Tuesday, November 23, 2021

Post # 1064 Bengali Amarchitra Katha 249

 
 
শ্রী রামকৃষ্ণ পরমহংসের কথা কারোরই অজানা নয়।তাঁর সম্বন্ধে মহাত্মা গান্ধী একদা বলেছিলেন, সত্যিকারের ধর্মাচারন যে কি তা হলো শ্রী রামকৃষ্ণের জীবন ।তাঁর জীবন আমাদের ঈশ্বরের মুখোমুখি হতে শেখায় । 
 শ্রী রামকৃষ্ণের বানী ছিল তাঁর জীবনের মতই অনাড়ম্বর । সহজ সরল গল্পের মাধম্যে অনেক সময় তিনি তাঁর কথা ব্যক্ত করেন । তাঁর গল্পে মানুষের অসঙ্গতি বা দুর্বলতা দেখে আমাদের মন কৌতুকাবহ হয়ে উঠলেও তিনি কিন্তু আমাদের মনে শেষ পর্যন্ত মানুষের প্রতিই বিশ্বাস রাখতে অনুপ্রাণিত  করেছেন ।  








3 comments:

  1. একের পর এক অসাধারণ সব আপলোড। অনেক ধন্যবাদ দাদা।

    ReplyDelete