নতুন বইয়ের খবর
গত ১০ই এপ্রিল ২০১৫ “একাদেমি মঞ্চ”(নন্দন)
এ ‘দীপ প্রকাশনা’থেকে প্রকাশিত হোল “অ্যান্টনি
ও চন্দ্রবিন্দু “, “অনুপম রায়ের” লেখা, ছবি ‘সম্বুদ্ধ বিশী’র।
উদ্বোধন করলেন কমিকস্ বাদশা ‘নারায়ণ দেবনাথ’। ছিলেন আনন্দমেলার দুই বিখ্যাত ইলাস্ট্রেটার ‘দেবাশিস দেব’ ও ‘সুব্রত গঙ্গোপাধ্যায়’,
আনন্দমেলার রাপ্পারাও চরিত্রের কমিকস্ এর
উঠতি শিল্পি সুযোগ বন্দ্যোপাধ্যায়, (পাতাল ঘর, পাগলা সাহেবের কবর,গোঁসাই বাগানের
ভুত ইত্যাদি কমিকস্ সুযোগদার করা), ছিল ইলাস্ট্রেটার অর্ক পৈতণ্ডী, বিখ্যাত
ইলাস্ট্রেটার ‘দিলিপ দাস’। বক্তব্য রাখেন সকলের প্রিয় কমিকস্ গবেষক “বিশ্বদেব গঙ্গোপাধ্যায়”।
বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর চরিত্র গুলি নিয়ে এই কমিকস্ ,
শান্তনুর মাধ্যমে পরিচয় হোল “অনুপম রায়ের” সাথে, শান্তনুর
জন্যই দীপ প্রকাশনা থেকে এই বই টি বের হয় ।
এক কথায় অন্য স্বাদের এই বইটি সকলের ভালো
লাগবে !
উদ্বোধন করলেন কমিকস্ বাদশা ‘নারায়ণ দেবনাথ’। |
কমিকস্ স্ক্রিপ্ট লেখক অনুপম রায় |
দীপ প্রকাশনের সম্পাদক দিপদা,ইলাসট্রেটর অর্ক পৈতুণ্ডীর সঙ্গে |
অর্ক ও আনন্দপাব্লিশারস্ এর রাপ্পা রাও কমিকস্ এর ইলাসট্রেটর সুযোগ বন্দ্যোপাধ্যায় |
ডাউনলোড করুন
স্ক্যান ও এডিট- "প্রসেনজিৎ দা (পিব্যান্ডস)।
'স্টেজি' কে বেতাল কিভাবে স্বর্গ দ্বিপে আনলো সেই ঘটনা এই গল্পে পাবেন !আমার প্রথম কপি টি একজন নিয়ে আর ফেরত দেয়নি , পরে অবশ্য এই বইটার অনেক কপি পাই ! তবে আজ ৩০ বছর পরেও প্রথম টি গত হওয়ার দুঃখোর দিনটি মনে পড়ে !
Aba....sese. IJ r janna anek apekha ksarechi. Anek dhonnobad bhai. GOUTAM MUKHERJEE
ReplyDeleteগৌতমবাবু আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ ! ধন্যবাদ সঙ্গে থাকুন !
DeleteFirstly character tir naam Rappa Ray and secondly Sujog ei character ti r sudhu illustration korey na eti tar e srishti ebong golpogulo tar e lekha.
ReplyDelete