ডাউনলোড করুন
সুব্রত সামন্ত বলে এক চিটিংবাজ আমার ব্লগের রেপ্লিকা তৈরি করেছে ,খুব সাবধান, ওর সাইট খুল্লে ভাইরাস ঢোকার সম্ভবনা প্রবল।
হারাধনের ৫ টি ছেলে রইলো বাকি ৩।
আর মাত্র ৩ টি ইন্দ্রজাল কমিকস্ বাকি রইল।১,১৭,২৩। এই সপ্তাহ তে ২ টি ইন্দ্রজাল কমিকস্ পেলাম,দুটোর মূল্য ৮০০ টাকা (৫০০+৩০০) ও এক প্যাকেট ৫৫৫ সিগারেট।
১৯৫০ সালে শুকতারায় বের হওয়া ধারাবাহিক গল্প "তাসের প্রাশাদ"। পরে "মা ভাই বোন" নামে বই আকারে প্রকাশ পায়। স্বাধীনতার পর বাংলা দেশ থেকে পালিয়ে আসা একটি পরিবার কি ভাবে ভেঙ্গে যায়, ও পাড়ে রাজার জাতের হাতথেকে বেঁচে এ পাড়ে এসে "মারয়ারী" দের পাল্লায় পড়ে সর্বস্ব খুইয়ে শেষ হয়ে যাওয়া একটি পরিবারের গল্প।
সুধিন্দ্রনাথ রাহার লেখা নাটকে স্বয়ং শিশির
ভাদুরি, ছবি বিস্বাস,কানন বালা, সয়ুজু বালা অভিনয় করেন।
সুধিন্দ্রনাথ রাহার গল্প "বাংলার বোমা" ইংরেজ রা ব্রিটিশ আমলএ ব্যান্ড করে
দিয়ে ছিল। "ইস্কা
বনের টেক্কা", "লক্ষ টাকার হিরা","রাজ নগরের রত্ন ভাণ্ডার","মুখোসের অন্তরালে", প্রভৃতি বই আগে পাওয়া যেত।