ডাউনলোড করুন
এদের প্রশ্রয় দেবেন না , সমস্ত পি ডি এফ বিনে পয়সায় পেয়ে যাবেন , এবং অনেক উন্নত মানের । নিজে পড়ুন সাথে ব্লগ এর এড্রেস টি ফেস বুকে শেয়ার করে বন্ধুদের ও পড়ার সুযোগ করে দিন ।

অনেকে যারা ভাবছেন আমি হয়তো পি ডি এফ বিক্রি করছি ,তাদের উদ্দেশ্যে জানাই এতটা নিন্ম রুচির নই যে পি ডি এফ বেচে খেতে হবে , একেবারে নিন্ম স্তরের জারজ সন্তান এরা , বাপ খ্যাদানো , এছাড়া ইনকাম করার গতি নেই এদের ।
১৬.০৫.২০২৫ তারিখে ১৫১-২০০ মধ্যে ৭ টি - ১৫১,১৫২,১৫৪,১৫৫,১৫৭,১৫৮,১৫৯ নম্বর ইন্দ্রজাল আপ লোড হয়েছে ,ইন্দ্রজাল কমিকস্ ১৫১-২০০ লেবেল এ গিয়ে ক্লিক করলে ওই লেবেল খুলে যাবে ও বইগুলি দেখতে পারবেন ,আপডেট বলে লেখা দেখতে পাবেন ও আপডেট এর তারিখ ও লেখা দেখতে পাবেন ।
মহাবীর ছিলেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর এবং একজন প্রভাবশালী ধর্মীয় শিক্ষক। তিনি ৫৯৯ খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর কাছে কুণ্ডগ্রামে জন্মগ্রহণ করেন এবং 72 বছর বয়সে পাওয়াপুরীতে মারা যান। মহাবীর ছিলেন ক্ষত্রিয় রাজবংশের সদস্য এবং তার পিতার নাম ছিল সিদ্ধার্থ এবং মায়ের নাম ছিল ত্রিশলা। তিনি আঠারো বছর বয়সে গৃহত্যাগ করেন এবং কঠোর তপস্যা ও সাধনার মাধ্যমে কেবলা জ্ঞান অর্জন করেন। মহাবীরের শিক্ষা ও আদর্শ জৈন ধর্মের মূল ভিত্তি স্থাপন করে এবং তিনি অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহের মতো গুরুত্বপূর্ণ নীতিগুলি প্রচার করেন
Dada, khub bhalo kotechen indrajal comics 101 theke 420 parjanta link kaj korche na, apni 151 theke 159 re-upload korechen dhanyabad, baki gulor updater apekhaya roilam.
ReplyDeleteআগামী এক মাসের মধ্যে প্রায় সব টা আপলোড করে দেবো।
DeleteDada pl kichu upload kore din IJC series.
