্রানাথদা,
ReplyDelete'দস্তার আংটির' missing ১০-নং পর্ব ওয়ালা শুকতারাটি কি পাওয়া গেলো? তাহলে ওই উপন্যাসটি কমপ্লিট হয়ে যায় !!
১৩৭৫ এর পর মাত্র ১ টা ই ছোট শুকতারা মিসিং আছে সেটা হোল মাঘ ১৩৭৭।তবে যে কোন দিন পেয়ে যাবো।
DeleteIndra da Ekta Question Chilo...Suktara r Cover er 25 ta Comics er Modhe first 2 to Bade Porer 4 te Tumi Blog e Diyecho...Tar Porer 18 tar Modhe (Last Kousik ta Ekhono Cholche tai ota Baad Diye) tomar Kache Kotogulo Golpo Complete Ache ???
ReplyDeleteParle Swad Bodoler Jonno Per Month Ekta Kore Suktarar Comics Dile Bhalo Lagbe...Thank You
৫ টা কমিকস্ এর কভার মিসিং আছে,টা ছাড়া সবই দেবো। যেমন 'ভয়ঙ্করের মুখোমুখি' টা একটা মাত্র কভারের জন্য দিতে পারছিনা।খুঁজে খুঁজে বেরকরে কেনা টা কঠিন না তবে ধৈর্য র ব্যাপার।
ReplyDeletehyan, prothomer diker kota cover er jonnyo comics gulo complete pawa jacche na..thanks for uploading this..
ReplyDeleteআমি কভারের মিসিং লিস্ট পাঠাচ্ছি, তোমার থাকলে শেয়ার করো !!!!
Deletetushar chatterje r onek adult comics 1970's pujabarshiki NOBOKOLLO e publish hoyechilo 5-6 moto. khoj nao. regards SANTANU GHOSH
ReplyDeleteধন্যবাদ সান্তনু। ঐ বই গুলো একবার দেখালে ভালো হয়।
ReplyDelete