বিখ্যাত শিল্পী সূর্য রায় কিশোর ভারতী পত্রিকার প্রথম বর্ষ থেকে অলংকরণ করে এসেছিলেন , ঐ পত্রিকায় অসংখ্য হেডপিস ও গল্প ও উপন্যাসে ওনার অলংকরণ লক্ষকরা যায় । আজ তাঁর করা একটি কমিকস্ থাকছে ।
শিল্পীর সংক্ষিপ্ত জীবনী স্বাগত ওয়াকারের ওয়াল থেকে ঃ যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েও সে কোর্স শেষ না করেই ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টে ভর্তি হন শিল্পচর্চার তাগিদে। জন্ম
দিনাজপুরে ১৯১৩ সালে।জীবন জীবিকা র তাগিদে পরবর্তীকালে যোগ দেন বিজ্ঞাপন সংস্থা তে, পরে তা ছেড়ে যুগান্তর পত্রিকায়। চলচ্চিত্রে আর্ট ডিরেক্টরের কাজ করেছেন পরিচালক মধু বসুর আলিবাবা ও রাজ নর্তকী তে। যুগান্তর ছাড়াও ছবি এঁকেছেন সিগনেট প্রেসে, কিশোর ভারতী পত্রিকায় ও বসুমতী সাহিত্য মন্দিরে। অলঙ্করণ ও প্রচ্ছদ করেছেন অনেক বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাসে। সত্যজিৎ রায় একটি সাক্ষাৎকারে বলেছিলেন,"আমাদের সময়ে বঙ্গলক্ষ্মী কটন মিলসের বিজ্ঞাপন করতাম ছবি এঁকে। আঁকতেন সূর্য রায়।"
***************
কিশোর ভারতী পত্রিকায় কয়েকটি কমিক্স করেছিলেন সূর্য রায়- "ভবানী পাঠক", "মজনু ফকির", "সমশের গাজী", "লণ্ঠন ও ঘুটঘুট্টি", "সর্বান্তকরণে", এবং "সোটকা সমাচার "।
শিল্পী পরলোক গমন করেন ২৭ অক্টোবর ১৯৭৯ তে।
No comments:
Post a Comment