ReplyDelete103 theke 200 Modhye 33 ta reupload peyechi. Indrajal comics khanda 21,22,23 o reupload kore dile bhalo hoy
Thanks
১ ৪২০ সংখ্যা অবধি প্রথমে দিয়ে দিচ্ছি, পরে খণ্ড সংখ্যা গুলি দিয়ে দেবো, আর সমস্ত হা ই qualities File's হচ্ছে।
DeleteAnek dhanyabad, ape khay royechi
DeleteWelcome
Deleteদাদা, আপনার সংগ্রহ অভিনন্দনের যোগ্য। আমার ছেলেবেলায় বহু অনুরোধেও বাবার পক্ষে বেশিরভাগ বই দেওয়া সম্ভব হয়নি অভাবজনিত কারণে। আজ যখন সেইসব পাই ভালো লাগে।
ReplyDeleteএখন আবার দেখছি নোংরা বিজ্ঞাপন দিয়ে এই স্মৃতি বিক্রি হচ্ছে। আপনি শুধু আপনার আগের পোস্ট আবার খুলে দিন। আমরা আবার ডাউনলোড করতে যেন পারি। ঝকঝকে স্ক্যান যদি না হয়, না হোক। স্মৃতি ছোঁয়া তো যাবে।
গত কয়েক দিন বই গুলি প্রসেস এর কাজ হয়ে যাচ্ছে, ১ মাসের মধ্যে ৭০% বই আপলোড হয়ে যাবে , জোর কাজ চলছে ,এদের ব্যবসা করতে দেবো না।
Deleteদাদা, আমরা চাই না আমাদের এই ছোটবেলার স্মৃতি নিয়ে নোংরা ব্যবসা হোক, আপনার শুভ প্রচেষ্টার অপেক্ষা এ রয়েছি, অনেক ধন্যবাদ দাদা
ReplyDelete❤️❤️❤️
Deleteদাদা, কবে থেকে reupload শুরু করবেন, অপেক্ষায় দিন গুনছি।আপনার শুভ প্রচেষ্টার জন্য ধন্যবাদ
ReplyDeleteরোজ বই আপলোড করা হচ্ছে, এখন ১৫১-২০০ ঘরের বই দেওয়া চলছে , ওই লেবেল এ ঢুকে ডাউনলোড করতে পারবেন
DeleteData , upload kara ki shuru hoye geche, ektu Janaben?
ReplyDeleteরোজ বই আপলোড করা হচ্ছে, এখন ১৫১-২০০ ঘরের বই দেওয়া চলছে , ওই লেবেল এ ঢুকে ডাউনলোড করতে পারবেন
Deleteবিজ্ঞাপন গুলো দেখেই মনে হল , আপনার / আপনাদের কাজ ভাঙিয়ে এরা ব্যবসা করতে নেমেছে , নিতান্তই নিন্দনীয় । ধুলোখেলা বা আপনাদের উদ্যোগে যে স্বেচ্ছাশ্রম আর ভালোবাসা ওতপ্রোত সেটার কোন বিকল্প নেই , হবে না
ReplyDeleteএকেবারেই ছোটো লোক ঘরের সন্তান মনে হয়
Deleteএই ব্যক্তি কে সেটা একটা আন্দাজ পাওয়া গেছে, এখন ফাদে ফেলতে পারলে হয়, এই ব্যক্তি কে আমরা চিনি। কলেজ স্ট্রিট এ পেয়ে গেলে পুরো গ্রুপ একে পিটাবে।
রোজ বই আপলোড করা হচ্ছে, এখন ১৫১-২০০ ঘরের বই দেওয়া চলছে , ওই লেবেল এ ঢুকে ডাউনলোড করতে পারবেন
ReplyDeleteআপনার স্ক্যান করা কমিক্সগুলো যখন পড়ি, ওয়াটারমার্ক থাকলে পড়তে একটু অসুবিধা হয় ঠিকই। কিন্তু এইসব বদনচন্দ্রগুলো যখন সেগুলোকে ঝেপে মানিটাইজ করতে চায়, তখন মনে হয় ঠিকই আছে! ওয়াটারমার্ক আছে বলেই করে সুবিধা করে উঠতে পারছে না।
ReplyDeleteBTW, আমিও আমার মত করে বেশ কিছু ম্যাগাজিন অরিজিনাল সোর্স থেকে কপি বানিয়ে ছড়িয়ে দিই যাতে সবাই সেগুলো ফ্রিতে পড়তে পারে! তবে আপনি এবং আপনাদের মত অন্যান্যরা নিঃস্বার্থভাবে যা কাজ করে যাচ্ছেন, তাও এতো দশক ধরে, সেগুলোই আমার ইনসপিরেশন!
অনেক ধন্যবাদ , সকলের পড়ার জন্য আর্কাইভ দরকার আছে , তবে আমাদের দেশ ত...কিছু নোংরা লোকের জন্য জল ছাপ দিতে হচ্ছে , আপনি আপনার কাজ ও চালিয়ে যান ,না হলে হারিয়ে যাওয়া বইগুলি চিরতরে হারিয়ে যাবে ...ভাল থাকবেন ।
Delete