ডাউনলোড করুন
ঠিক কর্ণ যেমন একটি ঝুড়িতে ভেসে এসেছিল ঠিক গার্থ ও তাই...ব্রিটিশ কমিকস্ গার্থের জন্ম
ব্রিতান্ত ইন্দ্রজালের বাইরে হয়তো রয়েছে , আমি খুঁজে পাইনি...'থুলে' নামে একটি দ্বীপের কাছে একটি জাহাজ ডুবি হয়... তারপর একটি ঝুড়ি ভেসে আসে 'থুলে' দ্বীপের উপকূলে , ঝুড়ির ভিতর একটি তলোয়ার ছিল শুধু... ঐ দ্বীপের সর্দার 'র্যাগনোর'রা' তাঁর স্ত্রী 'থোরা' বুকে তুলে নিয়েছিল ওকে... নাম রেখে ছিল গার্থ ।
গার্থের ছোটবেলার বান্ধবী 'গার্দা'... মেয়েটি কে তাঁর বাবা খুন করেছিল... আর গার্থ খুন করেছিল মেয়েটির বাবা'কে । ... 'থুলে' ছেড়ে লন্ডনে চলে এসে ছিল এবং প্রতিজ্ঞা করেছিল আর কখনো ওখানে ফিরবে না। ...লন্ডনে আসার পর অন্য কোন
জগৎ এর দেবী আস্ট্রা সে গার্থের আত্মার বন্ধু ও প্রেমিকা, প্রাচীন যুগ থেকে চাঁদের দেবী । ... সে দেবী ও পূর্ণ নারী ... আস্টা সাথে গার্থের পরিচয় কিকরে হোল সেই কাহিনী ও পাওয়া যায়নি ... যাই হোক আজ থাকছে গার্থের 'থুলে' ফিরে যাওয়ার কাহিনী । ... অসাধারন একটি কাহিনী আজ ডাউনলোড করুন ।