স্ক্যান ও এডিট - পিব্যান্ডস
খণ্ড ২২ আজ শেষ হচ্ছে, তবে এই গল্পের শেষ কিন্তু খণ্ড ২৩ এ , বেতালের নতুন কমিকস্ এর সঙ্গে থাকছে ফ্ল্যাশ গর্ডনের নতুন অ্যাডভেঞ্চার।
সারা বছর অপেক্ষা করে থাকি... এই মানের গ্রাফিক
নভেল পাওয়ার জন্য দীর্ঘদিন বসে
থাকতে হয়,দিনের পর দিন হতাস হই...তবে ঠিক এই রকম খুশি হয়ে ছিলাম গত বছর দু-বার, হেমেন্দ্র
কুমার রায়ের লেখা ও অজিত গুপ্তর অলঙ্করনে ১৯৭০ সালে প্রকাশিত
'গা ছম ছম করে' ও মার্কিন সাম্রাজ্যবাদী যুদ্ধ লিপ্সার
বিরুদ্ধে জোয়েল
অ্যাড্রিইয়াস এর গ্রাফিক
নভেল 'অ্যাডিকটেড টু ওয়ার' (যুদ্ধ
জীবী )পেয়ে।
এই বইটি তে পাওয়া যায় যে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র দেখা দেওয়ায় জনগনের সামনে নতুন সভ্যতার গনতান্ত্রিক সমাজ নির্মানের পথ খুলে যায়... সাম্রাজ্যবাদী শক্তি বলতে থাকে -- ঐ সব বিপ্লব -টিপ্লব কিছুনয়...স্রেফ দাদার মৃত্যুর জন্য প্রতিশোধ নিয়েছে লেনিন... রাশিয়া টা গেলো । বলশেভিকরা দেশ টাকে রক্তে ডুবিয়েছে...
এই বইতে পাবেন ১৯১৭ সালে অক্টোবরে সমাজতান্ত্রিক মহাবিপ্লব থেকে ১৯১৮ সালের ১১ নভেম্বর প্রথম বিশ্ব যুদ্ধর অবসান... ১৯১৯ সালে লালফৌজের আক্রমনে 'কালচাকের' বাহিনীর পূর্বে পলায়ন... ১৯২২ এ সমাপ্ত সমস্ত গৃহযুদ্ধ...এর থেকে বেশি জানতে গেলে পড়তে হয় 'জন রিডে'র 'দুনিয়া কাঁপানো দশদিন'।
এই বইটি তে পাওয়া যায় যে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র দেখা দেওয়ায় জনগনের সামনে নতুন সভ্যতার গনতান্ত্রিক সমাজ নির্মানের পথ খুলে যায়... সাম্রাজ্যবাদী শক্তি বলতে থাকে -- ঐ সব বিপ্লব -টিপ্লব কিছুনয়...স্রেফ দাদার মৃত্যুর জন্য প্রতিশোধ নিয়েছে লেনিন... রাশিয়া টা গেলো । বলশেভিকরা দেশ টাকে রক্তে ডুবিয়েছে...
এই বইতে পাবেন ১৯১৭ সালে অক্টোবরে সমাজতান্ত্রিক মহাবিপ্লব থেকে ১৯১৮ সালের ১১ নভেম্বর প্রথম বিশ্ব যুদ্ধর অবসান... ১৯১৯ সালে লালফৌজের আক্রমনে 'কালচাকের' বাহিনীর পূর্বে পলায়ন... ১৯২২ এ সমাপ্ত সমস্ত গৃহযুদ্ধ...এর থেকে বেশি জানতে গেলে পড়তে হয় 'জন রিডে'র 'দুনিয়া কাঁপানো দশদিন'।