ডাউনলোড করুন
এই সংখ্যা থেকে ইন্দ্রজাল তাদের উপরের লোগো পাল্টে কালো রঙের নতুন লোগো নিয়ে এসে ছিলো, এবং মূল্য বেড়ে হয়েছিলো 5 টাকা।
আগুন নদীর ও পারে এক অদ্ভুত জায়গায় থাকে তাঁরা , একমাত্র বেতাল ই যেতে পারে সেখানে... জ্বলন্ত লাভা নেমে আসছে পাহাড় বেয়ে... কিছু পাথরের উপর পা ফেলে পার হতে হয় সেই যায়গা... ওঁরা ওদের পাহাড়ের বাশা কে বলে 'যান'... কেন এই অদ্ভুত নামে ডাকে সেটি বেতাল ও জানেনা । ... এই ক্ষুদে মানুষেরা বেতালের অনেক দিনের বন্ধু... বেতাল তাঁদের অনেক বার সাহায্য করেছে... আজ ইন্দ্রজালে এই ক্ষুদে মানুষদের নিয়ে শেষ গল্প টি থাকছে... আজ পড়বেন এই ক্ষুদে মানুষদের মহাকাশ থেকে আসার কাহিনী...ও একটি 'ব্ল্যাক বক্স' ...কি এটি... কি আছে তার মধ্যে ।
এই সংখ্যা থেকে ইন্দ্রজাল তাদের উপরের লোগো পাল্টে কালো রঙের নতুন লোগো নিয়ে এসে ছিলো, এবং মূল্য বেড়ে হয়েছিলো 5 টাকা।
আগুন নদীর ও পারে এক অদ্ভুত জায়গায় থাকে তাঁরা , একমাত্র বেতাল ই যেতে পারে সেখানে... জ্বলন্ত লাভা নেমে আসছে পাহাড় বেয়ে... কিছু পাথরের উপর পা ফেলে পার হতে হয় সেই যায়গা... ওঁরা ওদের পাহাড়ের বাশা কে বলে 'যান'... কেন এই অদ্ভুত নামে ডাকে সেটি বেতাল ও জানেনা । ... এই ক্ষুদে মানুষেরা বেতালের অনেক দিনের বন্ধু... বেতাল তাঁদের অনেক বার সাহায্য করেছে... আজ ইন্দ্রজালে এই ক্ষুদে মানুষদের নিয়ে শেষ গল্প টি থাকছে... আজ পড়বেন এই ক্ষুদে মানুষদের মহাকাশ থেকে আসার কাহিনী...ও একটি 'ব্ল্যাক বক্স' ...কি এটি... কি আছে তার মধ্যে ।
আজও মনে আছে, আমার স্কুল ছুটির সময়ে আমায় নিতে এসে, এই বইটা মা আমার হাতে তুলে দিয়েছিলেন। কভারটা দেখে আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি, এটা কোনোও 'ইন্দ্রজাল কমিকস্'। মা বলেছিলেন, "৫ টাকা করে দাম হয়ে গেছে, আর কিনে দেবো না।" যদিও পরে আরোও কেন হয়েছিলো।
ReplyDeleteসত্যি ....কি দিন ছিলো। ভাবলে অবাক লাগে।
DeleteAmar O jiboner sobcheye khushir din chilo. Jokhon ami Betal ba Mandrake comics portam during 70s
ReplyDeleteতাই এখনো ইন্দ্রজাল এখনো মাইল স্টোন। ❤❤❤
Deleteএটা কত সালের ?... যাই হোক, তুষার চ্যাটার্জির কালো বাঘের থাবা ডাউন লোড করা যাচ্ছে না, যদি অনুগ্রহ করে একটু দেখেন
ReplyDeleteনতুন পাওয়া যাচ্ছে।বুক ফার্ম তুষার চ্যাটার্জির কমিক্স গুলি প্রকাশ করেছে। তাই লিঙ্ক ডাউন করেছি।
DeleteThanxs Indra Da.
ReplyDeleteApnake ki bole je Dhanyabad debo, tar bhasa nei... Apni amar chhotobela ke abar jibanta korlen
Delete