Friday, June 19, 2020

Post # 961 Bengali Indrajal Comics Vol.27 No.08

                                                                      ডাউনলোড করুন


দারা'র এই কমিকস্‌ দিয়ে শেষ করছি এই দীর্ঘ সাত বছরের সফর... এক ইতিহাসের সমাপ্তি হয়ে ছিল ১৯৯০ সালে ... আর ই কপি হিসাবে আমি শেষ করলাম আর একটি অধ্যায়... দীর্ঘ ৭ বছর ব্লগিং করলাম... অনেক নতুন বন্ধু পেয়েছি... বুক ফার্মের সকলে এক জয়গায় এই ব্লগের হাত ধরেই হয়েছি ... আবার ফিরে আসব ... আজ কেন জানিনা শেষ ইন্দ্রজালের পোস্ট করতে চোখে জল এসে যাচ্ছে... 
যাই হোক কিছু শেষ হলে আবার নতুন কিছু শুরু হয়।












72 comments:

  1. anek dhanyabad bhai| sotyi akta adbhut feeling hochche ... motamuti shurur thekei aapnaar blog follow kori ... bhalo-o lagche, kharap-o|

    ReplyDelete
  2. কিছু শেষ হলে আবার নতুন কিছু শুরু হয়।

    ReplyDelete
  3. This may be the way of another journey. Thank you sir.

    ReplyDelete
  4. Sotti e...roj 1 bar kore niyom kore ei blog e asi...notun golper asai....aar pabona...but oboshoi blog ta 1 ta vandar...koto ki ache...porleo furobe na...osamanno proyas indro ...onek subhechha roilo agamir

    ReplyDelete
  5. দারুন কাজ।জানি না সব গুলো পড়ে ইঠতে পারবো কিনা।চাইলেই হাতের কাছে পাওয়া যাবে ভাবতে ভালো লাগছে।অনেক ধন্যবাদ।এবার পুরান শুকতারা নিয়ে কিছু করলে ভালো লাগবে।

    ReplyDelete
    Replies
    1. অবশ্যই মনে রাখলাম। ভালো থাকবেন।

      Delete
  6. Ami prottek din check kori notun kon comics pabo..thank u Dada..Ami roj e opekkhaye thakbo

    ReplyDelete
    Replies
    1. অবশ্যই...ব্লগ থেমে থাকবে না।
      ...

      Delete
  7. Ei post ta pore khub mon kharap lagchhe... Khanikta jeno school/college er ses diner anubhuti... Jai hok.. Amra apnar sathe chhilam, achhi ar thakbo...ar ei rokom ekta sanklpa purno korar jonno onek subhechchha ar dhonnobad...

    ReplyDelete
    Replies
    1. এতদিন ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ।

      Delete
  8. ইন্দ্রজাল তার ইতিহাস শেষ করছিল আর ইন্দ্রবাবু আর এক ইতিহাস গড়লেন। আপনার ধৈর্য,পরিশ্রম,আন্তরিকতাকে স্যালুট জানাই। পরবর্তী পর্যায়ের অপেক্ষায় রইলাম। ভাল থাকবেন

    ReplyDelete
    Replies
    1. অবশ্যই থেমে থাকবো না আশাকরি।

      Delete
  9. সত্যি শেষ হয়ে গেল. শেষ দু বছরে কতো বার যে তোমাকে IJC শেষ করার কথা বলেছি নিজেরই মনে নেই. 2018, 2019 দু বছরেই তোমাকে বলেছিলাম এই বছরেই শেষ করো, তার পর তোমার বাকি মণিমানিক্য গুলো দাও. সেই শেষ আজ হলো. ভাবা যায় না. এক ভয়ংকর সুন্দর কাজ তুমি গত ৭ বছর ধরে করছিলে. আজকে সত্যি মন খারাপ. ছোটো বেলায় বহু বায়নার পর বাবার সাথে দোকানের গিয়ে শুনেছিলাম IJC আর আসবে না, বন্ধ হয়ে গেছে. সেই মন খারাপ টা আজ আবার ফিরে এলো.

    সব শেষের একটা শুরু থাকে. জানি তুমি এবার 'অমর চিত্র কথা' নিয়ে আসবে. আমি তৈরি ছোটবেলার অনেক হারানো স্মৃতি আবার ফিরে পেতে.. চলো বেশি দেরী করিও না.. তাড়াতাড়ি শুরু করে দাও..

