ডাউনলোড করুন
ধুলোখেলা ব্লগে প্রথম আমি কলরব পত্রিকা সম্পর্কে জানতে পারি ... সম্পাদক ছিলেন শ্রী রবিদাস সাহা রায়... সেপ্টেম্বর ও অক্টোবর ১৯৭৫ সালের দুটি সংখ্যায় গোয়েন্দা নিশীথ রায়ের শেষ দুটি কিস্তির পাতা থেকে জানতে পারি 'ইনকা রাজের গুপ্তধন' গল্পটির কথা... ঐ ব্লগেও এই কমিকস্ টি কমপ্লিট করার মতো সবকটি সংখ্যা নেই ... তবে আশায় বসে রইলাম কোনদিন হয়তো পেয়ে যাবো। গোয়েন্দা নিশীথ রায়ের এই একটি কমিকস্ ই সংগ্রহ করতে বাকি রয়ে গেল।
কলরব পত্রিকা ১৯৭৫ অক্টোবর সংখ্যা শেষ কিস্তি |
কলরব পত্রিকা ১৯৭৫ সেপ্টেম্বর সংখ্যা |
গোয়েন্দা নিশীথ রায়ের কমিকস্ গুলি...
১.সখের
গোয়েন্দা নিশীথ রায় -৪১ পাতা (শুকতারা)
২.মরনের
বেড়াজাল – ৪৬ পাতা (শুকতারা )
৩.ইনকা রাজের গুপ্তধন(কলরব পত্রিকা) ।
৩.ইনকা রাজের গুপ্তধন(কলরব পত্রিকা) ।
৪.কালো
বাঘের থাবা -৫৮ পাতা (শুকতারা )
৫.দানবের
হাতে নিশীথ রায় – ৩৬ পাতা
৬.ডাকিনীর
রাত -৩৬ পাতা
৭. বিষকন্যা
– ১২ পাতা (নবকল্লোল)।
৮.ভঙ্করের
জাগরণ (নব কল্লোল)।৯। মরন ফাঁদে নিশীথ রায় (প্রকাশিত হয়নি)।
আজ থাকলো গোয়েন্দা নিশীথ রায় সিরিজের একটি কমিকস্, প্রাপ্ত বয়স্কদের জন্য এই কমিকস্ টি নব কল্লোল এ প্রকাশিত হয় আশ্বিন ১৩৭৯ অর্থাৎ অক্টোবর ১৯৭২ ।
শ্রী তুষার চ্যাটার্জি
থাকতেন কালীঘাট ট্রাম ডিপোর পাশে একটি বাড়িতে ( নিচে হমিওপ্যাথি ওষুধের দোকান আছে) অবিবাহিত ছিলেন ,আদি নিবাস পূর্ব বঙ্গে । দেখতে সুপুরুষ ছিলেন, খুব পান খেতেন, পাঞ্জাবী পাজামা পরতেন ,কাঁধে থাকতো শান্তিপুরি ঝোলা, খুব অল্প সময়ে অনেক কাজ করতেন বলে অলঙ্করেণের মান সব সময় ঠিক থাকতো না, শুকতারা,নবকল্লল,কলরব পত্রিকায় অলংকরণ করতেন । দেব সাহিত্য কুটিরের থেকে একটি মূল্যবান পাণ্ডুলিপি নিয়ে বাসের থেকে হারিয়ে ফেলেন (কমিকস্ আঁকার জন্য নিয়ে ছিলেন) ,তাই ওনাকে খুব অপমানজনক কথাবলা হয়, তাই দেব সাহিত্য কুটিরের সাথে সম্পর্ক ত্যাগ করেন, পরে 'রসা রোডে' একটি আঁকার ইস্কুল খোলেন ,গানবাজনার জলসা করতেন বাড়িতে, কালী পূজা হতো বলেও শুনেছি । ময়ূখ চৌধুরীর সঙ্গে বাড়ির সামনের রকে সপ্তহে ১-২ দিন আড্ডা মারতেন , দিলিপ দাসের সঙ্গে যৌথ কমিকস্ প্রকাশ করেন ( যদিও অমি দেখিনি) , ৬৫-৬৭ বছর বয়সে (আনুমানিক)২০০৭ সালে ঘুমের মদ্ধে হৃদরোগে মারাজান।