Saturday, August 10, 2013

Post # 44 Aguntok By Moyukh Choudhury

                                                                      ডাউনলোড করুন
                                       



শারদীয়ার প্রিতি ও শুভেচ্ছা জানাই সকল বন্ধু কে । সঙ্গে আপনাদের সুবিধার জন্য আপনাদের প্রিয় ব্লগ নতুন রুপে...। লেবেল এ গিয়ে একটি ক্লিকেই যেকোনো পোস্ট এবার আপনার চোখের সামনে ।


৪০ দশকে শিল্পী যেতেন ওয়েলিংটনে বক্সিং ক্লাবএ,করেছিলেন বেশ কিছুদিন অনুশীলন !তাই হয়তো যৌবনের সৃতি থেকে নেওয়া কিছু বাস্তব ঘটনা থেকে করা ৭০ এর দশকের এই 'কল্প বিজ্ঞানের' কমিকস্‌ টি । ৪৪ নং এই পোস্ট টি কোন কারনে 'ডিলিট' হয়েযায় তাই  পোস্ট টি আবার করলাম ... ৮৫ পাতার কমিকস্‌... শুকতারা থেকে মূল পাতা গুলি স্ক্যান করে দিলাম... পরে অবশ্য 'রোমাঞ্চকর চিত্র কাহানী' বই তে (দেব সাহিত্য কুটীর ) এটি প্রকাশ পায়। 







                                                                 


6 comments:

  1. ei notun format-e prochur banan bodle ultopalta hoye giyeche dekhchi| setar ki karon thakte pare?

    ReplyDelete
  2. এটা আগেই নামিয়েছিলাম কিন্তু পোস্ট delete হয়ে যাওয়ায় ধন্যবাদ জানাতে পারিনি। তাই এখন এই অসাধারণ কমিক্সটার জন্য প্রচুর ধন্যবাদ।

    ReplyDelete
  3. Apratim বাবু কোন পোস্ট গুলি জানালে ভালো হয়!

    ReplyDelete
  4. NIL অনেক ধন্যবাদ ! আপানর ব্লগ টি খুব চমৎকার হয়েছে !

    ReplyDelete
  5. এই নীচেই দেখুন না সেরা আর অভিযান বানান দুটো। আমার যতদূর মনে পড়ছে এগুলো আগে ঠিকই ছিল।

    ReplyDelete
  6. Pdf এর Page arrengement কি একটু এলোমেলো হয়েগেছে? 27 নম্বর পাতার পর থেকে? একটু দেখবেন।

    ReplyDelete