ডাউনলোড করুন
শকুন্তলার গল্প প্রথম পাওয়া যায় মহাভারতের আদি পর্বে, প্রধান চরিত্রদের বংশ পরিচয় সূত্রে, পরিবর্তীকালে বিখ্যাত সংস্কৃত কবি নাট্যকার কালিদাস ঈষৎ পরিবর্তন করে এই কাহিনীর নাট্যরূপ দেন ।
শকুন্তলা মহর্ষি বিশ্বামিত্র স্বর্গের অপ্সরী মেনকার কন্যা, মেনকা শকুন্তলার জন্মের পর তাঁকে ত্যাগ করে যান , কণ্ব মুনি( কণ্ব মুনি হিন্দু পৌরাণিক কাহিনি মতে– জনৈক ঋষি। তিনি ছিলেন সর্ব্বলোকপূজিত, ঊর্দ্ধ্বরেতাঃ এবং ধর্মে অটল। এঁর আশ্রম ছিল মালনী নদীর নিকটস্থ একটি মনোরম স্থানে। মহাভারতে তাঁর আশ্রমের অপার সৌন্দর্য্য বর্ণিত হয়েছে। [মহাভারত। আদিপর্ব। সপ্ততিতম অধ্যায়। কণ্ব মুনির আশ্রমসমৃদ্ধি] । রাজা দুষ্মন্তের স্ত্রী শকুন্তলা তাঁর পালিতা কন্যা ছিলেন,তা ছাড়াও ছিলেন ত্রেতা যুগের একজন প্রাচীন হিন্দু ঋষি, যার কাছে ঋগ্বেদের কয়েকটি স্তব লিপিবদ্ধ রয়েছে। তাকে ঘোরের পুত্র এবং অঙ্গিরসদের একজন বলা হত ৷ তাকে কখনো কখনো সাতটি ঋষির (সপ্তর্ষি) তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। কণ্ব (কর্ণেশ) শুক্ল যজুর্বেদের একটি বৈদিক শাখার প্রতিষ্ঠাতার নামও,; কণ্ব মহর্ষি ছিলেন ... ) তাঁকে পেয়ে পালিতা কন্যা হিসাবে গ্রহণ করেন... পরে অনেক ঘটনার মধ্য দিয়ে রাজা দুষ্মন্তের সঙ্গে তাঁর বিবাহ হয়... মনে করা হয় পাণ্ডব - কৌরবদের পূর্বপুরুষ হচ্ছেন শকুন্তলা ও দুষ্মন্তের পুত্র ভরত, ... ভরতের নাম অনুসারে আমাদের দেশের নাম হয়েছে ভারত ।
শকুন্তলার গল্প প্রথম পাওয়া যায় মহাভারতের আদি পর্বে, প্রধান চরিত্রদের বংশ পরিচয় সূত্রে, পরিবর্তীকালে বিখ্যাত সংস্কৃত কবি নাট্যকার কালিদাস ঈষৎ পরিবর্তন করে এই কাহিনীর নাট্যরূপ দেন ।
শকুন্তলা মহর্ষি বিশ্বামিত্র স্বর্গের অপ্সরী মেনকার কন্যা, মেনকা শকুন্তলার জন্মের পর তাঁকে ত্যাগ করে যান , কণ্ব মুনি( কণ্ব মুনি হিন্দু পৌরাণিক কাহিনি মতে– জনৈক ঋষি। তিনি ছিলেন সর্ব্বলোকপূজিত, ঊর্দ্ধ্বরেতাঃ এবং ধর্মে অটল। এঁর আশ্রম ছিল মালনী নদীর নিকটস্থ একটি মনোরম স্থানে। মহাভারতে তাঁর আশ্রমের অপার সৌন্দর্য্য বর্ণিত হয়েছে। [মহাভারত। আদিপর্ব। সপ্ততিতম অধ্যায়। কণ্ব মুনির আশ্রমসমৃদ্ধি] । রাজা দুষ্মন্তের স্ত্রী শকুন্তলা তাঁর পালিতা কন্যা ছিলেন,তা ছাড়াও ছিলেন ত্রেতা যুগের একজন প্রাচীন হিন্দু ঋষি, যার কাছে ঋগ্বেদের কয়েকটি স্তব লিপিবদ্ধ রয়েছে। তাকে ঘোরের পুত্র এবং অঙ্গিরসদের একজন বলা হত ৷ তাকে কখনো কখনো সাতটি ঋষির (সপ্তর্ষি) তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। কণ্ব (কর্ণেশ) শুক্ল যজুর্বেদের একটি বৈদিক শাখার প্রতিষ্ঠাতার নামও,; কণ্ব মহর্ষি ছিলেন ... ) তাঁকে পেয়ে পালিতা কন্যা হিসাবে গ্রহণ করেন... পরে অনেক ঘটনার মধ্য দিয়ে রাজা দুষ্মন্তের সঙ্গে তাঁর বিবাহ হয়... মনে করা হয় পাণ্ডব - কৌরবদের পূর্বপুরুষ হচ্ছেন শকুন্তলা ও দুষ্মন্তের পুত্র ভরত, ... ভরতের নাম অনুসারে আমাদের দেশের নাম হয়েছে ভারত ।
অসাধারণ সুন্দর একটা কমিকস! ধন্যবাদ দাদা।
ReplyDeleteWelcome
Deleteকমিকস শুরুর আগে যে সূচনাটি দিচ্ছেন চমৎকার লাগছে
ReplyDelete😁😁 অনেক ধন্যবাদ।
DeleteThanxs a lot Indra Da.
ReplyDeleteWelcome
Delete