ইন্দ্রনাথবাবু, ৭০ আর ৮০-ড় দশকে আমাদের সেই উন্মাদনার ইন্দ্রজাল যে পুনরায় প্রজ্বলিত হয়ে উঠলো তার জন্য একজন ইন্দ্রজালপ্রেমীর আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা নেবেন।সংখ্যাগুলির স্নিগ্ধ সান্নিধ্যে আমার ফেলে আসা ছোটবেলার দেশে বিচরণ করছি।কারণ সংখ্যাগুলি তো কেবল কয়েকটি রঙ্গিন কাগজের পাতা নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে ছোটবেলার অসংখ্য সুখস্মৃতি জড়িয়ে ছিল তা আবার ক্রমে ক্রমে জাগরুক হয়ে উঠছে।আপনার এই সৃজনশিল উদ্যমের জন্য সাধুবাদ জানাই। আপনার গুণমুগ্ধ কৌশিক চট্টোপাধ্যায়
MERRY CHRISTMAS...
ReplyDeletemerry christmas....bhalo thakun.
Deleteশুভ বড়দিনের শুভেচ্ছা রইলো।শিঘ্রই আমরা ১৫০ পোস্ট এ এগিয়ে চলেছি।
ReplyDeleteহ্যাঁ সুকান্ত ভাই,আর মাত্র ৬ টা পোস্ট।
DeleteMERRY CHRISTMAS. Janate ekdin deri holo kintu.
ReplyDeleteজানিয়েছেন তো, এটাই সবথেকে বড় কথা।
Deleteইন্দ্রনাথবাবু,
ReplyDelete৭০ আর ৮০-ড় দশকে আমাদের সেই উন্মাদনার ইন্দ্রজাল যে পুনরায় প্রজ্বলিত হয়ে উঠলো তার জন্য একজন ইন্দ্রজালপ্রেমীর আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা নেবেন।সংখ্যাগুলির স্নিগ্ধ সান্নিধ্যে আমার ফেলে আসা ছোটবেলার দেশে বিচরণ করছি।কারণ সংখ্যাগুলি তো কেবল কয়েকটি রঙ্গিন কাগজের পাতা নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে ছোটবেলার অসংখ্য সুখস্মৃতি জড়িয়ে ছিল তা আবার ক্রমে ক্রমে জাগরুক হয়ে উঠছে।আপনার এই সৃজনশিল উদ্যমের জন্য সাধুবাদ জানাই।
আপনার গুণমুগ্ধ
কৌশিক চট্টোপাধ্যায়
is there anyway to get this without watermark?
ReplyDelete