Wednesday, November 24, 2021

Post # 1065 Bengali Amarchitra Katha 251

                                                                       ডাউনলোড করুন     


রূপকথার গল্প যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে ...তাই হয়ত এই গল্প গুলি চির সজীব, জিবন্ত হয়ে আছে এখনো, গল্প শুনতেও ভালবাসে সকলে , বিশেষ করে ছোটরা... ছোট্ট মেয়েটি থাকতে ঠাকুমা তাঁর ঠাকুমার কাছ থেকে যে গল্প শুনেছিলেন তিনি তা তাঁর নাতি নাতনিদের নিজের মতো করে বলতে ভালবাসতেন । বহু দূর দেশ ভ্রমন কালে কোন পথিক তাঁর যাত্রাপথে কোনও কাহিনী শুনে পরে যখন সেগুলি কারো কাছে বলতেন তখন দরকার মতো স্থান কাল পাত্র অদল বদল করে নেন । এই ভাবে গল্প পৃথিবীর এক প্রান্ত থেকে ছড়িয়ে পড়েছে অন্য প্রান্তে... বলা বাহুল্য , আর এই কারনেই ঈশপ ও পঞ্চতন্ত্র প্রনেতা বিষ্ণুশর্মার কাহিনী মধ্যে অনেক রকম মিল দেখতে পাওয়া যায় । 

এই কাহিনী টি বাংলার বহু পরিচিত লোককাহিনী ... সকলের জন্য বলাহয়েছে নতুন ভাবে । 





 

7 comments:

  1. Back to Back .... Fatafati dhamaka

    ReplyDelete
    Replies
    1. দুটো করে দিচ্ছি কিন্তু, লেবেল 051-100 মধ্যের বই গুলি পি ডি এফ করে রোজ দিচ্ছি ।

      Delete
  2. Off-topic comment এর জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি।
    ইন্দ্রজাল কমিক্স এর Vol 22 No. 52 থেকে শুরু করে Vol 23 No.52 পর্যন্ত (যেগুলো "স্ক্যান ও এডিটঃ পিব্যান্ডস") একটারও লিঙ্ক কাজ করছে না। লিঙ্কগুলো কি দয়া করে একটু হালনাগাদ করে দেবেন?

    আমি মাঝে প্রায় ৪ বছর এই সাইট ভিজিট করার সময় পাইনি বলে এই সংখ্যাগুলো আর সংগ্রহ করা হয়নি। এখন আবার শুরু করতে গিয়ে দেখছি লিঙ্ক কাজ করছে না।

    ReplyDelete
    Replies
    1. Vol 26 No. 01 theke Vol 26 No. 04 porjonto o same - link kaj korchhe na.

      Delete
  3. Thank you so much for share this treasure.
    Some of book not download (Post # 659 Bengali Indrajal Comics Vol.22 No.14) (Post # 663 Bengali Indrajal Comics Vol.22 No.18) etc

    ReplyDelete