না বন্ধুরা এই রকম 'বেজন্মার' মতো কাজ আমার নয় , শেষ ৪-৫ দিনে আমার কাছে প্রচুর ফোন , মেসেজ এসেই চলেছে যে এটি আমার করা কিনা , একজন বন্ধু আমার করা ভেবে ভুল করে কিনে নিয়েছেন ,আমি সকলকে জানিয়ে দিয়েছি যে এই 'পতিতার' সন্তান আমি নই , আজ ১৫.০৫.২০২৫ আমি ৯ টি ইন্দ্রজাল হাই কোয়ালিটি তে নতুন ফাইল আপ লোড করলাম, ১০৬,১০৭,১৩১,১৩২,১৩৩,১৪১,১৪৩,১৪৪,১৪৯ , সকলে ডাউনলোড করে নিন ,আমি সকলের পরামর্শে মতো ৭৮০ বই পুরটাই আপলোড করে দেব কিছু দিনের মধেই ,আমার ই বই চুরি করে ব্যবসা করবে সেটা তো সহজে মেনে নেবো না, আমার নির্জন ও পিব্যান্ডস এর করা সমস্ত বই দেওয়া হয়েছে,নির্জন এর করা বই গুলো ও স্ক্যান আমার ই করা, কিছু বই জল ছাপ ছাড়া নির্জন ব্লগে দিয়ে ছিল, এর মতো জারজদের ব্যাবসা বন্ধ করতে হবে ,এই রকম চিটিং করে বোধহয় এর বাপ দাদু রা ও চলত, এদের মত বেজন্মা দের basically লজ্জা বলে কিছু থাকে না, যে ফাইল গুল দিচ্ছে তার থেকে উন্নত মানের পি ডি এফ দেওয়া শুরু করে দিয়েছি , এই --সন্তান ডাউনলোড করে নামিয়ে নতুন করে দিতে দিতে আপনারা ও নতুন ফাইল পেয়ে যাবেন ,আর এর থেকে টাকা দিয়ে কিনবার দরকার নেই । এই জারজ সন্তান চাঁদ মামা র পি ডি এফ ও এই রকম বিক্রি করছে ,এর আই পি ট্রাক করে ধরতে পারলে ফ্যালকন গ্রুপ এর সঞ্জীব সিং এর জন্ম ভুলিয়ে দেবে , কারন চাঁদ মামা কপি রাইটেড । এর প্রোফাইল দেখলেই রিপোর্ট করুন । যেটা বিনে পয়সায় ভাল কোয়ালিটি পাওয়া যায় তার জন্য টাকা খরচ বন্ধ করুন ।
অমর চিত্র কথা বাংলায় দেওয়া প্রায় শেষ , মোট প্রকাশিত ২২৫-২৩০ ,এরকম বলার কারন কিছু বই বাংলায় বের হবে বিজ্ঞাপন দিলেও সেই বই গুলি বাংলায় কেউ দেখেনি , যেমন 'কপাল কুণ্ডলা'। ২-৩ টি বই ছাড়া আমার সংগ্রহে সব কটি বই চলে এসেছে । এর মধ্যে আমার না পাওয়া অমর চিত্র কথার একটি লট পেলাম ,আপাতত সেই বই গুলি দেব , সঙ্গে ইন্দ্রজাল এর ফাইল গুলি হাই কোয়ালিটি তে আপডেট এর কাজ করছি ,।
Era claim korchhe eder beshir bhag issue without watermark . Keu keu comment e proshno korechhe ei byapare , tar answer-e ei claim korechhe.
ReplyDeleteআমার এক বন্ধু প্রশ্ন করলে সব জবাব দিচ্ছে কিন্তু জল ছাপ নিয়ে প্রশ্ন করলে উত্তর দিচ্ছে না, এরা Mexican জল ছাপ ছাড়া দেবে কোথা থেকে?? Pbands এর করা 100 বই থেকে display করছে, ব্লগ গুলো তে মেরে কেটে 150 বই জল ছাপ ছাড়া আছে, বাকি সব আমার করা, সেগুলি ঘুরে বেড়াচ্ছে ।এরা জীবনে একটা বই ও স্ক্যান করে নি।
DeleteJolchhap tule tahole upload korechhe. Ref post #1177.
ReplyDeleteজল ছাপ তুলছে না, সব পিডিএফ গুলো র ছবি টা দিলাম এগুলো সব pbands এর করা বই বাকি নির্জন এর করা, আমার স্ক্যান থেকেই, এগুলো আমরা জন্ম দিয়েছি, ফ্রন্ট কাভার দেখলেই বুঝতে পারি কোন বই কার প্রসেস করা ।সtrব সময়ে ঘাটছিল,উপরে ডিসপ্লে করেছে যেগুলি তার মধ্যে ও জল ছাপ আছে গোল রিং করে দিয়েছি।
Deleteআর জল ছাপ তুলে হার্ড কপি যে বিক্রি করছে সে এ ই ব্যক্তি নয়, সে বাংলাদেশের লোক, কে করেছে নাম ও জানি, সে খুব একটা লাভ ও করতে পারছে না, প্রচুর খেটে জল ছাপ তুলেছে, হা হা হা হা হা হা
DeleteDada pl kichu upload kore din IJC series.
ReplyDelete103 theke 200 Modhye 33 ta reupload peyechi. Indrajal comics khanda 21,22,23 o reupload kore dile bhalo hoy
Thanks
গত কয়েক দিন বই গুলি প্রসেস এর কাজ হয়ে যাচ্ছে, ১ মাসের মধ্যে ৭০% বই আপলোড হয়ে যাবে , জোর কাজ চলছে ,এদের ব্যবসা করতে দেবো না।
Deleteরোজ বই আপলোড করা হচ্ছে, এখন ১৫১-২০০ ঘরের বই দেওয়া চলছে , ওই লেবেল এ ঢুকে ডাউনলোড করতে পারবেন
ReplyDeleteধন্যবাদ দাদা
Deleteদাদা, একটা রিকোয়েস্ট ছিলো, HD pdf গুলোয় water mark transparency একটু হালকা রাখলে
ReplyDeleteভালো হয়, কিছু কিছু জায়গায় লেখা, ছবি চাপা পরে যাচ্ছে, একটু check করবেন pl
আচ্ছা, এখন ২০১-২৫০ লেবেল আপডেট হচ্ছে লক্ষ রাখুন। আগামী ১ মাসে maximum বই আপলোড হয়ে যাবে ১-৪২০ মধ্যে।
DeletePlease dada ekbare 780 boi drive tula din manuser anek subidha hobe
ReplyDeleteপ্রতিদিন ই বই আপ লোড চলছে , আগামী ২ - ৩ মাসের মধ্যে সমস্ত বই দিয়ে দেওয়া হবে।
DeleteThank you indra Da
Delete❤️❤️❤️❤️❤️
DeleteAmi oder kichu customer ke comment box e apnar link dichi bole amai borah nandan page dia block koreche 😁
Deleteসকলে মিলে রিপোর্ট করুন ওই পেজে , পেজ বন্ধ করে দিতে হবে ,ইতিমধ্যে ইন্দ্রজাল টিম ও ধুলো খেলা গ্রুপ এর টিম কাজ শুরু করে দিয়েছে , এ কে সেটা আমরা জেনে ও গেছি ।
Delete