    ReplyDelete
    Replies
    1. 😁😁 না দেরি করবো না।

      Delete
  10. একটি অসাধারন অ্যাচিভমেন্ট। কত টা শ্রম, অধ্যাবসায়, ধৈর্য ধরে এই দীর্ঘ সময় কাজটা করে যেতে হয়েছে সেটা ভাবলে আজ অবাক লাগে। একটা এত বড় প্রজেক্ট শেষ করা চাট্টি খানি কথা নয়। একবার নিজের পিঠ ২বার চাপড়িয়ে নাও। ব্রাভো। ভবিষ্যতে এমন আরো সাফল্য কামনা করি।

    ReplyDelete
    Replies
    1. 😁😁😁 সকলকে খুশি করতে পেরেছি তাতেই অনন্দো।

      Delete
  11. ইন্দ্রজাল শেষ হলো....কিন্তু ইন্দ্রনাথবাবুর পরিশ্রম আর অধ্যবসায়ের জাদু অমলিন ...

    ReplyDelete
    Replies
    1. 😊😊অনেক ধন্যবাদ।

      Delete
  12. অনেক অভিনন্দন ইন্দ্রদা৷ আমাদের কাজ এখনো বাকি

    ReplyDelete
  13. It gives me immense pleasure thinking that I also have been a part of this unforgettable journey which rolled out year after years n come to an end today.Having said that being a honest n sincere follower would like to place one earnest request that please dont bring down the curtain too soon but this Indrajal show must be carried on with publishing of high quality pdf version of 1-420 series n we will be eagerly waiting to relish the golden moments again.Thanks u very much Indra da for your kindness n generosity...Best wishes...

    ReplyDelete
    Replies
    1. কাজ শুরু করে দিয়েছি পি ডি এফ করার
      ..এই কাজ টাও শেষ করবো আশা করি।

      Delete
  14. Does anybody know why Indrajal suddenly stopped its publication at its peak? Pls, dont say that it had no demand.

    ReplyDelete
    Replies
    1. কপি রাইট শেষ হয়ে গেছিলো...টেলিভিশন ভিডিও গেম ও একটি কারন ...বই এর বক্রি ও কমে গেছিল ।

      Delete
  15. আমরা, এই ইন্দ্রজাল গোষ্ঠী, সময়ের উল্টোদিকে হেঁটে আমাদের কৈশোরকে এতগুলি বছর প্রলম্বিত করে দিতে পেরেছি, এ যাত্রা এখনো শেষ হয় নি । ইন্দ্রজাল শেষ হয়ে গেলেও আমাদের কৈশোর এখনো শেষ হয়ে যায় নি । না! চোখে জল আসার কোন কারন নেই ।

    ReplyDelete
    Replies
    1. ঠিক ই....অনেক কিছু বাকি রইলো ।
      ...

      Delete
  16. আপনার বদৌলত ছোট বেলায় পুনঃভ্রমনের যে সুযোগ পেলাম তার স্বাদ অমলিন থাকবে।

    ReplyDelete
  17. Indrada jindabad. INDRAJAL sesh hoye jenny mon tai kemon hoye geloto.Jihok natun series er apakhaye rail am.

    ReplyDelete
    Replies
    1. অবশ্যই....হবে হবে ।

      Delete
  18. Replies
    1. আপনি ও ভালো থাকুন

      Delete
  19. sottii akta jug sesh hoye gelo bole mone hochhe. monta bhara kranto hoye gelo.onek onek dhannyobad apnake amader choto belar sornali dinguloke abar firia debar jonno.ami apnar bolgg er sathe motamuti prothom thekei achi.asakori notun kichu project nia asben.apni akbar apnar blogg e ullekh korechilen book farm theke indojaal gulo abar ber hobe , jodi sta sombhov hoy tobe er theke bhalo kichu hote parena.abar onek dhaynnobad, bhalo thakben.

