২৫.০৪.২০২১
মানুষের ইতিহাসের প্রথম দিন থেকে তার ভাষার বাহক ঢাক,কখনও শোভাযাত্রায় বা কুচকাওয়াজে...কোন কোন ঢাকের অলৌকিক ক্ষমতার কথা শোনা যায়... তেমন এক হোল টিমপেনির বিখ্যাত ঢাক । টিমপেনির ঢাকের মতো ঢাকের বাজনা পৃথিবীর আর কোথাও শোনা যায়নি ।টিমপেনি...ডেনকালির কাছে একটি ছোট্ট দ্বীপ... কিছুই নেই তার ঢাক ছাড়া ।ঢাক বাজিয়ে তারা আক্রিষ্ঠ করতো জঙ্গলবাসী দের ...তারা ভাড়ার পালের মতো লাফিয়ে পড়ত সমুদ্রে ,যারা প্রানে বেঁচে গিয়ে পৌঁছাত তাদের সরবস্য লুঠ করে নিয়ে দাস রুপে বেচে দেওয়া হত।
জঙ্গলবাসীরা একদিন ক্রুদ্ধ হয়ে আক্রমন করলো টিমপেনি দ্বীপ কে, হটাথ আক্রমনে তারা বিভ্রান্ত হয়ে গেল, প্রত্যেক টিমপেনিদের হত্যা করলো জঙ্গলবাসী রা , সেই জাদু ঢাক গুলি সব পুড়িয়ে ছাই করে দিল, শুধু একজন ঢাকি ও তার ছেলে ও তাদের ঢাক টি বেঁচে গেল...তারপর ।
thanks fr d post ......... keep going dr ...........
ReplyDelete@welcome, i will trying to my best.
ReplyDelete