Monday, June 6, 2016

Post # 513 Indrajit Bonam Black Diamond By Narayan Debnath

                                                  
                                                                    ডাউনলোড করুন


 আজ থাকছে ১৩৭৭ অর্থাৎ ১৯৭০ সালের কিশোর ভারতী পূজা বার্ষিকী থেকে এই সিরিজের দ্বিতীয় কমিকস্‌ তুফান মেলের যাত্রী । 

 


                                                                           




                                                 



দীপনের এই সংখ্যা ছিল কমিকস্‌ সংখ্যা , সম্পাদক- এন,জুলফিকার । পৃষ্ঠা সংখ্যা ৬৬৫।কমিকস্‌ গবেষণার জন্য এক অসাধারন বই, শুধু এপার বাংলা নয়, ওপার বাংলার কমিকস্‌ নিয়েও আছে অসাধারন গবেষণা । 'ইন্দ্রজাল কমিকস্‌' ও 'অমর চিত্রকথা' নিয়ে আমার দুটি লেখা আছে , সঙ্গে ইন্দ্রজাল ও অমর চিত্র কথার তালিকা ,অমর চিত্র কথার তালিকা করতে আমাকে সাহায্য করেছেন অঞ্জন পাল ও পার্থ দত্ত,   ওঁদের কাছে আমি আমি কৃতজ্ঞ ।   

 


মাঝে মাঝে আমাদের আড্ডা বসে ,কলেজ স্ট্রিট কফি হাউসেই আমরা যাই বেশি তবে এবার .অলোকদা
ত্রিপুরা থেকে আসা উপলক্ষে  কমিকস্‌ আড্ডা দম দম নাগের বাজার ডায়মন্ড প্লাজায়। সঙ্গে ইলাসট্রেটার ও সম্পাদকেরা । অর্ক, অয়ন, সুমিতদা, জুলফিকারদা ,সপ্তর্ষি দে, তিয়াসা দাশগুপ্ত, ইন্দ্রাশিষ ও আরও অনেকে ।
ডান দিকে ত্রিপুরার বিখ্যাত কমিক্স ইলাসট্রেটার অলক দাসগুপ্ত (কালো জামা পরে) বা দিকে সম্পাদক জুলফিকারদা ।



ইলাসট্রেটার সপ্তর্ষি দে,সুমিত সেনগুপ্ত,অয়ন রাহা(জিরোকমিকস্‌) । 

সপ্তর্ষি ও অর্ক পৈতণ্ডী(আনন্দমেলা) 
সপ্তর্ষির করা ডিজিটাল কমিক্স ,সুক্ষ হাস্যরসে পরিপূর্ণ ।



5 comments:

  1. Indrababu black diamond darun laglo Khyber sadharaner moddhe dia asadharon romancho ei comics gulote chilo, vison bhalo laglo egulo abar pore, er ekta anurodh kishor bharotir purono pujabarshikite palabar poth nei comics ta ki pawajete pare ota khub asadharon.

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ,ব্ল্যাক ডায়মন্ড সিরিজ এবার পর পর পাবেন,আর সুব্রত গঙ্গোপাধ্যায়ের 'পালাবার পথ নেই' স্ক্যান করা আছে ,এই সিরিজ শেষ হলেই দেবো ।

      Delete
  2. 'দীপন' কমিকস সংখ্যায় আপনার লেখা প্রকাশিত হল - অভিনন্দন জানাই ইন্দ্রনাথ বাবু ।

    ReplyDelete
  3. আপনাদের থেকে সাহস নিয়েই পরবর্তী লেখার অনুপ্রেরণা পাই ।

    ReplyDelete
  4. Ek-duto pata neo mone holo, jodio bohu bochhor aage pora

    ReplyDelete