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ নতুন কিছু নিয়ে অবশ্যই আসবো। বুক ফার্মের থেকে পরে হয়তো চেষ্টা করা হবে।

      Delete
  20. ইন্দ্রবাবু,"আবার ফিরে আসবো" নয়। কাজ এখনো বাকি যে। প্রথমদিকের সংখ্যাগুলোর পিডিএফ ভার্শন থেকে আমাদের বঞ্চিত করবেন না। নতুন কিছু শুরু করা যেতে পারে ইন্দ্রজাল এর নায়কদের নিয়ে। যেমন ফ্যান্টম আর ম্যানড্রেক ডাইজেস্ট যেগুলো ডায়মন্ড কমিক্স প্রকাশ করেছিলো। জানি কষ্টসাধ্য কাজ কিন্তু আশা করতে দোষ কি। আমি জানি আপনি অসাধ্য সাধনে পটু।

    ReplyDelete
    Replies
    1. Pdf করার কাজ প্রথম থেকে শুরু হয়ে গেছে..আর নতুন কিছু অবশ্যই আসবে।

      Delete
  21. আপনার অনেক কিছু দেবার আর আমাদের এখনও অনেক পাবার বাকি...এখনি শেষ নয়

    ReplyDelete
    Replies
    1. অবশ্যই...নতুন কিছু আসবে।
      ..

      Delete
  22. Apnar ei blog er sathe amar porichoy 4/5 years age. Ekdin google e bengali phantom comics likhe search kore peyechilam ei rotno khoni r sondhan. Apnar ei mammoth task er jonyo apnake Dhonyobad janiye choto korbo na. Khali etukui bolbo onek kharap time, ekgheye jibon er klanti apnar ei blog katiye diyeche. Sobtheke boro katha purono din gulo apni firiye diyechen. Every Bengali Comic Lover will remember you through your work and dedication. Aro notun kichur ashay roilam. "IJC sesh hote pare... Blogging jeno sesh na hoy.." --- Prachin Aranya Probaad

    ReplyDelete
    Replies
    1. 😊😊😊 অবশ্যই ব্লগিং শেষ হচ্ছে না ...নিশ্চিন্ত থাকতে পারেন ।

      Delete
  23. অভিনন্দন রইলো।

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ , ভালো থাকবেন।

      Delete
  24. দাদা, আপনার পরিকল্পনায় অমর চিত্র কথা অথবা অন্যান্য কমিকস নিয়মিত পোস্ট করার চিন্তা আছে। এর মধ্যে কি ডায়মন্ড কমিকস পোস্ট করবেন? বিশেষ করে ফ্যান্টম ডাইজেস্টগুলো?

    ReplyDelete
    Replies
    1. হ্যা পরিকল্পনা আছে. Surprise থাকল 😊😊

      Delete
  25. ১৯৯০এর ৩০শে এপ্রিল একটা যুগের শেষ হয়েছিলো। আবার ১৯শে জুন, ২০২০ আর একটা যুগের শেষ হলো। ১৯৬৬ সাল থেকে বাংলায় প্রকাশিত "ইন্দ্রজাল কমিকস্‌" চাহিদার তুঙ্গে থাকাকালীনই বিদায় নিয়েছিলো ১৯৯০এর ৩০শে এপ্রিল। মোট ৭৮০টি কমিকস্। এ‌তো বছর পরে আর এক "ইন্দ্র" সেই সব বইগুলির Soft Copy আমাদের হাতে তুলে দিলেন। সেই কাজ তাঁর শেষ হয়েছে ১৯শে জুন, ২০২০তে। সুতরাং আবারও একটি যুগের শেষ তো বটেই।

    ঈন্দ্রবাবুর হাত ধরে ছোটবেলার সেই সোনালী দিনগুলো আবার ফিরে পেলাম। এক অসাধ্য সাধন করেছেন তিনি। বরাবরই আমার মনে হয়, বেতাল, ম্যানড্রেকের গল্পগুলোশুধুই নিছক কমিকস্‌ নয়; আসলে এগুলো সচিত্র সাহিত্য। সেগুলির স্পর্শে যে কোনোও প্রজন্ম লাভবান হবে। আধুনিকতা আমাদের অনেক কিছু যেম্ন দিয়েছে, তেমনই আবার অনেক কিছু কেড়েও নিয়েছে আমাদের জীবন থেকে। কিন্তু বেতাল, ম্যানড্রেক তথা ইন্দ্রজাল কমিকসের সমস্ত চরিত্রগুলি সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিলো। ইন্দ্রবাবুর সৌজন্যে সেগুলি যদি বর্তমান প্রজন্মের যাতে সমাদৃত হয়, সেই আশায় রইলাম।

