সদাশিব অসম্পূর্ণ……
এই আনন্দমেলায় শেষ সদাশিব বেরহয় |
বহু মানুষের অনুরধে আনন্দমেলার মেগা কমিকস্ ‘সদাশিব’ ও ‘রোভাস্এর রয়’ স্ক্যান করবার উদ্যোগ নিয়ে ছিলাম কিন্তু আনন্দমেলার পাহাড় বাছতে বাছতে দেখলাম সদাশিবের কমিকস্ অসম্পূর্ণ , আনন্দমেলার ১৯ মার্চ ১৯৮৬ শেষ কমিকস্ টি বের হয় ,২ এপ্রিল ১৯৮৬ থেকে সদাশিব আর প্রকাশিত হয়নি।
‘রোভাস্ এর রয়’ ১৯৭৯ সাল থেকে ১৯৯৪ সাল অবধি চলেছিল,সুতরাং কারুর একার পক্ষে আপলোড করা প্রায় অসম্ভব,আমার কাছেও বহু সংখা নেই,একমাত্র আনন্দপাবলিশার্স যদি না বের করে…..
সদাশিবের অসম্পূর্ণ শেষ পর্ব……. |
ব্লগ এ ফেরার জন্য ধন্যবাদ।
ReplyDeleteরোভার্সের রয়-এর কিছুটাও যদি দেওয়া যেত তাহলে খুব ভালো হতো - at least প্রথমের দিকটা। আনন্দ পাবলিশার্স মনে হয়না মনে হয়না কখনো এই সব গল্প গুলোকে বার করবে - পুরানো সেন্টিমেন্ট সহজে ফিরে আসেনা - সেরকম লোকই এখন পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে...
ReplyDeleteএকটু সমায় লাগবে,প্রচুর বই তো……
Deletesadashib darun lagto ............ mone hoi bimol daser chabi anka ......... kichu scan korecho naki ??
ReplyDeleteইচ্ছা তো আছে,সময় লাগবে।
DeleteThis comment has been removed by the author.
Delete@INDRADA purano list abar mone kore phiriye anar jonno thanks.mane agami post er sob chobi gulo.
ReplyDeleteতা ছাড়া এই ছবি গুলো না দিলে অনেকেই ভাবতে পারে ইন্দ্রাজাল গুলো আমি অন্য কারুর টা এডিট করে দিচ্ছি।
DeleteHa, Sadashib ta Incomplete prokasito hoyechilo Anandamela te...Chobi Bimal Das aar Chitranatya chilo Tarun Mazunder er...Keno hathath bondo kore diyechilo seta jana nei...Tabe eta jani je LALMATI publisher er pokkho theke eta Publish karar udyog neoya hoyechilo...Kaaj puro complete o hoye giyechilo....Kintu sesh muhurte ekti naam kara Publisher copyright er dohai diye seta aatke dey...ohocho tarpor tara nijera aaj porjonto Comics ta publish kore ne...
ReplyDeleteআরো একটা নাতুন ব্যাপার জানতে পারলাম। সঙ্গে সঙ্গে আমরা একটি দারুন কমিকস্ থেকে বঞ্চিত হলাম।
Deleteআমাদের ছোটবেলায় কোনো আই-ফোন, আই-প্যাড, বা IPL ছিলো না - কিন্তু ছিলো দিগন্ত-বিস্তৃত খেলার মাঠ, প্রাণ-খোলা আকাশ-বাতাস - আর ছিলো অসাধারণ অসাধারণ এই সব গল্পের বই - আজকাল কার ছেলেমেয়েদের দেখে দু:খ হয় -তারা কোনদিন জানতেও পারবে না যে কৈশোর কতোটা সুন্দর হতে পারতো !!
ReplyDeleteইন্দ্রানাথদা - তোমাকে অসংখ্য ধন্যবাদ সেসব দিনগুলোকে মনে করিয়ে দেবার জন্যে - নিজে হেল্প করতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু সেটা সম্ভব কি না জানিনা। "দস্তার আংটি" কিন্তু এখনোও চোখে দেখতে পেলাম না - কয়েকটা পর্ব আসুক না এখানে !! তোমার স্ক্যানিং প্রায়োরিটিটা একটু re-order করা যাবে না ?
কুন্তলদা "দস্তার আংটি" গল্পটা স্ক্যানের কাজ ছলছে,কিন্তু একটা শুকতারা (মাঘ ১৩৭৭) নেই বলে ব্লগ এ দেবনা।তাই আপনার ই-মেল অ্যাড্রেস টা দয়া করে দিন লিঙ্ক টা (মিডিয়া ফায়ার) সেন্ট করে দেব। আমার টা হোল indra.indrajal@gmail.com
ReplyDeleteইন্দ্রানাথদা,
ReplyDeleteনিচের যেকোনো ইমেইল অ্যাড্রেসে লিংকটা পাঠিয়ে দিও -
kuntalm@hotmail.com
kuntalm@gmail.com
বইটা স্ক্যান করার জন্যে অসংখ্য ধন্যবাদ - মিসিং শুকতারাটা আর কারুর কাছে পাওয়া গেলো না?
'মহাস্থবির'-দার কাছে শুনেছিলাম ওই সব কটা শুকতারা আছে - কিন্ত যা পাওয়া যায় তাই-ই অনেক
Many many thanks for your time and effort,
- Kuntal
NEXT MONDAY-TUESDAY TE PATHEA DEBO..
ReplyDelete