Friday, November 5, 2021

Post # 1058 Bengali Amarchitra Katha 240

                                                                     ডাউনলোড করুন

 

 

 জনসাধারনের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য জৈন সন্ন্যাসীগন যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন , তাঁদের সহজ সরল ধর্মীয় মতবাদ অজ্ঞ লোকেদের কাছে বোধগম্য ও আকর্ষণীয় করে তুলতে তাঁরা বিভিন্নি গল্প -গাথা কেই অবলম্ভন করেছেন । আমরা সংস্কৃত ভাষায় ও প্রাকৃত ভাষায় এ ধরনের হাজার হাজার শিক্ষামূলক গল্পের সন্ধান পাই ।

''বর্ধমান- দেশন'' গ্রন্থ থেকে গৃহীত সহস্রমল্লের গল্পটি থেকে এই সিদ্ধান্তেরই উপনীত হওয়া যায় যে , মানুষ নিজেই নিজের ভাগ্যের নিরামক ।সে যা হতে ইচ্ছা করবে তাই হতে পারবে । সে নিজের ইচ্ছা অনুসারে নিজেকে গড়ে তুলতে পারে ।

 



 

4 comments:

  1. ধন্যবাদ দাদা। আরেকটি অসাধারণ কমিকস পোস্ট করলেন।

    ReplyDelete
    Replies
    1. Dada 180no. ACK "Indra & Shibi" apni post koren ni. Eta Banglay ache.

      Delete
    2. ছায়া প্রকাশনীর নতুন print টা পেয়েছি , পুরানো টা পাইনি , ওটা পেলে দেবো।

      Delete