Thursday, August 8, 2013

Post # 43 Gupta Dhaner Sandhane By Mayukh Choudhury

                                                                      ডাউনলোড করুন




' গুপ্তধনের সন্ধানে' এই কমিকস্‌ টি শুকতারায় ৫ বছরের ৭ মাস  ধরে চলে ছিল ,  পুরো টাই ছিল সংগ্রহে...।    'হেমেন্দ্র কুমার রায়ের' গল্প 'আবার যখের ধনের' চিত্র রুপ এই কমিকস্‌ টি,ময়ূখ চৌধুরীর সেরা কাজের মধ্যে এটি একটি ।









                                                                       


27 comments:

  1. সাবাস বন্ধু...আমার অনুরোধ যে তুমি এইভাবে পূরণ করে দিলে তার জন্যে অনেক ধন্যবাদ !!! (বাকি যা আবদার আছে সেগুলোও চাই কিন্তু :p)

    ReplyDelete
  2. আবার যখের ধন, যখের ধনের জনপ্রিয়তাকে ছাপিয়ে গেছে । 'আবার' অথবা '২' নামাঙ্কিত বেশীর ভাগ সাহিত্য বা চলচিত্রের ক্ষেত্রেই যা ব্যাতিক্রম।
    আর ময়ূখ চৌধুরীর এই কমিকটির বিশেষত্ব হল উত্তম আর সৌমিত্রের মুখ বিমল ও কুমারের চরিত্রে তিনি ব্যবহার করেছেন।
    @indra, এই ব্যাপারটা তোমার কেমন লেগেছে? বা অন্য যারা কমিকসটি পড়েছেন বা পড়বেন তাদের মতামত জানতে পারলেও বেশ হয়।

    ইন্দ্রকে অনেক ধন্যবাদ।

    ReplyDelete
  3. @suku tomar anudodh raktay parlay khushi hobo...baki ki ki chai janio.....!! @ms ay comics ta mayukh babur aka janabar jonno dhanyabad! Ar satti abar jokherdhan jakher dhan key chapya gache...abar jokher dhon t.v serial o darun hoyachilo...jokher dhon golpair boy ta amar achay..kintu comics noy...oy golpo ta o kharap na....

    ReplyDelete
  4. Thanks for this comic version of 'abar jokher dhon'!! Haan,ami serial ta dekhechilam....in '90s...khubi popular chilo! :)

    Ar haan,Somitra r Uttam-er mukher mil obbosoi ache ar page-28 e Soumitra-er mukh to puro jibonto!!

    ReplyDelete
  5. @kintu aka ta ki moyukh chowdhury r ?

    ReplyDelete
  6. MC-r eto comics porle,style dekhe kono doubt ache?? ;))

    Apart from art,another uniqueness of MC's illustration was the way he used speech-baloons!!Many a time size of text exceeds the art - something that became more balanced in later stories - as someone once told,a suggestion made by Satyajit Roy who was himself a big fan of MC!!

    ReplyDelete
  7. @HojO: last du din dhore dekhchi mediafire theke download korte gele, ad berhochche ar download kora jachche na. remove ad o hoychche na, kindly bolte paren ki korbo. ei comics ta last half an hour dhoe download korte chesta korchi kintu sab britha

    ReplyDelete
  8. @Indrada excelent.aro e dharaner comics chai.

    ReplyDelete
  9. @sukanta thanks tomakey...next bar mayukh chowdhury r ramdhanur sandhaney ta upload korbo.....

    ReplyDelete
  10. @hojo: hyan, mc'r eto comic porlam..r eta je sotty mayukh chowdhuryr seta samporke amar doubt ache..amar mone hoy eta onar aaka noi..

    @ms: tumi ki kore jaanle eta mc'r?

    ReplyDelete
  11. আরে বন্ধু এটা ময়ূখের আঁকা ১০০% !! আঁকার স্টাইল দেখে বুঝছ না ?