    আরোও একটা কথা, "অমর চিত্র কথা"-য় ঐতিহাসিক কাহিনীগুলির সচিত্র বিবরণ পড়া থাকায় আমাদের প্রজন্মের পড়াশোনায় অনেক সুবিধে হতো, যা বর্তমান প্রজন্ম পায় না। আমি একটি প্রথম বর্ষের ইতিহাস অনার্স পাঠরতা মেয়েকে ইন্টারনেট থেকে সংগৃহীত "বিক্রমাদিত্য" কমিকস্‌টি দেখাতে সে আফসোসে ভেঙে পড়েছিলো। সখেদে বলেছিলো, "এমন জিনিষ আমরা কেন পেলাম না!" তার পাঠ্যবইতে কঠিনভাবে যা লেখা ছিলো, হুবহু সেই ঘটনাটিই "বিক্রমাদিত্য" কমিকসে অনেক সহজ ভাষায় অনেক বেশী আকর্ষণীয় ভাবে বলা ছিলো।

    ইন্দ্রদা যদি অনুগ্রহ করে আমাদের সময়কার সেই সব রত্নখনির সঙ্গে বররমান প্রজন্মের পরিচয় করান, তাহলে আপামর বাঙালী তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

    নমস্কার।

    ReplyDelete
    Replies
    1. ফেসবুক ও ব্লগে 90% পাঠক ভোট দিয়েছেন অমর চিত্র কথার দিকে।....কিছু একটা করা দরকার 😊😊😊😊
      ..

      Delete
  26. ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করা যাবে না। অত্যন্ত কঠিন একটি কাজ করেছেন আপনি।
    আমার মত অনেকের শৈশবকে ফিরিয়ে দিয়েছেন। আপনার জীবন সুন্দর হোক।
    From Bangladesh.

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন।

      Delete
  27. Monta kharup lagchhe... prai pratyek din ei blog e ekbar dhu martam...

    Amar chitra kothar apekkhai thaklam...

    ReplyDelete
    Replies
    1. ব্লগে আবার ও রোজ অসতে হবে...আমি সেই চেষ্টাই করবো।

      Delete
  28. নতুন কিছুর সন্ধানে প্রতিদিন নিয়ম করে একবার খুলে দেখতাম.... আশা করি এই সন্ধান এখনও বন্ধ হবে না..... অনেক ধন্যবাদ আপনাকে....

    ReplyDelete
  29. Cant Download..showing webpage block

    ReplyDelete
  30. ইন্দ্রনাথবাবুর সাথে এই ব্লগসূত্রেই পরিচয়। ভিনরাজ্যে থাকলেও ভার্চূয়াল বন্ধুত্ব ছিল নিখাদ। কমিক্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলবে কিন্তু।

    ReplyDelete
    Replies
    1. অবশ্যই...দেখা হবে আশা করি।

      Delete
  31. I was connected to this blog since last 6 years... Thank you so much for bringing my childhood days back... I have kept all of these in very safe for generations to come...
    Keep walking Buddy.. Stay blessed..

    ReplyDelete
  32. Dada trying to download but showing website is blocked. Grateful if anyone can suggest how to resolve.

    ReplyDelete
  33. আমি আগে ঝাড়গ্রাম ডেভিল এ ইন্দ্রজাল পড়তাম,কিন্তু ঐটায় যখন আর পারছিলাম না,তখন ই বাংলা কমিক্স search করতে গিয়ে এই blog টা চোখে পড়লো...তারপর তো আর কোনো কথাই নেই...
    ছোট বেলায় বাবা অরণ্যদেব,বাহাদুর,ম্যান্ডরেক র বই পড়ে গল্প শোনাত...নিজে যখন বুঝতে শিখলাম অরণ্য দেবের পরে কেরি ড্রেক হয়ে গেল আমার favourite hero।
    আজ যেন একটা যুগের অবসান হলো...অনেক অনেক ধন্যবাদ ইন্দ্রদা আরো একবার বাবার সঙ্গে কাটানো ছোটবেলায় নিয়ে যাওয়ার জন্য।
    আমি কিন্তু এবার অমরচিত্র কথা র জন্য পাগল হয়ে আছি... প্রচন্ড ভাবে অপেখ্যা করছি...
    তুমি সুস্থ থেকো ইন্দ্রদা,ভালো থেকো আমাদের জন্য...

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ...অমর চিত্র কথা আসছে।

      Delete
  34. webpage has been blocked আসছে ভাইয়া...বুঝতে পারছিনা...কেউ জানলে দয়া করে বলবেন

    ReplyDelete
  35. Nice blog thanx for sharing, we At Capital Bolts Our primary focus is on providing high-quality products from many manufacturers.
    Din 444 B
    Din 479
    Din 603
    Din 976 A
    Din 15237
    ASTM A193
    IS 3757
    Din 604
    Din 6914
    Din 961

    ReplyDelete