স্ক্যান ও এডিট - পিব্যান্ডস
খণ্ড ২২ আজ শেষ হচ্ছে, তবে এই গল্পের শেষ কিন্তু খণ্ড ২৩ এ , বেতালের নতুন কমিকস্ এর সঙ্গে থাকছে ফ্ল্যাশ গর্ডনের নতুন অ্যাডভেঞ্চার।
সারা বছর অপেক্ষা করে থাকি... এই মানের গ্রাফিক
নভেল পাওয়ার জন্য দীর্ঘদিন বসে
থাকতে হয়,দিনের পর দিন হতাস হই...তবে ঠিক এই রকম খুশি হয়ে ছিলাম গত বছর দু-বার, হেমেন্দ্র
কুমার রায়ের লেখা ও অজিত গুপ্তর অলঙ্করনে ১৯৭০ সালে প্রকাশিত
'গা ছম ছম করে' ও মার্কিন সাম্রাজ্যবাদী যুদ্ধ লিপ্সার
বিরুদ্ধে জোয়েল
অ্যাড্রিইয়াস এর গ্রাফিক
নভেল 'অ্যাডিকটেড টু ওয়ার' (যুদ্ধ
জীবী )পেয়ে।
এই বইটি তে পাওয়া যায় যে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র দেখা দেওয়ায় জনগনের সামনে নতুন সভ্যতার গনতান্ত্রিক সমাজ নির্মানের পথ খুলে যায়... সাম্রাজ্যবাদী শক্তি বলতে থাকে -- ঐ সব বিপ্লব -টিপ্লব কিছুনয়...স্রেফ দাদার মৃত্যুর জন্য প্রতিশোধ নিয়েছে লেনিন... রাশিয়া টা গেলো । বলশেভিকরা দেশ টাকে রক্তে ডুবিয়েছে...
এই বইতে পাবেন ১৯১৭ সালে অক্টোবরে সমাজতান্ত্রিক মহাবিপ্লব থেকে ১৯১৮ সালের ১১ নভেম্বর প্রথম বিশ্ব যুদ্ধর অবসান... ১৯১৯ সালে লালফৌজের আক্রমনে 'কালচাকের' বাহিনীর পূর্বে পলায়ন... ১৯২২ এ সমাপ্ত সমস্ত গৃহযুদ্ধ...এর থেকে বেশি জানতে গেলে পড়তে হয় 'জন রিডে'র 'দুনিয়া কাঁপানো দশদিন'।
এই বইটি তে পাওয়া যায় যে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র দেখা দেওয়ায় জনগনের সামনে নতুন সভ্যতার গনতান্ত্রিক সমাজ নির্মানের পথ খুলে যায়... সাম্রাজ্যবাদী শক্তি বলতে থাকে -- ঐ সব বিপ্লব -টিপ্লব কিছুনয়...স্রেফ দাদার মৃত্যুর জন্য প্রতিশোধ নিয়েছে লেনিন... রাশিয়া টা গেলো । বলশেভিকরা দেশ টাকে রক্তে ডুবিয়েছে...
এই বইতে পাবেন ১৯১৭ সালে অক্টোবরে সমাজতান্ত্রিক মহাবিপ্লব থেকে ১৯১৮ সালের ১১ নভেম্বর প্রথম বিশ্ব যুদ্ধর অবসান... ১৯১৯ সালে লালফৌজের আক্রমনে 'কালচাকের' বাহিনীর পূর্বে পলায়ন... ১৯২২ এ সমাপ্ত সমস্ত গৃহযুদ্ধ...এর থেকে বেশি জানতে গেলে পড়তে হয় 'জন রিডে'র 'দুনিয়া কাঁপানো দশদিন'।
Rush biplob er comics ti kivabe download krbo dada?
ReplyDeleteএটা ব্লগে দেওয়া হয়নি এখনো।তবে দেবার চিন্তা অবশ্যই আছে ।
DeleteBlog e din dada...amio porte chai comics ti, rush biplob somporke ami vison agrohi. Apni blog e dile amra sobai khub upokrito hobo.
ReplyDeletehttp://sovietbooksinbengali.blogspot.in/2014/09/RushBiplobKiGhotechhilo.html
ReplyDeleteSomnath babu,govir kritoggotar songe apnake osesh dhonnobad janachhi.
ReplyDeleteঐ ব্লগে আছে এটা খেয়াল ছিলো না ।অমি লিংক টা ব্লগে দিয়ে দেবো বা সোমনাথের অনুমতি নিয়ে আমার ব্লগে দেবো।
Deletelink তো দিয়ে দিলাম। এই লিংকই পোস্টেও রাখতে পারো।
Deleteআচ্ছা
Deleteeagerly waiting for ''Ga CHOMCHOM KOREY'' ..
ReplyDeleteস্কান হয়ে গেছে। এডিট হলেই দিয়ে দেবো।
DeleteBoss.. তোমার নতুন কিছু শেয়ার করা মানেই অনবদ্য কিছু অপেক্ষা করছে...
ReplyDeleteIJC গুলো শেষ করে অন্যান্য গুলো দাও..
এর পর তো আদিত্য আসছে তাই না???
হ্যা, আর দুটো খণ্ড পরেই।
DeleteIndrajal kokhono Shes hobar noy. Tai na Indranath Da?
ReplyDeleteআমার তো সব বই থাকতেও বই দেখলেই মনে হয় নেই , ইন্দ্রজাল মেনিয়া হয়ে গেছে। সত্য কথা যে এই নেশা শেষ হবার নয় ।
Deleteইন্দ্রদা, খন্ড ২৩ এর জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছি...মূলত এখান থেকেই আমার ছেলেবেলার ইন্দ্রজাল পড়া শুরু...আপনাকে অশেষ ধন্যবাদ।
ReplyDeleteআজ থেকে 23 শুরু হচ্ছে।সঙ্গে থাকুন।
Deleteইন্দ্রনাথ বাবু ধন্যবাদ, অফুরান শুভেচ্ছা
ReplyDeleteThanxs Indra Da
ReplyDeleteApnar kollane abar comics guli porte parchhi - apnake oshesh dhonnobad.
ReplyDeleteIndrajal er Vol. 22 Issue 52 er link ta kaj korchhe na - onugroho kore ektu dekhben ki?