    ReplyDelete
  12. @Mr. Walker, আঁকার স্টাইল, স্ক্রিপ্টের ধরণ, ফ্রেমিং, সব কিছুই তো বলছে এটা MC-র আঁকা।
    এই কমিকসটা আমি আগেও দেখেছিলাম শুকতারাতে, কখনও খেয়াল করিনি যে এটাতে ময়ূখ চৌধুরীর নাম নেই। এমনকি আমার আগের Comment-টা লেখার সময় ও জানতাম না। তোমাদের(Indra,Walker)Comment দেখে তাই একটু অবাক হয়েছিলাম।

    তবে উত্তম আর সৌমিত্রের মুখ ব্যবহার করবার ব্যাপারটা কেমন লাগছে? খুব লাগসই হয়েছে বলে তো মনে হচ্ছে না।

    ReplyDelete
  13. thanks ..................................

    ReplyDelete
  14. Eta Mc-r aka na hole kar aka?? Oi framing,oi scripting,oi close-up ....osobi Mayukh babu chara kono Bengali artist korto(ba parto) bole monehoyna!!;o))

    Ar Uttam/Sounitra somporke agei bolechi...Uttam wasn't that visible but Soumitra was,in some panels at least,almost alive!!

    ReplyDelete
  15. @ms ,hojo comics ta tay onar nam nay bolay ektu obak hocchi, tachara scripting a uni suddhabangla babohar korten besh kichu sabda...ar uttam,soumitra r mukh dhakey o obak hocchi..

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. উত্তম বাবুর মুখ কয়েকটা জায়গায় বিমলের বয়সের তুলনায় একটু বয়স্ক দেখিয়েছে বলে আমার ব্যাক্তিগত ধারণা ... সুকুদা এই ব্যাপারে আলোকপাত করলে খুশি হব... ময়ুখের আকার ব্যাপারে কমেন্ট করার জন্য ওনার চেয়ে বেশি যোগ্য লোক আমার অন্তত আর জানা নেই

    ReplyDelete
  18. ম্যাক্স বাবু গাছে তুলছেন দেখি !!

    যতদুর জেনেছি, পাঠকমহলে জনপ্রিয়তা বাড়ানোর জন্যে ময়ুখ চৌধুরী এই দুই মহানায়কের মুখের আদলে ছবি এঁকেছিলেন, হয়তো এই অসাধারণ গল্প নিয়ে চলচ্চিত্র হোক এই সুপ্ত কামনাও তাঁর ছিলো !!

    ReplyDelete
  19. @suku ay comics ta unique bapar hoyay darayache! karan M C onar nam ba chadda nam o babohar koren ny!!!

    ReplyDelete
  20. @hojo & ms: amar mone hoy ae comics ta te keu mc'r aaka nakol korar chesta korechilo..some panels look like his original work, but sob kota noi..r onar to naam er obhav nei..tai naam na kore comics dewar karon bujhte parchi na..

    ReplyDelete
  21. স্যার যদি আপনি এই বইগুলো পিডিএফে দিতে পারতেন তাহলে যে কি রকম সুবিধা হতো আপনাকে বলে বোঝাতে পারব না।

    ReplyDelete
  22. আচ্ছা আরব্য রজনীর এইরকম কমিক্স নেই ?

    ReplyDelete
  23. ছোট বেলায় আমি একটা কমিক্স পড়েছি। নিশীথ রায় - পাওয়া যেতে পারে ?

    ReplyDelete
  24. Bhai, link theke download korte parchi na.Ektu dekho.Onek Dhonyobad ei osadharon kaajer jonyo.

    ReplyDelete
  25. দাদা লিন্ক ডেড বলছে।
    একটু দেখুন প্লিজ।
    ধন্যবাদ

    ReplyDelete
  26. Excellent work. Apnar jonyo abar chotobela fire pelam. Anek dhonyobad. Kintu aajke r mono download hochhe na.

    ReplyDelete
  27. Robin Hood gulo download hochhe na

    ReplyDelete